তালেবানের বেত্রাঘাত আর মানুষের ঠেলাঠেলি হজম করে কাবুল বিমানবন্দরের একটি গেটে হাজির হন শরীফা আফজালি। তাঁর এক হাতে তখন একটি বিবাহ সনদ আরেক হাতে মোবাইল ফোন। তিনি মোবাইলটি গেটে দাঁড়ানো এক মার্কিন সেনার দিকে এগিয়ে দেন। ফোনের ওপাশে তখন সাবেক মার্কিন সেনা হেন্স রাইট। বাস করেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমায়। তাঁর কথাতেই কাজ হয়। কোনো ভিসা ছাড়াই আফজালিকে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে দেন সৈন্যটি।
আফজালি হেন্স রাইটের স্ত্রী। ২০০৯ সালে সেনাবাহিনী থেকে অবসর নেন হেন্স। পরে আফগান স্পেশাল ফোর্সের উপদেষ্টা হিসেবে চুক্তিভিত্তিক কোম্পানির হয়ে কাজ শুরু করেন। সেই কোম্পানির কর্মী ছিলেন আফজালিও। ২০১৭ সালেই প্রথম তাঁদের পরিচয়।
২০১৯ সালে আফজালি অন্য জায়গায় কাজ শুরু করলেও সামাজিক মাধ্যমে হেন্সের সঙ্গে যোগাযোগ চালু থাকে। গত এপ্রিলেই তাঁরা দুবাই গিয়ে বিয়ে করেন। বিয়ের সনদ থাকলেও আফজালির ভিসাপ্রক্রিয়ায় জটিলতা দেখা দেয়। কারণ, ২০১৮ সালেই তিনি মার্কিন ভিসার আবেদন করে রেখেছিলেন। তাই নতুন করে ভিসা আবেদনের সুযোগ ছিল না।
মে মাসে আফজালিকে আফগানিস্তানে রেখে যুক্তরাষ্ট্রে যান হেন্স। এদিকে, খুব অল্প সময়ের মধ্যেই দেশটি দখল করে নেয় তালেবান। বিমানবন্দরে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। স্ত্রীর চিন্তায় অধৈর্য হন হেন্সও। পরে ২৪ আগস্ট আফজালিকে যেভাবেই হোক বিমানবন্দরের গেটে পৌঁছাতে বলেন।
সেদিন সকাল ৮টায় বাড়ি থেকে বের হন আফজালি। সারা দিন প্রচণ্ড গরম আর মানুষের ঠেলাঠেলি ছাড়াও বেশ কয়েকবার তালেবানের বেত্রাঘাতের শিকার হন তিনি। ১৬ ঘণ্টার চেষ্টায় একটি গেটে গেলেও ভিসা না থাকায় তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। তাঁর সঙ্গে ফোনে সার্বক্ষণিক যুক্ত ছিলেন হেন্স। তিনি চেষ্টা চালিয়ে যেতে বলেন। এভাবে দুইবার ব্যর্থ হওয়ার পর তৃতীয়বার মোবাইল ফোনের কথোপকথনে কাজ হয়ে যায়। শুক্রবার জার্মানি পৌঁছেন আফজালি। সেখান থেকেই যাবেন যুক্তরাষ্ট্রে।
তালেবানের বেত্রাঘাত আর মানুষের ঠেলাঠেলি হজম করে কাবুল বিমানবন্দরের একটি গেটে হাজির হন শরীফা আফজালি। তাঁর এক হাতে তখন একটি বিবাহ সনদ আরেক হাতে মোবাইল ফোন। তিনি মোবাইলটি গেটে দাঁড়ানো এক মার্কিন সেনার দিকে এগিয়ে দেন। ফোনের ওপাশে তখন সাবেক মার্কিন সেনা হেন্স রাইট। বাস করেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমায়। তাঁর কথাতেই কাজ হয়। কোনো ভিসা ছাড়াই আফজালিকে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে দেন সৈন্যটি।
আফজালি হেন্স রাইটের স্ত্রী। ২০০৯ সালে সেনাবাহিনী থেকে অবসর নেন হেন্স। পরে আফগান স্পেশাল ফোর্সের উপদেষ্টা হিসেবে চুক্তিভিত্তিক কোম্পানির হয়ে কাজ শুরু করেন। সেই কোম্পানির কর্মী ছিলেন আফজালিও। ২০১৭ সালেই প্রথম তাঁদের পরিচয়।
২০১৯ সালে আফজালি অন্য জায়গায় কাজ শুরু করলেও সামাজিক মাধ্যমে হেন্সের সঙ্গে যোগাযোগ চালু থাকে। গত এপ্রিলেই তাঁরা দুবাই গিয়ে বিয়ে করেন। বিয়ের সনদ থাকলেও আফজালির ভিসাপ্রক্রিয়ায় জটিলতা দেখা দেয়। কারণ, ২০১৮ সালেই তিনি মার্কিন ভিসার আবেদন করে রেখেছিলেন। তাই নতুন করে ভিসা আবেদনের সুযোগ ছিল না।
মে মাসে আফজালিকে আফগানিস্তানে রেখে যুক্তরাষ্ট্রে যান হেন্স। এদিকে, খুব অল্প সময়ের মধ্যেই দেশটি দখল করে নেয় তালেবান। বিমানবন্দরে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। স্ত্রীর চিন্তায় অধৈর্য হন হেন্সও। পরে ২৪ আগস্ট আফজালিকে যেভাবেই হোক বিমানবন্দরের গেটে পৌঁছাতে বলেন।
সেদিন সকাল ৮টায় বাড়ি থেকে বের হন আফজালি। সারা দিন প্রচণ্ড গরম আর মানুষের ঠেলাঠেলি ছাড়াও বেশ কয়েকবার তালেবানের বেত্রাঘাতের শিকার হন তিনি। ১৬ ঘণ্টার চেষ্টায় একটি গেটে গেলেও ভিসা না থাকায় তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। তাঁর সঙ্গে ফোনে সার্বক্ষণিক যুক্ত ছিলেন হেন্স। তিনি চেষ্টা চালিয়ে যেতে বলেন। এভাবে দুইবার ব্যর্থ হওয়ার পর তৃতীয়বার মোবাইল ফোনের কথোপকথনে কাজ হয়ে যায়। শুক্রবার জার্মানি পৌঁছেন আফজালি। সেখান থেকেই যাবেন যুক্তরাষ্ট্রে।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
১৯ মিনিট আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
৪০ মিনিট আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
১ ঘণ্টা আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে