গত শুক্রবার থেকে লোডশেডিংয়ে কেনিয়ার গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান অন্ধকারে। ১২ ঘণ্টা অন্ধকারে ছিল নাইরোবি আন্তর্জাতিক বিমানবন্দর। অথচ জ্বালানিকে কেন্দ্র করেই কয়েক সপ্তাহ পর কেনিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম আফ্রিকা জলবায়ু সম্মেলন।
বিদ্যুৎ বিভ্রাটের কারণে বন্ধ হাসপাতাল ও প্রেসিডেন্ট কার্যালয়ের কম্পাউন্ডের কার্যক্রম। তবে কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এমন বিদ্যুৎ বিভ্রাটের পর দেশটির পরিবহনমন্ত্রী ক্ষমা চেয়েছেন। দেশটিতে সরকারি কর্মকর্তা বা রাজনীতিকদের এ ধরনের ক্ষমা চাওয়ার ঘটনা খুব বিরল।
পরিবহনমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে এক বিবৃতিতে বলেন, ‘যা হয়েছে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এর জন্য কোনো অজুহাত হয় না। আর আমাদের বিমানবন্দর অন্ধকারে থাকার কোনো কারণ নেই।’
এই বিদ্যুৎ বিভ্রাট তখনই হলো যখন কেনিয়া সরকার প্রথমবারের মতো অনুষ্ঠেয় আফ্রিকা জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ। এ সম্মেলনে জ্বালানিই হবে মূল আলোচ্য বিষয়।
কেনিয়ার বেশির ভাগ বিদ্যুৎ আসে নবায়নযোগ্য উৎস থেকে। কিন্তু অবকাঠামো ও অব্যবস্থাপনা আজও ৫ কোটি জনগণের জন্য বিরাট সমস্যা হয়ে রয়েছে।
সরকারের বিদ্যুৎ ও জ্বালানি সংস্থা কেনিয়া পাওয়ার এক বিবৃতিতে বলেছে, ‘বিদ্যুৎ ব্যবস্থায় সমস্যার কারণে দেশের বেশ কিছু অংশে শুক্রবার ১০টা থেকে সরবরাহ বন্ধ রয়েছে।’
প্রায় ভোর ৩টার দিকে কেনিয়া পাওয়ার জানায়, রাজধানী নাইরোবির বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
গত শুক্রবার থেকে লোডশেডিংয়ে কেনিয়ার গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান অন্ধকারে। ১২ ঘণ্টা অন্ধকারে ছিল নাইরোবি আন্তর্জাতিক বিমানবন্দর। অথচ জ্বালানিকে কেন্দ্র করেই কয়েক সপ্তাহ পর কেনিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম আফ্রিকা জলবায়ু সম্মেলন।
বিদ্যুৎ বিভ্রাটের কারণে বন্ধ হাসপাতাল ও প্রেসিডেন্ট কার্যালয়ের কম্পাউন্ডের কার্যক্রম। তবে কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এমন বিদ্যুৎ বিভ্রাটের পর দেশটির পরিবহনমন্ত্রী ক্ষমা চেয়েছেন। দেশটিতে সরকারি কর্মকর্তা বা রাজনীতিকদের এ ধরনের ক্ষমা চাওয়ার ঘটনা খুব বিরল।
পরিবহনমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে এক বিবৃতিতে বলেন, ‘যা হয়েছে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এর জন্য কোনো অজুহাত হয় না। আর আমাদের বিমানবন্দর অন্ধকারে থাকার কোনো কারণ নেই।’
এই বিদ্যুৎ বিভ্রাট তখনই হলো যখন কেনিয়া সরকার প্রথমবারের মতো অনুষ্ঠেয় আফ্রিকা জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ। এ সম্মেলনে জ্বালানিই হবে মূল আলোচ্য বিষয়।
কেনিয়ার বেশির ভাগ বিদ্যুৎ আসে নবায়নযোগ্য উৎস থেকে। কিন্তু অবকাঠামো ও অব্যবস্থাপনা আজও ৫ কোটি জনগণের জন্য বিরাট সমস্যা হয়ে রয়েছে।
সরকারের বিদ্যুৎ ও জ্বালানি সংস্থা কেনিয়া পাওয়ার এক বিবৃতিতে বলেছে, ‘বিদ্যুৎ ব্যবস্থায় সমস্যার কারণে দেশের বেশ কিছু অংশে শুক্রবার ১০টা থেকে সরবরাহ বন্ধ রয়েছে।’
প্রায় ভোর ৩টার দিকে কেনিয়া পাওয়ার জানায়, রাজধানী নাইরোবির বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
গাজা উপত্যকার বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত প্রায় ২০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। লেবাননের সংবাদমাধ্যম আল–মায়েদিনের প্রতিবেদক সরেজমিনে গিয়ে এই তথ্য জানিয়েছেন। নিহতদের অধিকাংশই গাজা শহরের বাসিন্দা। ফিলিস্তিনিরা এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই হত্যাযজ্ঞকে দখলদার ইসরায়েলি বাহিনীর ‘গণহত্যামূলক যুদ্ধ’...
১৫ মিনিট আগেগাজা উপত্যকায় দীর্ঘ দুই বছরের সংঘাতের অবসান ঘটাতে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হামাস আবারও শক্ত অবস্থানে ফিরেছে অঞ্চলটিতে। তারা বিভিন্ন এলাকায় চেকপয়েন্ট বসিয়েছে, প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়েছে এবং ইসরায়েলের সহযোগী চিহ্নিতদের ওপর নির্যাতন চালিয়েছে।
৩৫ মিনিট আগেআফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। দুই দেশের সেনাদের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে, যা ইতিমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। গত সপ্তাহে আফগান রাজধানী কাবুলে বিমান হামলার পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছেছে।
১ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বশান্তির জন্য অনেক কিছু করছেন। এর জন্য তিনি নোবেল পাওয়ার যোগ্য। একই সঙ্গে ট্রাম্পকে এই পুরস্কার না দেওয়ায় তিনি নোবেল কমিটির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন।
৯ ঘণ্টা আগে