আদালত অবমাননার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা (৭৯) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। গত বুধবার মধ্যরাতে তিনি আত্মসমর্পণ করেন। কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টকে কারাভোগ করতে হচ্ছে। গত ২৯ জুন জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দেন আদালত। তাঁর বিরুদ্ধে চলমান দুর্নীতির তথ্য–প্রমাণ দিয়ে তদন্তকারীদের সহযোগিতা না করায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়।
কারাগার কর্তৃপক্ষ জ্যাকব জুমার আত্মসমর্পণ নিশ্চিত করে জানায়, তার নিজ প্রদেশ কোয়াজুলু এস্টকোর্ট সংশোধনকেন্দ্রে ১৫ মাসের জেল খাটতে শুরু করেছেন জুমা।
করোনা মহামারির মধ্যে গত রোববার আত্মসমর্পণে অস্বীকৃতি জানান জুমা। এরপর গত বুধবার মধ্যরাত পর্যন্ত গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেন আদালত। পুলিশের পক্ষ থেকেও সতর্ক করে বলা হয়, জুমা বুধবারের মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁকে গ্রেপ্তার করা হবে।
বেঁধে দেওয়া সময়ের কয়েক মিনিট আগেই জুমা ফাউন্ডেশনের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, কারাগারের আদেশ মেনে চলার সিদ্ধান্ত নিয়েছেন জুমা।
জুমার কন্যা দুদু জুমা-সাম্বুদলা একটি টুইট বার্তায় বলেন, (বাবা কারাগারের পথে) যাত্রা করেছেন। তিনি ব্যাপক উজ্জীবিত রয়েছেন।
২০০৯ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন জ্যাকব জুমা। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুর্নীতির অভিযোগ ওঠার পর পদত্যাগ করেন তিনি। তাঁর বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি রাষ্ট্রীয় অর্থ লোপাট করেছেন এবং ব্যবসায়ীদের রাজনীতিতে নাক গলানোর সুযোগ করে দিয়েছেন।
আদালত অবমাননার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা (৭৯) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। গত বুধবার মধ্যরাতে তিনি আত্মসমর্পণ করেন। কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টকে কারাভোগ করতে হচ্ছে। গত ২৯ জুন জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দেন আদালত। তাঁর বিরুদ্ধে চলমান দুর্নীতির তথ্য–প্রমাণ দিয়ে তদন্তকারীদের সহযোগিতা না করায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়।
কারাগার কর্তৃপক্ষ জ্যাকব জুমার আত্মসমর্পণ নিশ্চিত করে জানায়, তার নিজ প্রদেশ কোয়াজুলু এস্টকোর্ট সংশোধনকেন্দ্রে ১৫ মাসের জেল খাটতে শুরু করেছেন জুমা।
করোনা মহামারির মধ্যে গত রোববার আত্মসমর্পণে অস্বীকৃতি জানান জুমা। এরপর গত বুধবার মধ্যরাত পর্যন্ত গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেন আদালত। পুলিশের পক্ষ থেকেও সতর্ক করে বলা হয়, জুমা বুধবারের মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁকে গ্রেপ্তার করা হবে।
বেঁধে দেওয়া সময়ের কয়েক মিনিট আগেই জুমা ফাউন্ডেশনের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, কারাগারের আদেশ মেনে চলার সিদ্ধান্ত নিয়েছেন জুমা।
জুমার কন্যা দুদু জুমা-সাম্বুদলা একটি টুইট বার্তায় বলেন, (বাবা কারাগারের পথে) যাত্রা করেছেন। তিনি ব্যাপক উজ্জীবিত রয়েছেন।
২০০৯ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন জ্যাকব জুমা। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুর্নীতির অভিযোগ ওঠার পর পদত্যাগ করেন তিনি। তাঁর বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি রাষ্ট্রীয় অর্থ লোপাট করেছেন এবং ব্যবসায়ীদের রাজনীতিতে নাক গলানোর সুযোগ করে দিয়েছেন।
বিয়ের আগে অনেকেই জীবনের সঙ্গীকে খুঁজে পান। কিন্তু নিউইয়র্কের মিশের ফক্স খুঁজে পেলেন জীবনের সঙ্গীর পাশাপাশি এক অমূল্য হিরাও। ৩১ বছর বয়সী ফক্স দুই বছর আগে সিদ্ধান্ত নেন, নিজের বিয়ের আংটির জন্য হিরা তিনি নিজেই খুঁজে বের করবেন। আর এর জন্য তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিলেন।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম ‘বু’) একদিন হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। বৃদ্ধের মুখে এই কথা শুনে তাঁর স্ত্রী লিন্ডা কিছুটা অবাকই হলেন—কারণ, বহু বছর আগে নিউইয়র্ক ছেড়ে আসা বু সেখানে কাউকেই চিনতেন না।
৬ ঘণ্টা আগেকাশ্মীরের কিসতওয়ার জেলার প্রত্যন্ত গ্রাম চশোতি আজ পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুকূপে। দুপুরের পর হঠাৎ করেই ঘটে যায় প্রবল ক্লাউডবার্স্ট। মুহূর্তের মধ্যেই পাহাড়ি ঝরনাগুলো দানবীয় রূপে নেমে আসে গ্রাম ও তার আশপাশে। জল, কাদা, পাথর মিশে তৈরি হয় এক অপ্রতিরোধ্য ধ্বংস স্রোত।
৭ ঘণ্টা আগেএ বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, অতীতের মতো পুতিনের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাবাপন্ন ট্রাম্প নাকি সম্প্রতি কঠোর অবস্থান নেওয়া ট্রাম্প বৈঠকে উপস্থিত হবেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০১৮ সালে হেলসিঙ্কিতে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকটি বেশ বন্ধুত্বপূর্ণ ছিল।
৮ ঘণ্টা আগে