Ajker Patrika

বিশ্বে করোনায় মৃত্যু কমেছে

বিশ্বে করোনায় মৃত্যু কমেছে

ঢাকা: করোনাভাইরাস মহামারিতে সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ১২১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় ১৬০০ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৮ লাখ ৮১ হাজার ৭৭৮ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৪ হাজার ৮৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৫৪ হাজার।

গত দিনে করোনায় মারা গিয়েছিল ৭ হাজার ৭০১ জন। একই দিনে নতুন সংক্রমণের সংখ্যা ছিল ৩ লাখ ৪৮ হাজার।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে আজ সোমবার এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৯২ লাখ ৫২ হাজার ৪১৬ জন। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ৮২ হাজার ৮ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৩৮ লাখ ৫ হাজার ৩২৫ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৭ লাখ ৫৭ হাজার ৩১১ জন, রাশিয়ায় ৫৩ লাখ ১৬ হাজার ৮২৬ জন, যুক্তরাজ্যে ৪৬ লাখ ৩০ হাজার ৪০ জন, ইতালিতে ৪২ লাখ ৫২ হাজার ৯৭৬ জন, তুরস্কে ৫৩ লাখ ৭০ হাজার ২৯৯ জন, স্পেনে ৩৭ লাখ ৫৭ হাজার ৪৪২ জন, জার্মানিতে ৩৭ লাখ ৩০ হাজার ১১৫ জন এবং মেক্সিকোতে ২৪ লাখ ৭৫ হাজার ৭০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১০ হাজার ৭৩৮ জন, রাশিয়ায় এক লাখ ২৯ হাজার ৩৬১ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৯৭৬ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ২৭০ জন, তুরস্কে ৪৯ হাজার ১৮৫ জন, স্পেনে ৮০ হাজার ৬৫২ জন, জার্মানিতে ৯০ হাজার ৯৬৬ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩১ হাজার ১৫১ জন মারা গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত