কয়েক ঘণ্টা জিম্মি থাকার পর হালের ক্রেজ ওয়ার্ডল গেমের মাধ্যমে মুক্ত হলেন ৮০ বছরের এক বৃদ্ধা। এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের শিকাগোতে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ওই নারী তাঁর দৈনিক ওয়ার্ডল গেমের স্কোর শেয়ার না করায় তাঁর পরিবার বুঝতে পারে যে কিছু ঝামেলা হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি ডেনিস হোল্ট তাঁর বাড়িতে একা ছিলেন। তখন এক ব্যক্তি তাঁর ঘরে ঢুকে এক জোড়া কাঁচি দিয়ে ভয় দেখান।
পুলিশ জানায়, ডেনিস হোল্টের বাড়িতে প্রবেশ করা ওই ব্যক্তির নাম তৃতীয় এইচ ডেভিস। তাঁর বয়স ৩২। নগ্ন অবস্থাতেই তিনি ডেনিস হোল্টের বাড়িতে প্রবেশ করেন। জানালা ভেঙে ঢোকায় তাঁর শরীরে রক্ত ছিল।
পুলিশের ধারণা, ডেভিস মানসিক রোগে ভুগছেন।
হোল্ট জানান, ডেভিস তাঁকে আশ্বস্ত করেছিল যে সে তাঁর কোন ক্ষতি করবে না। কিন্তু পরে ডেভিস তাঁকে জোর করে বেসমেন্টে আটকে রাখে।
হোল্টের বড় মেয়ে মেরেডিথ হল্ট-ক্যাল্ডওয়েল থাকেন যুক্তরাষ্ট্রের সিয়াটলে। তাঁর মা দৈনিক ওয়ার্ডল গেমের স্কোর শেয়ার না করায় বিষয়টি তিনি নজরে নেন।
পরে বিষয়টি শিকাগো পুলিশকে জানায় হল্ট-ক্যাল্ডওয়েল । পরে পুলিশ গিয়ে হোল্টকে উদ্ধার করে।
পুলিশ জানায়, একটি মারাত্মক অস্ত্রসহ বাড়িতে আক্রমণ ও অপহরণের চেষ্টার দায়ে ডেভিসের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে।
তবে এমন জিম্মি অবস্থা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হয়ে বিস্মিত হোল্ট। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজকে তিনি বলেন, আমি খুব ভাগ্যবান।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার জশ ওয়ার্ডল তৈরি করেছে ওয়ার্ডল গেমটি। এটি মূলত ওয়ার্ড গেম। ইংরেজি শব্দভান্ডার বাড়াতে বেশ সহায়ক। গত বছরের অক্টোবরে গেমটি অবমুক্ত করার পর এরই মধ্যে লাখ লাখ মানুষ এটি ডাউনলোড করেছেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে মানুষ স্কোর শেয়ার করছেন তাতেই বোঝা যায় কত মানুষ সক্রিয়ভাবে গেমটি খেলছেন।
কয়েক ঘণ্টা জিম্মি থাকার পর হালের ক্রেজ ওয়ার্ডল গেমের মাধ্যমে মুক্ত হলেন ৮০ বছরের এক বৃদ্ধা। এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের শিকাগোতে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ওই নারী তাঁর দৈনিক ওয়ার্ডল গেমের স্কোর শেয়ার না করায় তাঁর পরিবার বুঝতে পারে যে কিছু ঝামেলা হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি ডেনিস হোল্ট তাঁর বাড়িতে একা ছিলেন। তখন এক ব্যক্তি তাঁর ঘরে ঢুকে এক জোড়া কাঁচি দিয়ে ভয় দেখান।
পুলিশ জানায়, ডেনিস হোল্টের বাড়িতে প্রবেশ করা ওই ব্যক্তির নাম তৃতীয় এইচ ডেভিস। তাঁর বয়স ৩২। নগ্ন অবস্থাতেই তিনি ডেনিস হোল্টের বাড়িতে প্রবেশ করেন। জানালা ভেঙে ঢোকায় তাঁর শরীরে রক্ত ছিল।
পুলিশের ধারণা, ডেভিস মানসিক রোগে ভুগছেন।
হোল্ট জানান, ডেভিস তাঁকে আশ্বস্ত করেছিল যে সে তাঁর কোন ক্ষতি করবে না। কিন্তু পরে ডেভিস তাঁকে জোর করে বেসমেন্টে আটকে রাখে।
হোল্টের বড় মেয়ে মেরেডিথ হল্ট-ক্যাল্ডওয়েল থাকেন যুক্তরাষ্ট্রের সিয়াটলে। তাঁর মা দৈনিক ওয়ার্ডল গেমের স্কোর শেয়ার না করায় বিষয়টি তিনি নজরে নেন।
পরে বিষয়টি শিকাগো পুলিশকে জানায় হল্ট-ক্যাল্ডওয়েল । পরে পুলিশ গিয়ে হোল্টকে উদ্ধার করে।
পুলিশ জানায়, একটি মারাত্মক অস্ত্রসহ বাড়িতে আক্রমণ ও অপহরণের চেষ্টার দায়ে ডেভিসের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে।
তবে এমন জিম্মি অবস্থা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হয়ে বিস্মিত হোল্ট। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজকে তিনি বলেন, আমি খুব ভাগ্যবান।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার জশ ওয়ার্ডল তৈরি করেছে ওয়ার্ডল গেমটি। এটি মূলত ওয়ার্ড গেম। ইংরেজি শব্দভান্ডার বাড়াতে বেশ সহায়ক। গত বছরের অক্টোবরে গেমটি অবমুক্ত করার পর এরই মধ্যে লাখ লাখ মানুষ এটি ডাউনলোড করেছেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে মানুষ স্কোর শেয়ার করছেন তাতেই বোঝা যায় কত মানুষ সক্রিয়ভাবে গেমটি খেলছেন।
বিদেশে জন্ম নেওয়া ৮৬ লাখ অস্ট্রেলিয়ানের মধ্যে শুধু চীনেই জন্মগ্রহণকারীর সংখ্যা ৭ লাখ ১২০। এর আগে ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৬ লাখ ৬১ হাজার। করোনা মহামারির সময় (২০২০ ও ২০২১ সাল) সীমান্ত বন্ধ থাকায় চীনে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান শিশুর সংখ্যা তুলনামূলক বেশ কম ছিল।
৬ মিনিট আগেডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
৩৬ মিনিট আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
১ ঘণ্টা আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
২ ঘণ্টা আগে