নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে একটি বিমান হামলায় অন্তত ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের ভুল করে অপরাধী ভেবে এই হামলাটি চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, জামফারা রাজ্যের জুরমি এবং মারাদুন এলাকায় সংঘটিত হয় এই হামলা। নিহতরা ছিলেন স্থানীয় প্রহরী দলের সদস্য। ঘটনার সময় একটি সশস্ত্র ডাকাত দলের আক্রমণ থেকে তাঁরা নিজেদের রক্ষা করছিলেন। রাজ্যের গভর্নর দাউদা লাওয়াল ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে সামরিক বাহিনী এই বিমান হামলার কথা স্বীকার করে বলেছে, তারা ওই এলাকাটির গ্রামগুলোতে ত্রাস সৃষ্টিকারী ডাকাতদের বিরুদ্ধে একটি কার্যকর আঘাত হেনেছে।
নাইজেরিয়ার বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা পাহারাদার দলের হতাহতের খবরটি তদন্ত করছে।
বিবৃতিতে বলা হয়—অভিযানের ফলে বেশ কয়েকজন ডাকাত নিহত হয়েছেন এবং কিছু অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে অভিযান চলাকালে বেসামরিক প্রাণহানির ঘটনায় বিমানবাহিনী গভীরভাবে উদ্বিগ্ন।
বিবৃতিতে আরও জানানো হয়, একটি পরিপূর্ণ তদন্ত চলমান রয়েছে। এই তদন্ত শেষ হলে জনগণকে তথ্য দিয়ে আশ্বস্ত করা হবে।
সংবাদ সংস্থা এএফপি একজন স্থানীয় ব্যক্তির বরাতে জানিয়েছে, হামলার সময় বেসামরিক নাগরিকেরা ডাকাতদের তাড়িয়ে নিজেদের গ্রামে ফিরছিলেন।
সাইদু ইব্রাহিম নামের ওই ব্যক্তি বলেন, ‘আমরা হামলায় নিহত ১৬টি মৃতদেহ উদ্ধার করেছি এবং গুরুতর আহত অনেককে হাসপাতালে নিয়ে গেছি।’
এই ঘটনায় মানবাধিকার সংগঠন ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়া’ দাবি করেছে, হামলায় অন্তত ২০ জন নিহত এবং আরও অনেক আহত হয়েছেন। তারা এই ঘটনাকে দ্রুত এবং নিরপেক্ষভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছে।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়—বিমান হামলা চালানো কোনোভাবেই বৈধ আইন প্রয়োগের পদ্ধতি হতে পারে না। এ ধরনের মারাত্মক শক্তি ব্যবহার আইনবহির্ভূত, নিন্দনীয় এবং সামরিক বাহিনীর দায়িত্ব পালনে চরম অবহেলার প্রমাণ।
এ বিষয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বিগত কয়েক বছরে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী উত্তর-পশ্চিম এবং মধ্যাঞ্চলে ত্রাস সৃষ্টিকারী ডাকাত দলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। এই ডাকাত দলগুলো গ্রামে হামলা চালিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, মানুষকে হত্যা করে এবং অপহরণ করে মুক্তিপণ আদায় করে।
সাম্প্রতিক মাসগুলোতে নাইজেরিয়ায় এই ধরনের বেশ কয়েকটি ভুল বিমান হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি হামলা ছিল গত ক্রিসমাসে। এই হামলায় সোকোতো রাজ্যে অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন।
এর আগে ২০২৩ সালে কাদুনা রাজ্যের একটি গ্রামে মুসলিম ধর্মীয় সমাবেশে অংশ নেওয়া ৮৫ জন নারী ও শিশু নিহত হন। তাদেরও ভুল করে ডাকাত দল হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
২০১৭ সালের জানুয়ারিতে ক্যামেরুন সীমান্তবর্তী একটি শহরে জিহাদি সহিংসতায় বাস্তুচ্যুত ৪০ হাজার মানুষকে আশ্রয় দেওয়া একটি ক্যাম্পেও বিমান হামলা চালানো হয়েছিল। এতে সেখানে অন্তত ১১২ জন নিহত হয়েছিলেন।
এই ঘটনাগুলো নাইজেরিয়ার সামরিক বাহিনীর দায়িত্ব পালনের পদ্ধতি নিয়ে গভীর প্রশ্ন তুলেছে।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে একটি বিমান হামলায় অন্তত ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের ভুল করে অপরাধী ভেবে এই হামলাটি চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, জামফারা রাজ্যের জুরমি এবং মারাদুন এলাকায় সংঘটিত হয় এই হামলা। নিহতরা ছিলেন স্থানীয় প্রহরী দলের সদস্য। ঘটনার সময় একটি সশস্ত্র ডাকাত দলের আক্রমণ থেকে তাঁরা নিজেদের রক্ষা করছিলেন। রাজ্যের গভর্নর দাউদা লাওয়াল ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে সামরিক বাহিনী এই বিমান হামলার কথা স্বীকার করে বলেছে, তারা ওই এলাকাটির গ্রামগুলোতে ত্রাস সৃষ্টিকারী ডাকাতদের বিরুদ্ধে একটি কার্যকর আঘাত হেনেছে।
নাইজেরিয়ার বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা পাহারাদার দলের হতাহতের খবরটি তদন্ত করছে।
বিবৃতিতে বলা হয়—অভিযানের ফলে বেশ কয়েকজন ডাকাত নিহত হয়েছেন এবং কিছু অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে অভিযান চলাকালে বেসামরিক প্রাণহানির ঘটনায় বিমানবাহিনী গভীরভাবে উদ্বিগ্ন।
বিবৃতিতে আরও জানানো হয়, একটি পরিপূর্ণ তদন্ত চলমান রয়েছে। এই তদন্ত শেষ হলে জনগণকে তথ্য দিয়ে আশ্বস্ত করা হবে।
সংবাদ সংস্থা এএফপি একজন স্থানীয় ব্যক্তির বরাতে জানিয়েছে, হামলার সময় বেসামরিক নাগরিকেরা ডাকাতদের তাড়িয়ে নিজেদের গ্রামে ফিরছিলেন।
সাইদু ইব্রাহিম নামের ওই ব্যক্তি বলেন, ‘আমরা হামলায় নিহত ১৬টি মৃতদেহ উদ্ধার করেছি এবং গুরুতর আহত অনেককে হাসপাতালে নিয়ে গেছি।’
এই ঘটনায় মানবাধিকার সংগঠন ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়া’ দাবি করেছে, হামলায় অন্তত ২০ জন নিহত এবং আরও অনেক আহত হয়েছেন। তারা এই ঘটনাকে দ্রুত এবং নিরপেক্ষভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছে।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়—বিমান হামলা চালানো কোনোভাবেই বৈধ আইন প্রয়োগের পদ্ধতি হতে পারে না। এ ধরনের মারাত্মক শক্তি ব্যবহার আইনবহির্ভূত, নিন্দনীয় এবং সামরিক বাহিনীর দায়িত্ব পালনে চরম অবহেলার প্রমাণ।
এ বিষয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বিগত কয়েক বছরে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী উত্তর-পশ্চিম এবং মধ্যাঞ্চলে ত্রাস সৃষ্টিকারী ডাকাত দলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। এই ডাকাত দলগুলো গ্রামে হামলা চালিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, মানুষকে হত্যা করে এবং অপহরণ করে মুক্তিপণ আদায় করে।
সাম্প্রতিক মাসগুলোতে নাইজেরিয়ায় এই ধরনের বেশ কয়েকটি ভুল বিমান হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি হামলা ছিল গত ক্রিসমাসে। এই হামলায় সোকোতো রাজ্যে অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন।
এর আগে ২০২৩ সালে কাদুনা রাজ্যের একটি গ্রামে মুসলিম ধর্মীয় সমাবেশে অংশ নেওয়া ৮৫ জন নারী ও শিশু নিহত হন। তাদেরও ভুল করে ডাকাত দল হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
২০১৭ সালের জানুয়ারিতে ক্যামেরুন সীমান্তবর্তী একটি শহরে জিহাদি সহিংসতায় বাস্তুচ্যুত ৪০ হাজার মানুষকে আশ্রয় দেওয়া একটি ক্যাম্পেও বিমান হামলা চালানো হয়েছিল। এতে সেখানে অন্তত ১১২ জন নিহত হয়েছিলেন।
এই ঘটনাগুলো নাইজেরিয়ার সামরিক বাহিনীর দায়িত্ব পালনের পদ্ধতি নিয়ে গভীর প্রশ্ন তুলেছে।
ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে। প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধের মধ্যে এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযান আরও বিস্তৃত হবে। শুক্রবার এই সিদ্ধান্ত দেশি-বিদেশি মহলে নতুন করে তীব্র সমালোচনার মুখে পড়েছে...
১০ মিনিট আগেগাজায় চলমান যুদ্ধ, অর্থনৈতিক বিপর্যয় ও খাদ্যসহ জরুরি পণ্যের তীব্র সংকটের মধ্যে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই আরও কঠিন হয়ে উঠেছে। ব্যাংকগুলো দীর্ঘদিন বন্ধ, স্থানীয় বাজারে ডিজিটাল লেনদেনও প্রায় অগ্রহণযোগ্য।
৩০ মিনিট আগেভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এর মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আজ শুক্রবার (৮ আগস্ট) সাম্প্রতিক নানা বিষয়ে কথা হয় এই দুই নেতার।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র থেকে ৩ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় রপ্তানি পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করার সিদ্ধান্তের জবাবে এটি দেশটির প্রথম দৃশ্যমান পদক্ষেপ...
২ ঘণ্টা আগে