Ajker Patrika

‘সাধারণ মানুষের টিকার বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজন নেই’

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১২: ৫৬
‘সাধারণ মানুষের টিকার বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজন নেই’

সাধারণ জনগণের জন্য করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল। এ নিয়ে গতকাল সোমবার আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যানসেটে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। 

ওই প্রতিবেদনে বলা হয়, ডেলটা সংক্রমণের ঝুঁকি থাকলেও করোনার বৈশ্বিক মহামারির এই সময় সাধারণ জনগণের বুস্টার ডোজের দরকার নেই। 

বিজ্ঞানীরা বলছেন, বুস্টার ডোজের প্রয়োজনীয়তা ও সময় সম্পর্কে যেকোনো সিদ্ধান্ত পর্যাপ্তভাবে নিয়ন্ত্রিত ক্লিনিক্যাল বা মহামারিসংক্রান্ত তথ্যের সমাধান বিশ্লেষণের ভিত্তিতে হওয়া উচিত। 

প্রতিবেদনটির প্রধান লেখক বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা আনা-মারিয়া হেনাও-রেস্ত্রেপো বলেন, টিকাকরণ কার্যক্রমের মাধ্যমে গুরুতর রোগ থেকে যে রক্ষা মিলবে, বর্তমান গবেষণাগুলোতে তার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। সারা বিশ্বে যারা এখন পর্যন্ত একটি ডোজও পাননি, তাঁদেরই  আগে প্রাধান্য দেওয়া উচিত। 

তবে যুক্তরাষ্ট্র সরকার করোনা টিকার বুস্টার ডোজ নিয়ে ভিন্ন নীতিতে হাঁটছে। আগামী সপ্তাহ থেকেই বুস্টার ডোজ দেওয়া শুরু করবে যুক্তরাষ্ট্র সরকার। দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের একটি প্যানেল আগামী ১৭ সেপ্টেম্বর ফাইজার ও বায়োএনটেকে তৃতীয় ডোজ প্রয়োগ নিয়ে আলোচনায় বসবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত