মিসরের গিজা শহরের একটি গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ৫৫ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, রোববার ইমবাবা গ্রামের আবু সিফিন কপটিক গির্জায় অগ্নিকাণ্ডে এই হতাহতের ঘটনা ঘটে।
দুজন নিরাপত্তাকর্মী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। গির্জায় ৫ হাজারের বেশি মানুষ উপাসনায় ছিলেন। আগুন ছড়িয়ে পড়লে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। অনেকে পদদলিত হন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিনির্বাপণে কাজ করেছে দমকলবাহিনীর ১৫টি দল। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রেসিডেন্ট কার্যালয় থেকে বলা হয়েছে, কপটিক গির্জার পোপ দ্বিতীয় তাওয়াদ্রোসের সঙ্গে ফোনে কথা বলে সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
এক ফেসবুক পোস্টে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি লিখেছেন, ‘সবকিছু ভালোভাবে ব্যবস্থা করার জন্য আমি সকল রাষ্ট্রীয় পরিষেবাগুলোকে একত্রিত করেছি।’
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে মিসরে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০২১ সালের মার্চে এক টেক্সটাইল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে ২০ জন মানুষের প্রাণহানি হয়। এর আগে ২০২০ সালে দুটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ জন করোনা আক্রান্ত রোগীর প্রাণহানি হয়।
মিসরের গিজা শহরের একটি গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ৫৫ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, রোববার ইমবাবা গ্রামের আবু সিফিন কপটিক গির্জায় অগ্নিকাণ্ডে এই হতাহতের ঘটনা ঘটে।
দুজন নিরাপত্তাকর্মী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। গির্জায় ৫ হাজারের বেশি মানুষ উপাসনায় ছিলেন। আগুন ছড়িয়ে পড়লে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। অনেকে পদদলিত হন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিনির্বাপণে কাজ করেছে দমকলবাহিনীর ১৫টি দল। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রেসিডেন্ট কার্যালয় থেকে বলা হয়েছে, কপটিক গির্জার পোপ দ্বিতীয় তাওয়াদ্রোসের সঙ্গে ফোনে কথা বলে সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
এক ফেসবুক পোস্টে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি লিখেছেন, ‘সবকিছু ভালোভাবে ব্যবস্থা করার জন্য আমি সকল রাষ্ট্রীয় পরিষেবাগুলোকে একত্রিত করেছি।’
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে মিসরে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০২১ সালের মার্চে এক টেক্সটাইল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে ২০ জন মানুষের প্রাণহানি হয়। এর আগে ২০২০ সালে দুটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ জন করোনা আক্রান্ত রোগীর প্রাণহানি হয়।
স্থানীয় সূত্রগুলোর বরাতে রোববার রাতে বিবিসি জানিয়েছে, হামাস ও প্রতিদ্বন্দ্বী গোত্রগুলোর মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। এতে কয়েকজন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক দিনের মধ্যেই এই অভ্যন্তরীণ সংঘাতের আশঙ্কা গভীর হচ্ছে।
৪ ঘণ্টা আগেনতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত। আফগান সরকারের দাবি, গতকাল শনিবার রাতে তাঁদের প্রতিশোধমূলক হামলায় পাকিস্তানের ৫৮ সেনাসদস্যকে হত্যা করা হয়েছে। পাকিস্তানের তরফে তাদের ২৩ সেনা নিহত ও ২৯ জন আহতের কথা স্বীকার করা হয়েছে। একই সঙ্গে দেশটি বলছে, তাদের পাল্টা অভিযানে ‘দুই শতাধিক...
৫ ঘণ্টা আগেভারত সফররত তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার পর এবার বিপরীত ঘটনা ঘটল। রোববার (১২ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে আরও একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন মুত্তাকি, যেখানে উপস্থিত ছিলেন নারী সাংবাদিকেরাও। শুধু তা-ই নয়, নারী নিয়ে তিনি বেশ...
৬ ঘণ্টা আগেছত্তিশগড়ের খৈরাগড় জেলার সারাগোন্ডি গ্রামের বৃদ্ধা দেবলা বাই। নিঃসন্তান এই নারী দুই দশক আগে নিজের উঠানে একটি ছোট অশ্বত্থগাছ লাগিয়েছিলেন। স্থানীয়দের ভাষ্য, তিনি গাছটিকে নিজের সন্তানের মতো যত্ন করতেন। নিয়মিত পানি দিতেন, পরিচর্যা করতেন। কিন্তু সম্প্রতি সেই গাছ কেটে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে...
৭ ঘণ্টা আগে