Ajker Patrika

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর হাতেই ফিরছে সুদানের ক্ষমতা

আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৯: ৫১
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর হাতেই ফিরছে সুদানের ক্ষমতা

মধ্যবর্তী সরকারকে উৎখাত করে গত ২৫ অক্টোবর ক্ষমতা গ্রহণ করে সুদানের সেনাবাহিনী। এরপর প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক ও আরও কিছু শীর্ষ নেতাকে গ্রেপ্তার বা গৃহবন্দী এবং মন্ত্রিসভা বাতিল করা হয়। যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা এবং আফ্রিকান ইউনিয়ন সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের গুরুতর বিরোধিতা করে। এ অবস্থায় ক্ষমতাচ্যুত হামদকের হাতে ক্ষমতা ফেরত দিতে গতকাল চুক্তি করার ঘোষণা দেয় সেনাবাহিনী। সুদানের রাজনৈতিক দল উমা পার্টির প্রধান ফাদাল্লাহ বারমা নাসির রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। 

ফাদাল্লাহ বারমা নাসির রোববার বলেন, সুদানের সব বেসামরিক রাজনৈতিক দল এবং সামরিক বাহিনীর মধ্যকার চুক্তি অনুযায়ী দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক টেকনোক্র্যাট (অনির্বাচিত) ব্যক্তিদের দিয়ে একটি স্বাধীন মন্ত্রিসভা গঠন করবেন। এ ছাড়া অভ্যুত্থানের পর আটক হওয়া সব রাজনৈতিক বন্দীকেও মুক্তি দেওয়া হবে। 

দীর্ঘ বিক্ষোভের পর ২০১৯ সালে তিন দশকের শাসক ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করার পর সুদানে ‘সার্বভৌম কাউন্সিল’ নামের একটি মধ্যবর্তী সরকার গঠিত হয়। সেনাবাহিনী ও রাজনীতিবিদদের নিয়ে গঠিত কাউন্সিলটির অধীনে ২০২৩ সালে দেশটির জাতীয় নির্বাচন হওয়ার কথা। কিন্তু তার আগে অভ্যুত্থান করে সেনাবাহিনী। অভ্যুত্থানের পর অন্তত ৪০ জন নিহত হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত