২০২৩ সাল শেষ হওয়ার আগেই একটি পারমাণবিক বিপর্যয়ের মুখোমুখি হতে পারে পৃথিবী। বহু বছর আগেই এই বিপর্যয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন বুলগেরিয়ার অন্ধ জ্যোতিষী বাবা ভাঙ্গা। যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেন হামলাসহ আলোচিত বেশ কয়েকটি ঘটনা তাঁর ভবিষ্যদ্বাণীর সঙ্গে মিলে যায় বলে দাবি করা হয়।
প্রায় তিন দশক আগে মারা গেছেন বাবা ভাঙ্গা। কিন্তু তাঁর করা ভবিষ্যদ্বাণীগুলো তাঁকে এখনো পৃথিবীজুড়ে আলোচনায় রেখেছে। কথিত আছে, মাত্র ১২ বছর বয়সে একটি প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি।
বাবা ভাঙ্গার অনুসারীরা মনে করেন, ২০২৩ সালে একটি পারমাণবিক শক্তিকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটবে। এই বিস্ফোরণের ফলে এশিয়ার আকাশ বিষাক্ত মেঘে ছেয়ে যাবে।
এ ছাড়া এই বিস্ফোরণের ফলে কয়েকটি দেশ আক্রান্ত হবে। এসব দেশে মারাত্মক রোগবালাই ছড়িয়ে পড়বে।
আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়াভিত্তিক গণমাধ্যম নিউজ ডটকমের বরাত দিয়ে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে পৃথিবীর ওপর দিয়ে একটি শক্তিশালী সৌরঝড় উড়ে যাওয়ার ভবিষ্যদ্বাণীও করেছিলেন বাবা ভাঙ্গা। এর ফলে বৈশ্বিক জলবায়ুর চিত্র পুরোপুরি বদলে যাওয়ারও আশঙ্কা করেছিলেন তিনি।
এ ছাড়া কয়েকটি অসমর্থিত সূত্রের তথ্যমতে, ২০২৩ সাল নিয়ে আরেকটি ভয়ংকর ভবিষ্যদ্বাণী ছিল বাবা ভাঙ্গার। এই ভবিষ্যদ্বাণী অনুযায়ী, চলতি বছরেই একটি সুপারপাওয়ার দেশ জৈব রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে। এর ফলে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটবে।
১৯৯৬ সালে ৭৫ বছর বয়সে মৃত্যুর আগে মহামারি নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন বুলগেরিয়ান এই রহস্যময়ী নারী। এ ছাড়া প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা নিয়েও বহু বছর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন বলে দাবি করা হয়।
২০২৩ সাল শেষ হওয়ার আগেই একটি পারমাণবিক বিপর্যয়ের মুখোমুখি হতে পারে পৃথিবী। বহু বছর আগেই এই বিপর্যয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন বুলগেরিয়ার অন্ধ জ্যোতিষী বাবা ভাঙ্গা। যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেন হামলাসহ আলোচিত বেশ কয়েকটি ঘটনা তাঁর ভবিষ্যদ্বাণীর সঙ্গে মিলে যায় বলে দাবি করা হয়।
প্রায় তিন দশক আগে মারা গেছেন বাবা ভাঙ্গা। কিন্তু তাঁর করা ভবিষ্যদ্বাণীগুলো তাঁকে এখনো পৃথিবীজুড়ে আলোচনায় রেখেছে। কথিত আছে, মাত্র ১২ বছর বয়সে একটি প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি।
বাবা ভাঙ্গার অনুসারীরা মনে করেন, ২০২৩ সালে একটি পারমাণবিক শক্তিকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটবে। এই বিস্ফোরণের ফলে এশিয়ার আকাশ বিষাক্ত মেঘে ছেয়ে যাবে।
এ ছাড়া এই বিস্ফোরণের ফলে কয়েকটি দেশ আক্রান্ত হবে। এসব দেশে মারাত্মক রোগবালাই ছড়িয়ে পড়বে।
আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়াভিত্তিক গণমাধ্যম নিউজ ডটকমের বরাত দিয়ে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে পৃথিবীর ওপর দিয়ে একটি শক্তিশালী সৌরঝড় উড়ে যাওয়ার ভবিষ্যদ্বাণীও করেছিলেন বাবা ভাঙ্গা। এর ফলে বৈশ্বিক জলবায়ুর চিত্র পুরোপুরি বদলে যাওয়ারও আশঙ্কা করেছিলেন তিনি।
এ ছাড়া কয়েকটি অসমর্থিত সূত্রের তথ্যমতে, ২০২৩ সাল নিয়ে আরেকটি ভয়ংকর ভবিষ্যদ্বাণী ছিল বাবা ভাঙ্গার। এই ভবিষ্যদ্বাণী অনুযায়ী, চলতি বছরেই একটি সুপারপাওয়ার দেশ জৈব রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে। এর ফলে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটবে।
১৯৯৬ সালে ৭৫ বছর বয়সে মৃত্যুর আগে মহামারি নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন বুলগেরিয়ান এই রহস্যময়ী নারী। এ ছাড়া প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা নিয়েও বহু বছর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন বলে দাবি করা হয়।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় সফল হলে তিনি ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। তবে শর্ত হলো, এই সমঝোতা যেন রাশিয়া তথা পুতিনের কাছে আত্মসমর্পণের সমান না হয়।
৩ ঘণ্টা আগেআলাস্কায় আজ শুক্রবারের বহুল আলোচিত শীর্ষ বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা আমেরিকার ওপর ভরসা করছি।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি ট্রাম্পের মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে জানান, আজকের বৈঠক নিঃসন্দেহে উচ্চঝুঁকির এবং এটি ন্যায়সংগত শান্তির পথে একটি
৩ ঘণ্টা আগেসিঙ্গাপুরভিত্তিক ধনকুবের ও হোটেল ব্যবসায়ী ওং বেন সেংকে উপহার কেলেঙ্কারির মামলায় ২৩ হাজার ৪০০ মার্কিন ডলার (২৮ লাখ ৪২ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। গত বছর তিনি সারা দেশকে নাড়া দেওয়া ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছিলেন।
৪ ঘণ্টা আগেআলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটি ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশা করছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমনটাই জানিয়েছেন। খবর বিবিসির।
৪ ঘণ্টা আগে