সিরিয়া ও তুরস্কের উত্তর-দক্ষিণ সীমান্তবর্তী এলাকায় গতকাল সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে এখন পর্যন্ত উভয় দেশের ৪ হাজার ৩০০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। শত শত ভবন ধসে পড়েছে। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। প্রাণে বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শী অনেকেই জানাচ্ছেন তাঁদের ভয়ংকর অভিজ্ঞতা।
তুরস্কের গাজিয়ানটেপ শহরের বাসিন্দা এরডেম ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে বলেছেন, ‘আমার ৪০ বছরের জীবনে এমন ভয়াবহ ভূমিকম্প দেখিনি। অন্তত তিনবার প্রবল ঝাঁকুনি খেয়েছি। দোলনায় যেভাবে শিশুরা দোলে, সেভাবে দুলছিলাম।’
উত্তরাঞ্চলীয় শহর কাহরামানমারাসের পাজারসিক জেলায় শত শত ভবন বিধ্বস্ত হয়েছে। এ অঞ্চলের স্থানীয় বাসিন্দা ভেসেল শেরভান বলেছেন, ‘আমার অনেক আত্মীয় এখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। জানি না, তারা বেঁচে আছে কি না।’
গতকালের ভয়ংকর অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, ‘আমি কোনোমতে বিধ্বস্ত ভবন থেকে বের হতে পেরেছি। আমার সঙ্গে পরিবারের কয়েকজন বের হতে পেরেছে। কিন্তু বেশির ভাগ আটকা পড়ে আছে। যখন ধ্বংসস্তূপের ভেতর থেকে বের হয়ে আসছিলাম, তখন দেখলাম, এক ব্যক্তি ছোট একটি ফোকর দিয়ে বের হওয়ার চেষ্টা করছে। আমার এক বন্ধু ওই ব্যাক্তিকে উদ্ধার করতে এগিয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তেই ওপর থেকে ভবনের আরেকটি অংশ তাদের ওপর ধসে পড়ে। তারা আর বের হতে পারেনি। এখন কী অবস্থায় আছে জানি না। আমরা খুব ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি।’
একটি ভিডিওতে দেখা গেছে, তুরস্কের দক্ষিণাঞ্চলে দাবানলের মতো আগুন জ্বলছে। স্থানীয় বাসিন্দারা দাবি করছে, ভূমিকম্পের কারণে গ্যাসের পাইপলাইন ফেটে গিয়ে এ অগ্নিকাণ্ড ঘটেছে। বিবিসি এ ভিডিও ফুটেজ যাচাই করে জানতে পেরেছে, ঘটনাটি ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ১৭০ কিলোমিটার দূরের শহর হাতায় ঘটেছে। ড্রোন থেকে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, হাতায় অসংখ্য ভবন বিধ্বস্ত হয়েছে।
গাজিয়ানটেপের বাসিন্দা রাসেল পেগ্রাম প্রতিবেশীদের ভবন থেকে বের হতে সাহায্য করেছিলেন। তিনি সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন, ‘আমরা প্রতিবেশীরা দলবদ্ধ হয়ে কাজ করেছিলাম। যাদের গাড়িতে জায়গা ছিল, তারা আগে বৃদ্ধদের গাড়িতে জায়গা দিয়েছিলাম। কারণ তারা দৌড়াতে পারবে না।’
রোমান আমলে গাজিয়ানটেপ ছিল একটি সুরক্ষিত দুর্গ। সেখানকার শিরভান মসজিদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
তুরস্কের একটি টেলিভিশন মালাটিয়া শহরে দ্বিতীয় ভূমিকম্পের মুহূর্তটি ধারণ করতে পেরেছে। অন্যদিকে সানলিউরফাত শহরের একজন প্রত্যক্ষদর্শী একটি ভবন ধ্বংসের মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন।
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আজাজের একজন বাসিন্দা বলেছেন, ‘এখানে অন্তত ১২টি পরিবার ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। তারা কেউ বের হতে পারেনি।’
সিরিয়া ও তুরস্কের উত্তর-দক্ষিণ সীমান্তবর্তী এলাকায় গতকাল সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে এখন পর্যন্ত উভয় দেশের ৪ হাজার ৩০০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। শত শত ভবন ধসে পড়েছে। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। প্রাণে বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শী অনেকেই জানাচ্ছেন তাঁদের ভয়ংকর অভিজ্ঞতা।
তুরস্কের গাজিয়ানটেপ শহরের বাসিন্দা এরডেম ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে বলেছেন, ‘আমার ৪০ বছরের জীবনে এমন ভয়াবহ ভূমিকম্প দেখিনি। অন্তত তিনবার প্রবল ঝাঁকুনি খেয়েছি। দোলনায় যেভাবে শিশুরা দোলে, সেভাবে দুলছিলাম।’
উত্তরাঞ্চলীয় শহর কাহরামানমারাসের পাজারসিক জেলায় শত শত ভবন বিধ্বস্ত হয়েছে। এ অঞ্চলের স্থানীয় বাসিন্দা ভেসেল শেরভান বলেছেন, ‘আমার অনেক আত্মীয় এখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। জানি না, তারা বেঁচে আছে কি না।’
গতকালের ভয়ংকর অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, ‘আমি কোনোমতে বিধ্বস্ত ভবন থেকে বের হতে পেরেছি। আমার সঙ্গে পরিবারের কয়েকজন বের হতে পেরেছে। কিন্তু বেশির ভাগ আটকা পড়ে আছে। যখন ধ্বংসস্তূপের ভেতর থেকে বের হয়ে আসছিলাম, তখন দেখলাম, এক ব্যক্তি ছোট একটি ফোকর দিয়ে বের হওয়ার চেষ্টা করছে। আমার এক বন্ধু ওই ব্যাক্তিকে উদ্ধার করতে এগিয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তেই ওপর থেকে ভবনের আরেকটি অংশ তাদের ওপর ধসে পড়ে। তারা আর বের হতে পারেনি। এখন কী অবস্থায় আছে জানি না। আমরা খুব ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি।’
একটি ভিডিওতে দেখা গেছে, তুরস্কের দক্ষিণাঞ্চলে দাবানলের মতো আগুন জ্বলছে। স্থানীয় বাসিন্দারা দাবি করছে, ভূমিকম্পের কারণে গ্যাসের পাইপলাইন ফেটে গিয়ে এ অগ্নিকাণ্ড ঘটেছে। বিবিসি এ ভিডিও ফুটেজ যাচাই করে জানতে পেরেছে, ঘটনাটি ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ১৭০ কিলোমিটার দূরের শহর হাতায় ঘটেছে। ড্রোন থেকে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, হাতায় অসংখ্য ভবন বিধ্বস্ত হয়েছে।
গাজিয়ানটেপের বাসিন্দা রাসেল পেগ্রাম প্রতিবেশীদের ভবন থেকে বের হতে সাহায্য করেছিলেন। তিনি সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন, ‘আমরা প্রতিবেশীরা দলবদ্ধ হয়ে কাজ করেছিলাম। যাদের গাড়িতে জায়গা ছিল, তারা আগে বৃদ্ধদের গাড়িতে জায়গা দিয়েছিলাম। কারণ তারা দৌড়াতে পারবে না।’
রোমান আমলে গাজিয়ানটেপ ছিল একটি সুরক্ষিত দুর্গ। সেখানকার শিরভান মসজিদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
তুরস্কের একটি টেলিভিশন মালাটিয়া শহরে দ্বিতীয় ভূমিকম্পের মুহূর্তটি ধারণ করতে পেরেছে। অন্যদিকে সানলিউরফাত শহরের একজন প্রত্যক্ষদর্শী একটি ভবন ধ্বংসের মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন।
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আজাজের একজন বাসিন্দা বলেছেন, ‘এখানে অন্তত ১২টি পরিবার ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। তারা কেউ বের হতে পারেনি।’
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে পাল্টা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন, সেটির নাম রাখা হয় ‘অপারেশন সিঁদুর’। সরকারি সূত্রের বরাত দিয়ে সর্বপ্রথম ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই এই তথ্য প্রকাশ করে।
২ মিনিট আগেবিমান হামলার পাশাপাশি পাকিস্তানের প্রযুক্তিগত সংস্থাগুলোতে একাধিকবার সাইবার হামলা চালানোর চেষ্টা করেছে ভারত। তবে, সব চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পাকিস্তান। দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রী শাজাহ ফাতিমা খাজা এমন দাবি করেছেন।
২৪ মিনিট আগেদুই সপ্তাহ ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলছিল তা এবার চূড়ান্ত রূপ নিয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে সরাসরি হামলা চালিয়েছে ভারতের সেনাবাহিনী। সীমান্তে জবাব দিয়েছে পাকিস্তানও। ফলস্বরূপ পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধের যে আশঙ্কা করা হচ্ছিল, সেটিই সত্যি হলো।
২৭ মিনিট আগেপাকিস্তানে পরিচালিত ভারতের ‘অপারেশন সিন্দুর’—এর পর ভারতে বেসামরিক বিমান চলাচলে বড় ধাক্কা লেগেছে। নিরাপত্তার স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বাতিল করা হয়েছে অন্তত ২০০টি যাত্রীবাহী ফ্লাইট। ফলে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
৩৮ মিনিট আগে