Ajker Patrika

দক্ষিণ কোরিয়ার তেলবাহী জাহাজ ছেড়ে দিয়েছে ইরান

দক্ষিণ কোরিয়ার তেলবাহী জাহাজ ছেড়ে দিয়েছে ইরান

হরমুজ প্রণালীতে গত জানুয়ারিতে আটক করা দক্ষিণ কোরিয়ার তেলবাহী জাহাজ ছেড়ে দিয়েছে ইরান। সেই সঙ্গে জাহাজটির ক্যাপ্টেনকেও মুক্তি দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

হরমুজ প্রণালীতে দূষণবিধি ভঙের অভিযোগে দক্ষিণ আফ্রিকার তেলবাহী জাহাজ হাঙ্কুক চেমি আটক করে ইরান। গত ফেব্রুয়ারিতে জাহাজটির ক্যাপ্টেনকে ছাড়া ২০ নাবিককে  মুক্তি দেওয়া হয়।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়া ব্যাংক অব ইরানের তহবিল আটকে দেয়।  সম্প্রতি সেই তহবিলের কিছু অংশ উন্মুক্ত করে দক্ষিণ কোরিয়া। এরপরই জাহাজ এবং ক্যাপ্টেনকে ছেড়ে দিল ইরান। 

তবে ইরান বলছে, জাহাজ আটকের ঘটনার সঙ্গে তহবিল আটকে দেওয়ার কোনও সম্পর্ক নেই।

বার্তা সংস্থা রয়টার্সকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্যাপ্টেন এবং নাবিকরা সুস্থ আছেন। জাহাটিও অক্ষত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত