ইন্দোনেশিয়ায় চীনের তৈরি করোনার টিকা সিনোভ্যাকের ট্রায়ালের দায়িত্বে থাকা শীর্ষ বিজ্ঞানী নোভিলিয়া জাজফ্রি বাচ্চিয়া মারা গেছেন। গত বুধবার করোনার উপসর্গ নিয়ে তাঁর মৃত্যু হয়। ইন্দোনেশিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।
ইন্দোনেশিয়ায় ব্যাপকভাবে চীনের টিকা প্রয়োগ করা হচ্ছে। এর মধ্যেই দেশটিতে করোনার সংক্রমণও বেড়েছে।
ইন্দোনেশিয়ার বার্তা সংস্থা কুম্পারানের প্রতিবেদনে বলা হয়, নোভিলিয়া করোনায় মারা গেছেন। রাষ্ট্রীয় ওষুধ কোম্পানির একজন কর্মকর্তার বরাত দিয়ে সিন্দোনিউজের প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনেই তাঁকে কবর দেওয়া হয়েছে।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানবিষয়ক মন্ত্রী এরিক থোহির ইনস্টাগ্রামে একটি পোস্টে বলেছেন, বায়োফার্মা কোম্পানির জন্য এটি একটি বড় ক্ষতি। তবে তিনি নোভিলিয়ার মৃত্যুর কারণ জানায়নি।
চীনের বায়োফার্মা কোম্পানি নোভিলিয়ার মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করেনি। চীনের সিনোভ্যাকের ভ্যাকসিন নেওয়ার পর স্বাস্থ্যকর্মীদের মৃত্যু এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।
ইন্দোনেশিয়ার স্বাধীন তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান লেপার কোভিড-১৯ জানায়, গত জুনে ১৩১ জন করোনা রোগীর মৃত্যু হয়। যাঁদের মধ্যে বেশির ভাগকেই সিনোভ্যাকের টিকা প্রয়োগ করা হয়েছিল।
বিশ্বের অন্যান্য দেশের মতো ইন্দোনেশিয়ায়ও দাপট দেখাচ্ছে করোনার ডেলটা ধরন। দেশটিতে গত বুধবার প্রথমবারের মতো এক হাজারের বেশি মানুষ করোনায় মারা যান।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত ২৩ লাখ ৭৯ হাজার ৩৯৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬২ হাজার ৯০৮ জন।
ইন্দোনেশিয়ায় চীনের তৈরি করোনার টিকা সিনোভ্যাকের ট্রায়ালের দায়িত্বে থাকা শীর্ষ বিজ্ঞানী নোভিলিয়া জাজফ্রি বাচ্চিয়া মারা গেছেন। গত বুধবার করোনার উপসর্গ নিয়ে তাঁর মৃত্যু হয়। ইন্দোনেশিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।
ইন্দোনেশিয়ায় ব্যাপকভাবে চীনের টিকা প্রয়োগ করা হচ্ছে। এর মধ্যেই দেশটিতে করোনার সংক্রমণও বেড়েছে।
ইন্দোনেশিয়ার বার্তা সংস্থা কুম্পারানের প্রতিবেদনে বলা হয়, নোভিলিয়া করোনায় মারা গেছেন। রাষ্ট্রীয় ওষুধ কোম্পানির একজন কর্মকর্তার বরাত দিয়ে সিন্দোনিউজের প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনেই তাঁকে কবর দেওয়া হয়েছে।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানবিষয়ক মন্ত্রী এরিক থোহির ইনস্টাগ্রামে একটি পোস্টে বলেছেন, বায়োফার্মা কোম্পানির জন্য এটি একটি বড় ক্ষতি। তবে তিনি নোভিলিয়ার মৃত্যুর কারণ জানায়নি।
চীনের বায়োফার্মা কোম্পানি নোভিলিয়ার মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করেনি। চীনের সিনোভ্যাকের ভ্যাকসিন নেওয়ার পর স্বাস্থ্যকর্মীদের মৃত্যু এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।
ইন্দোনেশিয়ার স্বাধীন তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান লেপার কোভিড-১৯ জানায়, গত জুনে ১৩১ জন করোনা রোগীর মৃত্যু হয়। যাঁদের মধ্যে বেশির ভাগকেই সিনোভ্যাকের টিকা প্রয়োগ করা হয়েছিল।
বিশ্বের অন্যান্য দেশের মতো ইন্দোনেশিয়ায়ও দাপট দেখাচ্ছে করোনার ডেলটা ধরন। দেশটিতে গত বুধবার প্রথমবারের মতো এক হাজারের বেশি মানুষ করোনায় মারা যান।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত ২৩ লাখ ৭৯ হাজার ৩৯৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬২ হাজার ৯০৮ জন।
গত সপ্তাহেই কেনিয়ার আদালতের এক ম্যাজিস্ট্রেট আশা প্রকাশ করেছেন, ব্রিটিশ সম্পদশালী ব্যবসায়ী হ্যারি রয় ভিভার্সের আত্মা এবার হয়তো শান্তি পাবে। কিন্তু মৃত্যুর ১২ বছর পরও তাঁর মরদেহ কোথায় শায়িত হবে, সে প্রশ্ন এখনো অনির্ধারিতই রয়ে গেছে।
২ ঘণ্টা আগেউপহারটি যখন দেওয়া হয়, তখন আফসারের দোকান বন্ধ ছিল। গত শুক্রবার তিনি দোকানে পৌঁছে উপহারটি খোলেন এবং দেখেন যে স্পিকারগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভারী।
২ ঘণ্টা আগেতানজানিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত নর্থ মারা সোনার খনি একদিকে যেমন দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করছে, অন্যদিকে স্থানীয় মানুষের জন্য নিয়ে এসেছে ভয়াবহ দুর্দশা, নির্যাতন আর মৃত্যু। আন্তর্জাতিক বাজারে সোনার দাম হু হু করে বাড়ায় এ খনিকে কেন্দ্র করে রাজনৈতিক দমন-পীড়ন, পুলিশি সহিংসতা ও অপহরণের মতো ঘটনা বাড়ছে।
৩ ঘণ্টা আগেস্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এই অপরাধী চক্রের মূল হোতা একজন বাংলাদেশি নাগরিক। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নেপালি নাগরিক পুলিশকে জানিয়েছে কীভাবে মিথানল মিশিয়ে মদ তৈরি ও বিক্রি করা হতো। কর্তৃপক্ষ আবাসিক ও শিল্প এলাকাগুলোয় অভিযান চালিয়ে এই অবৈধ কারখানাগুলো খুঁজে বের করে।
৫ ঘণ্টা আগে