করোনার উৎস খুঁজতে নতুন একটি টাস্কফোর্স গঠন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল বুধবার এই টাস্কফোর্স গঠন হয়। নতুন টাস্কফোর্স গঠনের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, এটি হতে পারে করোনার উৎস খোঁজার শেষ সুযোগ। পাশাপাশি চীনকেও করোনার প্রথম দিকের তথ্য দিয়ে সাহায্য করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২৬ বিশেষজ্ঞকে মনোনয়ন দেওয়া হয়েছে দ্য অরিজিন অন নোভেল প্যাথোজেনস (সাগো) নামের টাস্কফোর্সটিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ জরুরি বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, নবগঠিত উপদেষ্টা গোষ্ঠীই সম্ভবত কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তিস্থল নির্ধারণের শেষ সুযোগ হতে পারে।
দেড় বছরের বেশি সময় আগে চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হয়। তবে কীভাবে এটি ছড়িয়েছে সেটি এখনো জানা যায়নি।
ধারণা করা হয়, উহানের একটি বাজারে প্রাণী থেকে মানবদেহে ছড়িয়েছে এই ভাইরাস। আবার অনেক বিশেষজ্ঞই বলেছেন, উহানের ল্যাব থেকে দুর্ঘটনাবশত ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন টাস্কফোর্সও করোনার উৎস খুঁজতে এই দুটি দিক নিয়ে পর্যবেক্ষণ করবে।
তবে ল্যাব থেকে করোনা ছড়ানোর বিষয়টি অস্বীকার করে চীন। গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি তদন্ত দল করোনার উৎস খুঁজে বের করতে চীন গিয়েছিল। ওই দলের পক্ষ থেকে বলা হয়, বাদুড় থেকেই এসেছে করোনা তবে কীভাবে এসেছে তা নিয়ে বিস্তারিত তাঁরা জানাতে পারেননি।
পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, চীনের স্বচ্ছতার অভাবে তদন্ত দলের কাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল।
করোনার উৎস খুঁজতে নতুন একটি টাস্কফোর্স গঠন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল বুধবার এই টাস্কফোর্স গঠন হয়। নতুন টাস্কফোর্স গঠনের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, এটি হতে পারে করোনার উৎস খোঁজার শেষ সুযোগ। পাশাপাশি চীনকেও করোনার প্রথম দিকের তথ্য দিয়ে সাহায্য করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২৬ বিশেষজ্ঞকে মনোনয়ন দেওয়া হয়েছে দ্য অরিজিন অন নোভেল প্যাথোজেনস (সাগো) নামের টাস্কফোর্সটিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ জরুরি বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, নবগঠিত উপদেষ্টা গোষ্ঠীই সম্ভবত কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তিস্থল নির্ধারণের শেষ সুযোগ হতে পারে।
দেড় বছরের বেশি সময় আগে চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হয়। তবে কীভাবে এটি ছড়িয়েছে সেটি এখনো জানা যায়নি।
ধারণা করা হয়, উহানের একটি বাজারে প্রাণী থেকে মানবদেহে ছড়িয়েছে এই ভাইরাস। আবার অনেক বিশেষজ্ঞই বলেছেন, উহানের ল্যাব থেকে দুর্ঘটনাবশত ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন টাস্কফোর্সও করোনার উৎস খুঁজতে এই দুটি দিক নিয়ে পর্যবেক্ষণ করবে।
তবে ল্যাব থেকে করোনা ছড়ানোর বিষয়টি অস্বীকার করে চীন। গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি তদন্ত দল করোনার উৎস খুঁজে বের করতে চীন গিয়েছিল। ওই দলের পক্ষ থেকে বলা হয়, বাদুড় থেকেই এসেছে করোনা তবে কীভাবে এসেছে তা নিয়ে বিস্তারিত তাঁরা জানাতে পারেননি।
পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, চীনের স্বচ্ছতার অভাবে তদন্ত দলের কাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগামী ১৮ আগস্ট ভারত সফরে আসছেন। তিন বছরেরও বেশি সময়ের মধ্যে এটিই তাঁর প্রথম নয়া দিল্লি সফর। ভারত সরকারের আমন্ত্রণে তিনি আগামী ১৮ থেকে ২০ আগস্ট পর্যন্ত নয়া দিল্লিতে অবস্থান করবেন। আজ শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।
২২ মিনিট আগেআলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনীয় প্রেসিডেন্ট এবং ন্যাটো ও ইউরোপীয় নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি আগামী সোমবার ওয়াশিংটন সফর করবেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি।
১ ঘণ্টা আগেভারত ও বাংলাদেশের মধ্যে চলমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের শাড়ি ব্যবসায়ীরা কলকাতার সায়েন্স সিটি ময়দানে শুরু হওয়া ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার-২০২৫ (আইআইজিটিএফ)—এ অংশ নিচ্ছেন। বড় এই বাণিজ্য মেলায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ীরা দিল্লি, মুম্বাই
২ ঘণ্টা আগেপাকিস্তানের উত্তরাঞ্চলে বন্যা, ভূমিধস এবং অন্যান্য বৃষ্টিপাতজনিত ঘটনার কারণে মানুষের জীবন বিপন্ন হয়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গত ৪৮ ঘণ্টায় ৩০৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, নিহতদের মধ্যে ২৭৯ পুরুষ, ১৫ নারী এবং ১৩ শিশু।
৩ ঘণ্টা আগে