Ajker Patrika

ভারতের সঙ্গে বিরোধপূর্ণ অঞ্চলে বিপুল খনিজের সন্ধান পেল চীন

আপডেট : ২২ জুন ২০২৩, ০৪: ৫৯
ভারতের সঙ্গে বিরোধপূর্ণ অঞ্চলে বিপুল খনিজের সন্ধান পেল চীন

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে হিমালয় অঞ্চলে বিপুল পরিমাণ খনিজ সম্পদ থাকার আভাস পেয়েছে চীন। 

চীনা গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে বৃহস্পতিবার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আনাদুলু এজেন্সি। 

প্রতিবেদনে বলা হয়েছে, চীনা বিজ্ঞানীরা ধারণা করছেন-তাদের আবিষ্কার করা ওই খনিজ খুবই বিরল প্রকৃতির। আর ওই খনিজের মজুত এত বেশি যে, তা উত্তোলন করতে পারলে খনিজ সরবরাহকারী দেশের তালিকায় শীর্ষে উঠে আসবে চীন। 

খনিজগুলোকে দ্রুত শনাক্ত এবং কৌশলগত সুবিধা আদায় করতে চীন সরকারকে আরও বিস্তৃত অনুসন্ধান চালানোর প্রস্তাব করেছেন ভূতত্ত্ব বিশেষজ্ঞরা। 

জানা গেছে, খনিজ সম্পদের ওই আধারটি লুকিয়ে আছে তিব্বতের দক্ষিণ সীমান্ত বরাবর, প্রায় ১ হাজার কিলোমিটার এলাকাজুড়ে। এই অঞ্চলটি নিয়ে ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরেই চীনের বিরোধ চলে আসছে। ফলে খনিজ সম্পদের মজুত এই অঞ্চলের অস্থিরতা আরও বাড়িয়ে তুলতে পারে। 

চীন সরকারের নিয়োগ করা একটি গবেষক দল ২০২০ সাল থেকেই এমন একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) সিস্টেম তৈরি করছেন--যা তিব্বত মালভূমির বিরল খনিজগুলো চিহ্নিত করতে প্রচুর তথ্য সংগ্রহ করতে সক্ষম। 

উহানের চীনা ইউনিভার্সিটি অব জিওসায়েন্সেস-এর বিজ্ঞানীদের মতে, কৃত্রিম বুদ্ধমত্তার ওই প্রক্রিয়াটি ব্যবহার করে নির্ভুল খবর পাওয়ার সম্ভাবনা প্রায় ৯৬ শতাংশ। 

চীনা বিজ্ঞানীরা পশ্চিমা বায়ু এবং বর্ষার প্রভাবসহ জলবায়ু এবং পরিবেশগত পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করতে গত মাসেই মাউন্ট এভারেস্ট এবং কিংহাই-তিব্বত মালভূমিতে গবেষণা শুরু করেছিলেন। এ গবেষণা চালাতে গিয়েই বিপুল খনিজের আভাস পান তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত