জলবায়ু পরিবর্তনের ভবিষ্যৎ কী, পৃথিবীর জলবায়ু পরিবর্তনে মানুষ কী ধরনের প্রভাব ফেলছে, বৈশ্বিক উষ্ণায়ণ এবং পরমাণু থেকে গ্রহ পর্যন্ত পরিসরে পৃথিবীর বিভিন্ন দৈব ঘটনার প্রকৃতি ও এর ব্যাখ্যা নিয়ে ধারণার নতুন ভিত্তি দিলেন তিন বিজ্ঞানী।
তাঁরা যৌথভাবে এমন একটি ভৌত মডেল আবিষ্কার করেছেন যা এসব ঘটনার ব্যাখ্যা এবং ভবিষ্যৎ ফলাফলের আগাম ধারণা দিতে পারে।
এই অসাধারণ আবিষ্কারের জন্যই পদার্থ বিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার জিতে নিলেন তিন বিজ্ঞানী। আজ মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী হিসেবে জাপানের সুকুরো মানাবে, জার্মানির ক্লস হ্যাসেলমান, ইতালির জর্জিও প্যারিসি।
এর মধ্যে জাপানের সুকুরো মানাবে , জার্মানির ক্লস হ্যাসেলমান বিশ্ব জলবায়ুর ভৌত মডেল তৈরির জন্য নোবেল পেয়েছেন। এ মডেলের মাধ্যমে বৈশ্বিক উষ্ণায়ণের আগাম তথ্য দেওয়া সম্ভব। অপর বিজ্ঞানী ইতালির জর্জিও প্যারিসি বস্তুর বিকার এবং দৈব প্রক্রিয়ার ব্যাখ্যা দিয়ে পদার্থে নোবেল পেয়েছেন।
সুকুরো মানাবে এবং ক্লস হ্যাসেলমান পৃথিবীর জলবায়ু, চলকের পরিমাপ এবং নির্ভরযোগ্য ভাবে বৈশ্বিক উষ্ণায়নের আগাম তথ্য দেওয়ার ভৌত মডেল তৈরি করেছেন।
পরমাণুর মতো ক্ষুদ্র পরিসর থেকে গ্রহের মতো বিস্তৃত পরিসরে ভৌত ব্যবস্থায় বস্তুর বিকার এবং অস্থিরতার মধ্যকার পারস্পরিক মিথষ্ক্রিয়া বুঝতে মডেল আবিষ্কার করেছেন জর্জিও প্যারিসি।
এই দুই মডেল পৃথিবীর জলবায়ুতে মানুষের কর্মতৎপরতা ও আচরণের প্রভাব কীভাবে পড়ছে সেটি বুঝতে সাহায্য করবে।
মানাবে এবং হ্যাসেলমান সম্পর্কে নোবেল কমিটি বলেছে, এঁরা দুজন পৃথিবী গ্রহের জলবায়ু এবং এর ওপর মানুষের প্রভাব কীরকম সেটি বুঝতে আমাদের ধারণার মৌলিক ভিত্তি তৈরি করে দিয়েছেন।
আর বিভিন্ন এবং আপাত সম্পূর্ণ দৈব বস্তু এবং ঘটনার ব্যাখ্যা এবং সেটি বুঝা সম্ভব করেছেন প্যারিসি।
এই ধারণা শুধু পদার্থবিদ্যায় নয়, বরং বিভিন্ন ক্ষেত্র যেমন গণিত, জীববিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান এবং মেশিন লার্নিং (কৃত্রিম বুদ্ধিমত্তাসহ) ইত্যাদিতে প্রয়োগ করা সম্ভব।
উল্লেখ্য, ১৯০১ সালে নোবেল পুরস্কারে পদার্থবিদ্যা যুক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত ২১৮ জন বিজ্ঞানী এ ক্ষেত্রে নোবেল পুরস্কার জিতেছেন। এর মধ্যে মাত্র চার জন নারী। আর একমাত্র পর্দার্থবিজ্ঞানী হিসেবে দুইবার নোবেল জিতেছেন জন বারডিম। ১৯৫৬ সালে প্রথম নোবেল পান তিনি। এরপর আবার ১৯৭২ সালে নোবেল জিতেন।
আগামীকাল বুধবার (০৬ অক্টোবর) রসায়নশাস্ত্রে, বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (০৮ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১১ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।
এবার চিকিৎসায় নোবেল পুরস্কার অর্জন করেছেন মার্কিন দুই বিজ্ঞানী ডেভিড জুলিয়াস ও আহডেম পাটাপোশিয়ান। তাপমাত্রা, চাপ বা অন্য কোনো শক্তির উপস্থিতিতে মানুষের স্নায়ুতন্ত্র কীভাবে সাড়া দেয় তাঁর উত্তর খুঁজে বের করায় এই বিজ্ঞানীরা নোবেল পেয়েছেন।
জলবায়ু পরিবর্তনের ভবিষ্যৎ কী, পৃথিবীর জলবায়ু পরিবর্তনে মানুষ কী ধরনের প্রভাব ফেলছে, বৈশ্বিক উষ্ণায়ণ এবং পরমাণু থেকে গ্রহ পর্যন্ত পরিসরে পৃথিবীর বিভিন্ন দৈব ঘটনার প্রকৃতি ও এর ব্যাখ্যা নিয়ে ধারণার নতুন ভিত্তি দিলেন তিন বিজ্ঞানী।
তাঁরা যৌথভাবে এমন একটি ভৌত মডেল আবিষ্কার করেছেন যা এসব ঘটনার ব্যাখ্যা এবং ভবিষ্যৎ ফলাফলের আগাম ধারণা দিতে পারে।
এই অসাধারণ আবিষ্কারের জন্যই পদার্থ বিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার জিতে নিলেন তিন বিজ্ঞানী। আজ মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী হিসেবে জাপানের সুকুরো মানাবে, জার্মানির ক্লস হ্যাসেলমান, ইতালির জর্জিও প্যারিসি।
এর মধ্যে জাপানের সুকুরো মানাবে , জার্মানির ক্লস হ্যাসেলমান বিশ্ব জলবায়ুর ভৌত মডেল তৈরির জন্য নোবেল পেয়েছেন। এ মডেলের মাধ্যমে বৈশ্বিক উষ্ণায়ণের আগাম তথ্য দেওয়া সম্ভব। অপর বিজ্ঞানী ইতালির জর্জিও প্যারিসি বস্তুর বিকার এবং দৈব প্রক্রিয়ার ব্যাখ্যা দিয়ে পদার্থে নোবেল পেয়েছেন।
সুকুরো মানাবে এবং ক্লস হ্যাসেলমান পৃথিবীর জলবায়ু, চলকের পরিমাপ এবং নির্ভরযোগ্য ভাবে বৈশ্বিক উষ্ণায়নের আগাম তথ্য দেওয়ার ভৌত মডেল তৈরি করেছেন।
পরমাণুর মতো ক্ষুদ্র পরিসর থেকে গ্রহের মতো বিস্তৃত পরিসরে ভৌত ব্যবস্থায় বস্তুর বিকার এবং অস্থিরতার মধ্যকার পারস্পরিক মিথষ্ক্রিয়া বুঝতে মডেল আবিষ্কার করেছেন জর্জিও প্যারিসি।
এই দুই মডেল পৃথিবীর জলবায়ুতে মানুষের কর্মতৎপরতা ও আচরণের প্রভাব কীভাবে পড়ছে সেটি বুঝতে সাহায্য করবে।
মানাবে এবং হ্যাসেলমান সম্পর্কে নোবেল কমিটি বলেছে, এঁরা দুজন পৃথিবী গ্রহের জলবায়ু এবং এর ওপর মানুষের প্রভাব কীরকম সেটি বুঝতে আমাদের ধারণার মৌলিক ভিত্তি তৈরি করে দিয়েছেন।
আর বিভিন্ন এবং আপাত সম্পূর্ণ দৈব বস্তু এবং ঘটনার ব্যাখ্যা এবং সেটি বুঝা সম্ভব করেছেন প্যারিসি।
এই ধারণা শুধু পদার্থবিদ্যায় নয়, বরং বিভিন্ন ক্ষেত্র যেমন গণিত, জীববিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান এবং মেশিন লার্নিং (কৃত্রিম বুদ্ধিমত্তাসহ) ইত্যাদিতে প্রয়োগ করা সম্ভব।
উল্লেখ্য, ১৯০১ সালে নোবেল পুরস্কারে পদার্থবিদ্যা যুক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত ২১৮ জন বিজ্ঞানী এ ক্ষেত্রে নোবেল পুরস্কার জিতেছেন। এর মধ্যে মাত্র চার জন নারী। আর একমাত্র পর্দার্থবিজ্ঞানী হিসেবে দুইবার নোবেল জিতেছেন জন বারডিম। ১৯৫৬ সালে প্রথম নোবেল পান তিনি। এরপর আবার ১৯৭২ সালে নোবেল জিতেন।
আগামীকাল বুধবার (০৬ অক্টোবর) রসায়নশাস্ত্রে, বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (০৮ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১১ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।
এবার চিকিৎসায় নোবেল পুরস্কার অর্জন করেছেন মার্কিন দুই বিজ্ঞানী ডেভিড জুলিয়াস ও আহডেম পাটাপোশিয়ান। তাপমাত্রা, চাপ বা অন্য কোনো শক্তির উপস্থিতিতে মানুষের স্নায়ুতন্ত্র কীভাবে সাড়া দেয় তাঁর উত্তর খুঁজে বের করায় এই বিজ্ঞানীরা নোবেল পেয়েছেন।
সম্প্রতি কুয়েতের প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সউদ আল সাবাহ। আল-কাবাস পত্রিকাকে তিনি জানান, কয়েকটি দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বহু ‘প্রতারক’ শনাক্ত করা হয়েছে।
২৫ মিনিট আগেমিছিলের অগ্রভাগে ছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র ও সুস্মিতা দেব, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এবং শিবসেনার সঞ্জয় রাউতসহ অন্যান্য দলের শীর্ষ নেতারা। তাদের হাতে ‘চুপি চুপি ভোটের কারচুপি?’ লেখা পোস্টার ছিল এবং তারা ‘ভোট চুরি মানছি না, মানব না’ স্লোগান দিচ্ছিলেন।
২৭ মিনিট আগেভিয়েতনামের কৃষক নুয়েন থি হুয়ং। চিন্তায় ঠিকমতো ঘুমোতে পারছেন না। হাতছাড়া হতে যাচ্ছে তাঁর রুজি-রোজগারের একমাত্র উপায়। তাও আবার তাঁর নিজ দেশে ট্রাম্প পরিবারের সমর্থনে নির্মিত হতে যাওয়া একটি গলফ ক্লাবের জন্য। বিনিময়ে মিলবে মাত্র ৩ হাজার ২০০ মার্কিন ডলার এবং কয়েক মাসের জন্য চাল।
২ ঘণ্টা আগেপারমাণবিক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকে ছিলেন অল্পবয়সী নারী, যাঁরা বোমা হামলার সময় গর্ভবতী বা সন্তান ধারণের উপযুক্ত বয়সে ছিলেন। কিন্তু তাঁদের শরীর থেকে সন্তানের শরীরে তেজস্ক্রিয়তা প্রবেশ করতে পারে, এই ভয়ে একপ্রকার ধ্বংসই হয়ে গেছে তাঁদের জীবন। চিকিৎসক, পরিচিতজন, বন্ধুবান্ধব এমনকি পরিবারের...
২ ঘণ্টা আগে