Ajker Patrika

মিয়ানমারে সেনা অভিযানে নিহত ২৫

আপডেট : ০৫ জুলাই ২০২১, ১১: ৫০
মিয়ানমারে সেনা অভিযানে নিহত ২৫

মিয়ানমারে সেনাবাহিনীর অভিযানে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। গত শুক্রবার মিয়ানমারের রাজধানী নেপিডো থেকে ৩০০ কিলোমিটার দূরে সাগাইং অঞ্চলের ডেপাইন শহরে এ অভিযান চালানো হয়। এই অভিযানের বিষয়ে মিয়ানমারের সেনাদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। 

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, ডেপাইনে টহলরত নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত  হামলা চালায়। এতে নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত ও ছয়জন আহত হন। এ ঘটনার পর নিরাপত্তা বাহিনী পাল্টা আক্রমণ শুরু করলে হামলাকারীরা পিছু হটে।

নাম প্রকাশে অনিচ্ছুক ডেপাইনের এক বাসিন্দা বলেন, গত শুক্রবার চারটি ট্রাক থেকে সেনারা নামে। স্থানীয় প্রতিরক্ষা বাহিনীর তরুণেরা স্থানীয়ভাবে তৈরি অস্ত্র নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর ভারী অস্ত্রের গোলাগুলিতে তাঁরা পিছু হটেন। ওই লড়াইয়ের পর ২৫টি মৃতদেহ উদ্ধার করা হয়। 

বিবিসি বার্মিজ ও স্থানীয় থান লিউইন খেট নিউজেও একই সংখ্যার কথা বলা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য মিয়ানমার নাওয়ের পক্ষ থেকে বলা হয়, সেনাদের অভিযানে ৩১ জনের মতো নিহত হয়েছেন। প্রায় ১০ হাজার বাসিন্দা গ্রামটি ছেড়ে পালিয়েছেন। তবে ডেপিয়ানের পিপলস ডিফেন্স ফোর্স তাদের ফেসবুকে বলেছে, তাদের ১৮ সদস্যকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন ১১ জন।

গত ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে ৮৯০ জন নিহত হয়েছেন। সেনাবাহিনীকে প্রতিরোধে মিয়ানমারের কিছু কিছু এলাকায় বেসামরিক প্রতিরক্ষা বাহিনী গঠন করেছে স্থানীয়রা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ভোট বয়কট প্রগতিশীলদের, পুনর্নির্বাচন দাবি

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত