Ajker Patrika

ব্রাজিলের পেট্রোব্রাসকে বেসরকারীকরণ করতে চান বলসোনারো

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৪: ০১
ব্রাজিলের পেট্রোব্রাসকে বেসরকারীকরণ করতে চান বলসোনারো

ব্রাজিলের রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানি পেট্টোব্রাসকে বেসরকারীকরণ করতে চান প্রেসিডেন্ট জাইর বলসোনারো। পেট্রোলের ম্যল্যবৃদ্ধির জন্য তাঁকে দায়ী করার কারণে এখন পেট্রোব্রাসকে বেসরকারীকরণ করতে চাইছেন তিনি। 

এক রেডিও সাক্ষাৎকারে গত বৃহস্পতিবার বলসোনারো বলেন, `এখন আমি পেট্রোব্রাসকে বেসরকারীকরণ করতে চাই। কারণ আমি কোম্পানিকে নিয়ন্ত্রণ করতে পারি না, পেট্রোলের দাম নির্ধারণ করতে পারি না। কিন্তু যখন দাম বেড়ে যায়, তখন আমার দোষ হয়। এ ব্যাপারে অর্থনৈতিক উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করে দেখব।'

এর আগে গত বুধবার ব্রাজিলের অর্থমন্ত্রী পাওলো গুয়েডেস বলসোনারোকে পেট্রোবাসের বেসরকারীকরণের পরামর্শ দেন। তিনি বলেন, সরকার কল্যাণমূলক কর্মসূচির তহবিলের জন্য রাষ্ট্র পরিচালিত কোম্পানিতে তাঁর অংশ বিক্রি করতে পারে। 

এটিভা ইনভেস্টমেন্টোসের বিশ্লেষক ইলান আরবেটম্যান বলেন, একটি সম্ভাব্য বেসরকারীকরণ প্রক্রিয়া খুব সাবধানে নেওয়া দরকার। পেট্রোব্রাসকে বেসরকারীকরণের আলোচনার সময় আমাদের সাবধান হওয়া দরকার। কারণ বেসরকারীকরণ একটি বিস্তৃত প্রক্রিয়া এবং এর মধ্যে অনেক অংশীদার জড়িত। 

বলসোনারো ২০১৮ সালে নির্বাচিত হয়েছিলেন। সেই সময় গুয়েডেসের বেসরকারীকরণের এজেন্ডা সমর্থন করেছিলেন বলসোনারো। কিন্তু এখন পর্যন্ত সীমিতসংখ্যক রাষ্ট্রীয় কোম্পানি বিক্রি করেছেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত