আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে উত্তর কোরিয়া। জাতিসংঘের একটি প্রতিবেদনের বরাত দিয়ে গতকাল শনিবার এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
অস্ত্র কর্মসূচির জন্য কয়লা, লোহা, সিসা, টেক্সটাইল, সামুদ্রিক খাবার এবং অন্যান্য পণ্য রপ্তানির ক্ষেত্রে পিয়ংইয়ং আন্তর্জাতিকভাবে বড় নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র তৈরির জন্য তার সক্ষমতা বিকাশ অব্যাহত রেখেছে। যদিও দেশটি গত বছর কোনো পারমাণবিক পরীক্ষা বা আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেনি।
প্রতিবেদনটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের কাছে পাঠানো হয়েছে।
উত্তর কোরিয়ার অফিশিয়াল নাম ব্যবহার করে প্রতিবেদনে বলা হয়, ডিপিআরকের (উ.কোরিয়া) পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন অব্যাহত ছিল। ডিপিআরকে (উ.কোরিয়া) এ সংক্রান্ত উপাদান, প্রযুক্তি ও জ্ঞানের সন্ধান অব্যাহত রেখেছে। এ সংক্রান্ত সাইবার মাধ্যম ও বৈজ্ঞানিক গবেষণার বিষয়ে জানতে বিদেশের শরণাপন্ন হয়েছে ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ক্রিপ্টোকারেন্সি সম্পদের জন্য উত্তর কোরিয়া সাইবার আক্রমণের আশ্রয় নিয়েছে। এটি তাদের সরকারের রাজস্বের একটি গুরুত্বপূর্ণ উৎস ।
জাতিসংঘের বিশেষজ্ঞরা জানান, গত বছর পরিশোধিত পেট্রোলিয়ামের অবৈধ আমদানির পরিমাণ বেড়েছে উত্তর কোরিয়ায়, কিন্তু আগের বছরের তুলনায় অনেক কম।
যদিও পশ্চিমা দেশগুলো পিয়ংইয়ংয়ের ওপর আরও চাপ প্রয়োগের জন্য ক্রমাগত বলে যাচ্ছে। এদিকে বেইজিং ও মস্কো মানবিক কারণে উত্তর কোরিয়ার ওপর থেকে এই নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান জানিয়েছে ।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে উত্তর কোরিয়া। জাতিসংঘের একটি প্রতিবেদনের বরাত দিয়ে গতকাল শনিবার এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
অস্ত্র কর্মসূচির জন্য কয়লা, লোহা, সিসা, টেক্সটাইল, সামুদ্রিক খাবার এবং অন্যান্য পণ্য রপ্তানির ক্ষেত্রে পিয়ংইয়ং আন্তর্জাতিকভাবে বড় নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র তৈরির জন্য তার সক্ষমতা বিকাশ অব্যাহত রেখেছে। যদিও দেশটি গত বছর কোনো পারমাণবিক পরীক্ষা বা আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেনি।
প্রতিবেদনটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের কাছে পাঠানো হয়েছে।
উত্তর কোরিয়ার অফিশিয়াল নাম ব্যবহার করে প্রতিবেদনে বলা হয়, ডিপিআরকের (উ.কোরিয়া) পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন অব্যাহত ছিল। ডিপিআরকে (উ.কোরিয়া) এ সংক্রান্ত উপাদান, প্রযুক্তি ও জ্ঞানের সন্ধান অব্যাহত রেখেছে। এ সংক্রান্ত সাইবার মাধ্যম ও বৈজ্ঞানিক গবেষণার বিষয়ে জানতে বিদেশের শরণাপন্ন হয়েছে ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ক্রিপ্টোকারেন্সি সম্পদের জন্য উত্তর কোরিয়া সাইবার আক্রমণের আশ্রয় নিয়েছে। এটি তাদের সরকারের রাজস্বের একটি গুরুত্বপূর্ণ উৎস ।
জাতিসংঘের বিশেষজ্ঞরা জানান, গত বছর পরিশোধিত পেট্রোলিয়ামের অবৈধ আমদানির পরিমাণ বেড়েছে উত্তর কোরিয়ায়, কিন্তু আগের বছরের তুলনায় অনেক কম।
যদিও পশ্চিমা দেশগুলো পিয়ংইয়ংয়ের ওপর আরও চাপ প্রয়োগের জন্য ক্রমাগত বলে যাচ্ছে। এদিকে বেইজিং ও মস্কো মানবিক কারণে উত্তর কোরিয়ার ওপর থেকে এই নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান জানিয়েছে ।
ইসরায়েলি আগ্রাসনে গাজায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ১৩ জনই প্রাণ হারিয়েছেন বিতর্কিত সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। এ ছাড়া, নিহতের তালিকার চারজনের মৃত্যু হয়েছে অনাহার-অপুষ্টিজনিত কারণে।
৮ মিনিট আগেবিয়ের আগে অনেকেই জীবনের সঙ্গীকে খুঁজে পান। কিন্তু নিউইয়র্কের মিশের ফক্স খুঁজে পেলেন জীবনের সঙ্গীর পাশাপাশি এক অমূল্য হিরাও। ৩১ বছর বয়সী ফক্স দুই বছর আগে সিদ্ধান্ত নেন, নিজের বিয়ের আংটির জন্য হিরা তিনি নিজেই খুঁজে বের করবেন। আর এর জন্য তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিলেন।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম ‘বু’) একদিন হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। বৃদ্ধের মুখে এই কথা শুনে তাঁর স্ত্রী লিন্ডা কিছুটা অবাকই হলেন—কারণ, বহু বছর আগে নিউইয়র্ক ছেড়ে আসা বু সেখানে কাউকেই চিনতেন না।
১১ ঘণ্টা আগেকাশ্মীরের কিসতওয়ার জেলার প্রত্যন্ত গ্রাম চশোতি আজ পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুকূপে। দুপুরের পর হঠাৎ করেই ঘটে যায় প্রবল ক্লাউডবার্স্ট। মুহূর্তের মধ্যেই পাহাড়ি ঝরনাগুলো দানবীয় রূপে নেমে আসে গ্রাম ও তার আশপাশে। জল, কাদা, পাথর মিশে তৈরি হয় এক অপ্রতিরোধ্য ধ্বংস স্রোত।
১২ ঘণ্টা আগে