গত বছর সামরিক খাতে সর্বোচ্চ ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। এরপর রয়েছে চীন। তৃতীয় অবস্থানে আছে ভারত। সুইডেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) আজ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, গত বছর বিশ্বের সামরিক ব্যয় সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে। ২০২১ সালে বিশ্বের সামরিক ব্যয় ছিল ২১ হাজার কোটি ডলারেরও বেশি। গত বছর মোট বৈশ্বিক সামরিক ব্যয় শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ২ লাখ ১১ হাজার ৩০০ কোটি ডলারে পৌঁছেছে। এর মধ্যে সর্বোচ্চ ব্যয়কারী শীর্ষ পাঁচটি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, যুক্তরাজ্য ও রাশিয়া। মোট বৈশ্বিক সামরিক ব্যয়ের ৬২ শতাংশ সম্মিলিতভাবে ব্যয় করেছে এই পাঁচটি দেশ।
এসআইপিআরআই-এর জ্যেষ্ঠ গবেষক ড. ডিয়েগো লোপেস দা সিলভা বলেছেন, ‘করোনা মহামারির কারণে অর্থনৈতিক পতনের মধ্যেও বিশ্বের সামরিক ব্যয় রেকর্ড মাত্রায় পৌঁছেছে।’
বিবৃতিতে বলা হয়েছে, ২০২১ সালে যুক্তরাষ্ট্র সামরিক খাতে ব্যয় করেছে ৮ হাজার ১০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ কম। ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত সামরিক গবেষণা ও উন্নয়নে ২৪ শতাংশ অর্থায়ন বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই সময়ে অস্ত্র কেনার পেছনে বরাদ্দ কমিয়েছে ৬ দশমিক ৪ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে থাকা চীন ২০২১ সালে ২৯ হাজার ৩০০ কোটি ডলার প্রতিরক্ষা খাতে ব্যয় করেছে। এটি ২০২০ সালের তুলনায় ৪ দশমিক ৭ শতাংশ বেশি। অন্যদিকে ভারতের গত বছর সামরিক ব্যয় ছিল ৭ হাজার ৬৬০ কোটি ডলার, যা ২০২০ সালের চেয়ে শূন্য দশমিক ৯ শতাংশ বেশি।
চতুর্থ অবস্থানে আছে যুক্তরাজ্য। ২০২১ সালে দেশটি ৬ হাজার ৮৪০ কোটি ডলার সামরিক খাতে ব্যয় করেছে, যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ বেশি। রাশিয়ার সামরিক ব্যয় বিশ্বে শীর্ষ ব্যয়কারী দেশের মধ্যে পঞ্চম। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে দেশটি ২ দশমিক ৯ শতাংশ সামরিক ব্যয় বাড়িয়েছে। এতে তাদের মোট খরচ হয়েছে ৬ হাজার ৫৯০ কোটি ডলার।
বিশ্ব সম্পর্কিত পড়ুন:
গত বছর সামরিক খাতে সর্বোচ্চ ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। এরপর রয়েছে চীন। তৃতীয় অবস্থানে আছে ভারত। সুইডেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) আজ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, গত বছর বিশ্বের সামরিক ব্যয় সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে। ২০২১ সালে বিশ্বের সামরিক ব্যয় ছিল ২১ হাজার কোটি ডলারেরও বেশি। গত বছর মোট বৈশ্বিক সামরিক ব্যয় শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ২ লাখ ১১ হাজার ৩০০ কোটি ডলারে পৌঁছেছে। এর মধ্যে সর্বোচ্চ ব্যয়কারী শীর্ষ পাঁচটি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, যুক্তরাজ্য ও রাশিয়া। মোট বৈশ্বিক সামরিক ব্যয়ের ৬২ শতাংশ সম্মিলিতভাবে ব্যয় করেছে এই পাঁচটি দেশ।
এসআইপিআরআই-এর জ্যেষ্ঠ গবেষক ড. ডিয়েগো লোপেস দা সিলভা বলেছেন, ‘করোনা মহামারির কারণে অর্থনৈতিক পতনের মধ্যেও বিশ্বের সামরিক ব্যয় রেকর্ড মাত্রায় পৌঁছেছে।’
বিবৃতিতে বলা হয়েছে, ২০২১ সালে যুক্তরাষ্ট্র সামরিক খাতে ব্যয় করেছে ৮ হাজার ১০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ কম। ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত সামরিক গবেষণা ও উন্নয়নে ২৪ শতাংশ অর্থায়ন বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই সময়ে অস্ত্র কেনার পেছনে বরাদ্দ কমিয়েছে ৬ দশমিক ৪ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে থাকা চীন ২০২১ সালে ২৯ হাজার ৩০০ কোটি ডলার প্রতিরক্ষা খাতে ব্যয় করেছে। এটি ২০২০ সালের তুলনায় ৪ দশমিক ৭ শতাংশ বেশি। অন্যদিকে ভারতের গত বছর সামরিক ব্যয় ছিল ৭ হাজার ৬৬০ কোটি ডলার, যা ২০২০ সালের চেয়ে শূন্য দশমিক ৯ শতাংশ বেশি।
চতুর্থ অবস্থানে আছে যুক্তরাজ্য। ২০২১ সালে দেশটি ৬ হাজার ৮৪০ কোটি ডলার সামরিক খাতে ব্যয় করেছে, যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ বেশি। রাশিয়ার সামরিক ব্যয় বিশ্বে শীর্ষ ব্যয়কারী দেশের মধ্যে পঞ্চম। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে দেশটি ২ দশমিক ৯ শতাংশ সামরিক ব্যয় বাড়িয়েছে। এতে তাদের মোট খরচ হয়েছে ৬ হাজার ৫৯০ কোটি ডলার।
বিশ্ব সম্পর্কিত পড়ুন:
ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে নিজের তৈরি করা সংকটে হোঁচট খাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তবে এমন সময়েই দেশের সর্বোচ্চ আদালতের এক ঐতিহাসিক রায় তাঁকে এনে দিয়েছে আরও বেশি কর্তৃত্ব।
৫ মিনিট আগেভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর মধ্যেই আজ শুক্রবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবের একাধিক এলাকায় পাকিস্তান থেকে আসা ড্রোনের ঝাঁক শনাক্ত করেছে ভারতীয় সেনাবাহিনী। সেনা সূত্র জানিয়েছে, এসব ড্রোনকে প্রতিহত করা হয়েছে এবং এখনো কিছু এলাকায় পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।
৯ মিনিট আগেআজকের দিনে বিশ্বের অধিকাংশ মানুষ শহরে বাস করেন—যেখানে প্রকৃতির ছোঁয়া প্রায় বিলুপ্ত। এই বিচ্ছিন্নতা ভাঙতে এগিয়ে এসেছেন লন্ডনের পরিবেশকর্মী এলেন মাইলস। ৩১ বছর বয়সী এই নারী বলেন, ‘একসময় প্রকৃতি ছিল সবার নাগালে, এখন সেটা যেন এক বিলাসিতা।’
৩৪ মিনিট আগেভারত-পাকিস্তান উত্তেজনার জেরে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় আজ শুক্রবার (৯ মে) ভারতের শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গেছে। প্রতিরক্ষা খাতের শেয়ারগুলো বাদে প্রায় সব খাতেই ছিল বিক্রির চাপ।
১ ঘণ্টা আগে