Ajker Patrika

বিশ্বে করোনার দৈনিক শনাক্তে শীর্ষে যুক্তরাজ্য, মৃত্যুতে ইন্দোনেশিয়া

আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৩: ১১
বিশ্বে করোনার দৈনিক শনাক্তে শীর্ষে যুক্তরাজ্য, মৃত্যুতে ইন্দোনেশিয়া

করোনায় বিশ্বে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪১ হাজার ২৮৯ জন; যা আগের দিনের তুলনায় ৪২ হাজার ৮৭৪ জন কম। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৭০০ জন; যা আগের দিনের তুলনায় ৪৯১ জন কম।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৪৮ হাজার ১৬১ জন। আর মারা গেছেন ৪১ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫৪ লাখ ৩৩ হাজার ৯৩৯ এবং মোট মৃত্যু ১ লাখ ২৮ হাজার ৭০৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯৩ জন  এবং শনাক্ত হয়েছেন ৪৪ হাজার ৭২১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ লাখ ৭৭ হাজার ৪৭৬। আর মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৫৮২। 

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ১১ লাখ ৯৬ হাজার ৬৯ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৪১ লাখ ৫ হাজার ৩৭৭ জনের। 


উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত