Ajker Patrika

তিউনিসিয়ায় নতুন সংবিধানের ওপর গণভোট চলছে

আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৭: ০৪
তিউনিসিয়ায় নতুন সংবিধানের ওপর গণভোট চলছে

প্রেসিডেন্ট কায়েস সাইদের নতুন সংবিধান তিউনিসিয়ার জনগণ মেনে নেবে কি না, তার ওপর গণভোট শুরু হয়েছে দেশটিতে। গণভোটে সংবিধানটি পাস হলে প্রেসিডেন্ট কায়েস সাইদ দেশটির সর্বোচ্চ ক্ষমতাধর হয়ে উঠবেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আজ সোমবার স্থানীয় সময় সকাল ৬টায় ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ শেষ হবে রাত ১০টায়। রাতভর গণনা শেষে মঙ্গলবার সকালে ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। তবে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। দিনের শেষে ভোটার উপস্থিতি বাড়বে কি না তা নিশ্চিত নয়। 

ভোটগ্রহণ শুরুর পরপরই সকালের দিকে বিভিন্ন ভোটকেন্দ্রে বিরোধীদের ওপর সরকারি বাহিনী দমন-পীড়ন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিরোধীরা বলেছেন, তারা ভোট বর্জন করবেন। 

এর আগে গত শুক্রবার একটি বিক্ষোভে পুলিশ একজন শীর্ষস্থানীয় মানবাধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া গণভোট বন্ধের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়া একদল বিক্ষোভকারী ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। 

বিরোধীরা অভিযোগ করেছে যে, সাইদ একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তবে সাইদ বলেছেন, দুর্নীতিবাজ রাজনৈতিক অভিজাতদের লাগাম টেনে ধরার জন্য সংবিধান পরিবর্তন করা জরুরি। 

গত বছর তিউনিসিয়ার সরকারকে বরখাস্ত ও পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করে ক্ষমতা দখল করেছিলেন প্রেসিডেন্ট কায়েস সাইদ। এরপর থেকে ডিক্রি জারি করে তিনি দেশ শাসন করছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত