Ajker Patrika

বিশ্বে করোনায় শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু 

বিশ্বে করোনায় শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু 

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৩২ জনের, যা আগের দিনের তুলনায় প্রায় এক হাজার বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১৯ লাখ ২৯ হাজার ১২২ জন, যা আগের দিনের তুলনায় প্রায় ২ হাজার জন কম। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৫৫৮ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪২৪ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৬ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ৯৬৯ জনের এবং মারা গেছে ৮ লাখ ৭৪ হাজার ২১৩ জন। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৭০ জনের। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৩০ হাজার ৭২৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছেন ১ কোটি ৮ লাখ ৩৪ হাজার ২৬০ জন এবং মারা গেছেন ৩ লাখ ২১ হাজার ৯৯০ জন। 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৩ কোটি ১১ লাখ ২৭ হাজার ১০৬ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৫ লাখ ৬৩ হাজার ১০৭ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত