Ajker Patrika

উত্তর কোরিয়ার প্রথম স্পাই স্যাটেলাইট সাগরে বিধ্বস্ত

আপডেট : ৩১ মে ২০২৩, ১৩: ৫৫
উত্তর কোরিয়ার প্রথম স্পাই স্যাটেলাইট সাগরে বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের ওপর নজরদারি চালাতে উত্তর কোরিয়ার প্রথম স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। আজ বুধবার সকালে এটি উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই দুর্ঘটনায় পড়ে সাগরে বিধ্বস্ত হয়। 

৩১ মে থেকে ১১ জুনের মধ্যে মহাকাশে প্রথম স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছিল পিয়ংইয়ং। সেটা ব্যর্থ হওয়ায় শিগগিরই উত্তর কোরিয়া দ্বিতীয়বার উৎক্ষেপণের চেষ্টা চালাবে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

এ ঘটনায় দক্ষিণ কোরিয়া ও জাপানের কিছু অংশে জরুরি সতর্কতা জারি করা হয়েছিল। পরে কোনো বিপদ বা ক্ষয়ক্ষতির খবর ছাড়াই নোটিশগুলো প্রত্যাহার করা হয়।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইঞ্জিন ও জ্বালানি সমস্যার কারণে এই রকেট স্যাটেলাইট উৎক্ষেপণের পরপরই বিধ্বস্ত হয়ে সাগরে পড়ে। উৎক্ষেপণে ব্যর্থ স্যাটেলাইটের নাম ‘চল্লিমা-১’। এটি যে রকেটে উৎক্ষেপণ করা হয়, সেটির ইঞ্জিনের সক্ষমতা কম ছিল। উড্ডয়নের রকেট থেকে আলাদা হওয়ার পর এটির ইঞ্জিন ও জ্বালানিতে সমস্যা দেখা দেয়। এর আগে উত্তর কোরিয়া পাঁচবার স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করলেও ২০১৬ সালের পর এটিই প্রথম।  

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। দুই মিনিট পর সিউলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। মিনিট খানেকের মধ্যেই বৃদ্ধ ও শিশুদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে সতর্কবার্তা জারি করা হয়। সকাল ৬টা ৪১ মিনিটে ‘ভুলবশত পাঠানো হয়েছে’ বলে সতর্কবার্তা প্রত্যাহার করা হয়।  

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানান, ক্ষেপণাস্ত্রটি পিয়ংগান প্রদেশের টং চাং রি থেকে দক্ষিণ দিকে উৎক্ষেপণ করা হয়। এটিকে সর্বশেষ বায়েংনিয়ং দ্বীপের পশ্চিমে উড়ন্ত অবস্থায় দেখা গিয়েছিল। আজ স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটে ইওচেং দ্বীপের প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) পশ্চিমে একটি ধ্বংসাবশেষ পাওয়া গেছে, যা উত্তর কোরিয়ার মহাকাশে উৎক্ষেপিত উপগ্রহের অংশ হতে পারে বলে দাবি তাঁর। 

জাপানের ওকিনাওয়ায়ও সতর্কতা জারি করা হয়েছিল। জাপানের ভূখণ্ডের জন্য কোনো হুমকি না থাকায় পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। পিয়ংইয়ংয়ের স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা জানানোর পর গত সোমবার হুঁশিয়ারি দিয়েছিল জাপান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জাপানের ভূখণ্ডে প্রবেশ করলে উত্তর কোরিয়ার যেকোনো ক্ষেপণাস্ত্রকে তারা ধ্বংস করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত