Ajker Patrika

জার্মানির লেপার্ড-২ ট্যাংক পাচ্ছে ইউক্রেন

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ০৯: ৩৯
জার্মানির লেপার্ড-২ ট্যাংক পাচ্ছে ইউক্রেন

অবশেষে অচলাবস্থা কেটেছে। মাসখানেক ধরে চলা আলোচনার আপাতত সমাধান হতে চলেছে। ইউক্রেনকে ট্যাংক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেশ কয়েকটি এম-১ আব্রাম ট্যাংক পাঠানো হবে ইউক্রেনে। শিগগিরই এ বিষয়ে বাইডেন প্রশাসন তাদের পরিকল্পনার কথা ঘোষণা করতে পারে। অন্যদিকে জার্মানি যেকোনো সময় ইউক্রেনের বহুল কাঙ্ক্ষিত লেপার্ড-২ ট্যাংক পাঠানোর ঘোষণা দিতে পারে। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস অন্তত ১৪টি ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।  

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, ট্যাংকের সম্ভাব্য চালান রাশিয়ানদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ওয়াশিংটন ও বার্লিন উভয়ের ওপরই ট্যাংক সরবরাহ ঘোষণার জন্য অভ্যন্তরীণ ও বাহ্যিক চাপ ছিল। 

বেনামি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে আব্রাম ট্যাংক সরবরাহের ঘোষণা আসতে পারে স্থানীয় সময় আজ বুধবারই। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ৩০ থেকে ৫০টি আব্রাম ট্যাংক পাঠাতে পারে। যদিও ঠিক কবে নাগাদ এই ট্যাংক পাঠানো হবে, সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো খবর পাওয়া যায়নি।   

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জার্মান কর্মকর্তারা জোর দিয়ে বলে আসছিলেন যে তারা ইউক্রেনে তখনই লেপার্ড-২ পাঠাতে রাজি হবেন, যদি যুক্তরাষ্ট্র আব্রাম ট্যাংক পাঠাতে সম্মত হয়। কিন্তু দুই দেশের কর্মকর্তারাই ট্যাংক সরবরাহে আমেরিকা-জার্মানির যোগসূত্র নেই বলে দাবি করেন। 

বাইডেনের ঘনিষ্ঠ ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস গতকাল মঙ্গলবার বলেছেন, ‘যদি জার্মানরা বলতে থাকে যে আমেরিকানরা আব্রাম পাঠাবে, সেই শর্তে আমরা কেবল লেপার্ড-২ পাঠাব, তাহলে আমাদের আব্রাম ট্যাংক পাঠানো উচিত।’ 

যুক্তরাজ্য ইতিমধ্যে বলেছে, তারা ইউক্রেনে চ্যালেঞ্জার ট্যাংক পাঠাবে। পোল্যান্ড বলেছে, তারা ইউক্রেনে লেপার্ড-২ ট্যাংক পাঠাতে চায়। কিন্তু সেগুলো জার্মানির তৈরি, তাই এ বিষয়ে বার্লিনকে অনুমোদন দিতে হবে।

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্যমতে, অন্তত ১৬টি ইউরোপীয় ও ন্যাটো দেশের কাছে লেপার্ড-২ ট্যাংক রয়েছে।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রায় ১১ মাস। ন্যাটোর সামরিক ব্যক্তিরা মনে করছেন, মস্কো সেপ্টেম্বরের শেষ থেকে নতুন করে সেনাসমাবেশ শুরু করেছে। তারা নতুন করে আক্রমণের পরিকল্পনা করছে। তবে শিগগিরই রাশিয়ার সেনাবাহিনীকে পিছু হটাতে ইউক্রেনের সামনে বড় রকমের সুযোগ আসবে বলে মনে করছেন পশ্চিমারা। তাঁদের ধারণা, মস্কোর গোলাবারুদ ও প্রশিক্ষিত সেনার অভাব রয়েছে। 

স্বাভাবিকভাবেই ইউক্রেন ও এর মিত্রদের কথা সমর্থনে নারাজ রাশিয়া। এই যুদ্ধে ন্যাটোর প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার বিষয়ে সতর্ক করে রাশিয়া বলছে, ইউক্রেনকে অতিরিক্ত ট্যাংক সরবরাহে যুদ্ধের বর্তমান গতিপ্রকৃতিতে কোনো পরিবর্তন আসবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘আমরা বারবার বলে আসছি, এ ধরনের অস্ত্র সরবরাহ মৌলিক কোনো পরিবর্তন আনবে না, বরং এটি ইউক্রেন ও দেশটির জনগণের সমস্যা বাড়াবে।’ 

এর আগে গত বৃহস্পতিবার ইউক্রেনের জন্য আরও ২৫০ কোটি ডলারের অস্ত্র সহায়তার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এই প্যাকেজে আরও সাঁজোয়া যান ও গোলাবারুদ অন্তর্ভুক্ত রয়েছে। ফিনল্যান্ড নতুন করে ৪৩ কোটি ৪০ লাখ ডলার সমপরিমাণের অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছে। তবে এর মধ্যে জার্মানির তৈরি লেপার্ড-২ ট্যাংক ছিল না। তখন জার্মানি বলেছিল, সবাই মতৈক্য হলেই এই ট্যাংক পাঠানো যাবে। ইউক্রেনের জন্য এ ধরনের ট্যাংক সবচেয়ে উপযুক্ত বলে আসছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তবে এই ট্যাংক রপ্তানির যেকোনো সিদ্ধান্ত আটকে দেওয়ার ক্ষমতা বার্লিনের হাতে রয়েছে। জার্মানির এই ট্যাংক রপ্তানি করতে এবং যেসব ইউরোপীয় দেশ এটি ব্যবহার করছে তাদের অন্য দেশে এই ট্যাংক পাঠাতে বার্লিনের অনুমতি লাগে বলে জার্মানির আইনে আছে। জার্মান আইনের অধীনে পোল্যান্ড বা ফিনল্যান্ডের মতো দেশগুলো এসব ট্যাংক পুনরায় রপ্তানি করার প্রতিশ্রুতি দেওয়ার আগে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত