আদালত অবমাননার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা (৭৯) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। গত বুধবার মধ্যরাতে তিনি আত্মসমর্পণ করেন। কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টকে কারাভোগ করতে হচ্ছে। গত ২৯ জুন জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দেন আদালত। তাঁর বিরুদ্ধে চলমান দুর্নীতির তথ্য–প্রমাণ দিয়ে তদন্তকারীদের সহযোগিতা না করায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়।
কারাগার কর্তৃপক্ষ জ্যাকব জুমার আত্মসমর্পণ নিশ্চিত করে জানায়, তার নিজ প্রদেশ কোয়াজুলু এস্টকোর্ট সংশোধনকেন্দ্রে ১৫ মাসের জেল খাটতে শুরু করেছেন জুমা।
করোনা মহামারির মধ্যে গত রোববার আত্মসমর্পণে অস্বীকৃতি জানান জুমা। এরপর গত বুধবার মধ্যরাত পর্যন্ত গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেন আদালত। পুলিশের পক্ষ থেকেও সতর্ক করে বলা হয়, জুমা বুধবারের মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁকে গ্রেপ্তার করা হবে।
বেঁধে দেওয়া সময়ের কয়েক মিনিট আগেই জুমা ফাউন্ডেশনের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, কারাগারের আদেশ মেনে চলার সিদ্ধান্ত নিয়েছেন জুমা।
জুমার কন্যা দুদু জুমা-সাম্বুদলা একটি টুইট বার্তায় বলেন, (বাবা কারাগারের পথে) যাত্রা করেছেন। তিনি ব্যাপক উজ্জীবিত রয়েছেন।
২০০৯ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন জ্যাকব জুমা। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুর্নীতির অভিযোগ ওঠার পর পদত্যাগ করেন তিনি। তাঁর বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি রাষ্ট্রীয় অর্থ লোপাট করেছেন এবং ব্যবসায়ীদের রাজনীতিতে নাক গলানোর সুযোগ করে দিয়েছেন।
আদালত অবমাননার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা (৭৯) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। গত বুধবার মধ্যরাতে তিনি আত্মসমর্পণ করেন। কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টকে কারাভোগ করতে হচ্ছে। গত ২৯ জুন জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দেন আদালত। তাঁর বিরুদ্ধে চলমান দুর্নীতির তথ্য–প্রমাণ দিয়ে তদন্তকারীদের সহযোগিতা না করায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়।
কারাগার কর্তৃপক্ষ জ্যাকব জুমার আত্মসমর্পণ নিশ্চিত করে জানায়, তার নিজ প্রদেশ কোয়াজুলু এস্টকোর্ট সংশোধনকেন্দ্রে ১৫ মাসের জেল খাটতে শুরু করেছেন জুমা।
করোনা মহামারির মধ্যে গত রোববার আত্মসমর্পণে অস্বীকৃতি জানান জুমা। এরপর গত বুধবার মধ্যরাত পর্যন্ত গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেন আদালত। পুলিশের পক্ষ থেকেও সতর্ক করে বলা হয়, জুমা বুধবারের মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁকে গ্রেপ্তার করা হবে।
বেঁধে দেওয়া সময়ের কয়েক মিনিট আগেই জুমা ফাউন্ডেশনের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, কারাগারের আদেশ মেনে চলার সিদ্ধান্ত নিয়েছেন জুমা।
জুমার কন্যা দুদু জুমা-সাম্বুদলা একটি টুইট বার্তায় বলেন, (বাবা কারাগারের পথে) যাত্রা করেছেন। তিনি ব্যাপক উজ্জীবিত রয়েছেন।
২০০৯ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন জ্যাকব জুমা। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুর্নীতির অভিযোগ ওঠার পর পদত্যাগ করেন তিনি। তাঁর বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি রাষ্ট্রীয় অর্থ লোপাট করেছেন এবং ব্যবসায়ীদের রাজনীতিতে নাক গলানোর সুযোগ করে দিয়েছেন।
জম্মু–কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের কূটনৈতিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় আকাশসীমা বন্ধ করে করে দিয়েছে পাকিস্তান। আগামী ২৩ মে পর্যন্ত এটি বহাল থাকার সম্ভাবনা রয়েছে। তবে, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
১ ঘণ্টা আগেগত ২৪ এপ্রিল রাত থেকে, ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার কয়েক ঘণ্টা পরেই, পাকিস্তানি সেনারা জম্মু ও কাশ্মীরের এলওসির বিভিন্ন স্থানে বিনা উসকানিতে গুলি চালাচ্ছে বলে অভিযোগ ভারতীয় নিরাপত্তা বাহিনীর।
২ ঘণ্টা আগেউপত্যকার বিভিন্ন স্থান থেকে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। কুদ্স নিউজ নেটওয়ার্ক আজ সকালে জানিয়েছে, মধ্য গাজার বুরেজি শরণার্থী শিবিরে বোমা হামলায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের অন্তত ৫ জন। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দেশের অর্থনীতি সংকুচিত হওয়ার জন্য দায়ী করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে। নতুন শুল্ক আরোপের আগেই আমদানির চাপ, সরকারি ব্যয়ে কাটছাঁট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা— এই বাস্তব কারণগুলো উপেক্ষা করে তিনি বারবার দায় দিচ্ছেন বাইডেন প্রশাসন
১৪ ঘণ্টা আগে