Ajker Patrika

আগামী বছরও থাকবে করোনার প্রকোপ, সতর্ক করল ডব্লিউএইচও

আগামী বছরও থাকবে করোনার প্রকোপ, সতর্ক করল ডব্লিউএইচও

বাংলাদেশে করোনার প্রকোপ কিছুটা কমে এলেও বিশ্বের অনেক দেশেই করোনার প্রকোপ এখনো কমেনি। বিশেষ করে রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো দেশগুলোকে এখনো ভোগাচ্ছে করোনা। করোনার এই প্রকোপ সহসাই থামছে না বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রয়োজন অনুযায়ী এখনো টিকা পায়নি দরিদ্র দেশগুলো। ফলে সহজেই অনুমেয়, আগামী ২০২২ সালেও বিশ্বে করোনার প্রকোপ থামছে না। খবর বিবিসির। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা ডা: ব্রুস আইলওয়ার্ড বলেছেন, '২০২২ সালের মধ্যে পৃথিবী থেকে করোনা বিদায় নিচ্ছে না।' 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত দেশগুলোর ৪০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হলেও আফ্রিকার পাঁচ শতাংশ মানুষকেও টিকার আওতায় আনা যায়নি। 

টিকার সুষ্ঠু বণ্টন জরুরিটিকার অভাবে থাকা দেশগুলোকে এরই মধ্যে এক কোটি ডোজ টিকা সরবরাহ করেছে যুক্তরাজ্য। দেশটি আরও ১০ কোটি ডোজ টিকা সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। যদিও এসব উদ্যোগ প্রয়োজনের তুলনায় অনেক কম। 

ডা: ব্রুস আইলওয়ার্ড বলেন, ‘করোনা নির্মূলে আমরা সঠিক পথে নেই। টিকাদান কর্মসূচির গতি বাড়ানো না গেলে আগামী ২০২২ সালেও আমাদের মহামারির মধ্যেই থাকতে হবে।’ তিনি আরও বলেন, 'জি-৭ শীর্ষ সম্মেলনে ধনী দেশগুলো টিকাদানের অঙ্গীকার করেছিল। এখন ধনী দেশগুলোর উচিত, নিজেদের টিকার মজুত পর্যালোচনা করে দরিদ্র দেশগুলোর মাঝে তা বণ্টন করা।'    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত