Ajker Patrika

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, চীনা ও ভারতীয় সহ নিহত ২০

রাজধানী জুবা যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়। ছবি: সংগৃহীত
রাজধানী জুবা যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়। ছবি: সংগৃহীত

দক্ষিণ সুদানের ইউনিটি স্টেটে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছেন। বিমানটিতে দেশটির জ্বালানি খাতের কর্মীরা ছিলেন। বুধবার সকালে ইউনিটি অয়েলফিল্ড বিমানবন্দরে বিমানটি দুর্ঘটনার শিকার হয় বলে জানিয়েছেন ইউনিটি স্টেটের তথ্যমন্ত্রী গাটওয়েচ বিপাল।

সিএনএন জানিয়েছে, বিমানটি রাজধানী জুবা যাওয়ার পথে বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে চীনের রাষ্ট্রীয় ‘চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন’ এবং ‘নাইল পেট্রোলিয়াম করপোরেশনের’ যৌথ প্রতিষ্ঠান গ্রেটার পাইওনিয়ার অপারেটিং কোম্পানির কর্মীরা ছিলেন।

ইউনিটি স্টেটের তথ্যমন্ত্রী গাটওয়েচ বিপাল জানান, নিহতদের মধ্যে দুজন চীনা ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

প্রাথমিকভাবে বিভিন্ন সংবাদমাধ্যম ১৮ জন নিহত হওয়ার খবর দিয়েছিল। তবে বিপাল পরে জানান, দুজন আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০। এ ঘটনায় মাত্র একজন ব্যক্তি জীবিত আছেন।

চলমান সংঘাত ও দুর্বল অবকাঠামোর কারণে দক্ষিণ সুদানে এর আগেও একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে রাজধানী জুবা থেকে ইয়িরোল শহরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছিলেন। ২০১৫ সালে রাজধানী জুবা বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি রাশিয়ান কার্গো বিমান বিধ্বস্ত হলে ডজনখানেক মানুষ প্রাণ হারান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত