সুদানের দক্ষিণাঞ্চলীয় ব্লু নেইল রাজ্যে জমিসংক্রান্ত বিরোধের জেরে গত দুই দিনের জাতিগত সংঘর্ষে কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন। গত কয়েক মাসে সুদানে জাতিগত সংঘর্ষ ভয়াবহ অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। এসব সংঘর্ষের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ব্লু নেইল রাজ্যের রাজধানী দামানিজের রাস্তায় শত শত মানুষ বিক্ষোভ করেছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এসব জানিয়েছে।
স্থানীয় ওয়াদ আল-মাহি হাসপাতালের প্রধান আব্বাস মুসা বলেছেন, বুধ ও বৃহস্পতিবারের সংঘর্ষে নারী, শিশু ও বৃদ্ধসহ মোট ১৫০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৮৬ জন।
আল-জাজিরা জানিয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী হাউসার সঙ্গে অপর এক নৃগোষ্ঠীর জনগণের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে গত বুধবার সংঘর্ষ শুরু হয়। পরদিন বৃহস্পতিবারও সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে শত শত বাড়িঘর পুড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। রাজধানী খার্তুম থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণে ওয়াদ আল-মাহি এলাকার চারপাশে এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে।
গতকাল বৃহস্পতিবার শত শত মানুষ দামানিজের রাস্তায় মিছিল করেছে। তারা রাজ্যের গভর্নরকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে। বিক্ষোভকারীরা ‘আর নয় সহিংসতা’ বলে স্লোগান দিয়েছে।
সুদানে জাতিসংঘের সহায়তাপ্রধান এডি রোই বলেছেন, তিনি সংঘর্ষের বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। গত ১৩ অক্টোবর থেকে সহিংসতা শুরু হওয়ার পর এ পর্যন্ত অন্তত ১৭০ জন নিহত হয়েছেন এবং ৩২৭ জন আহত হয়েছেন।
জাতিসংঘের অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) জানিয়েছে, জুলাই মাসে শুরু হওয়া এই সংঘর্ষে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত ১৪৯ জন নিহত হয়েছেন। গত সপ্তাহে নতুন করে সংঘর্ষে আরও ১৩ জন নিহত হয়েছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাসে হাউসা ও বার্তা নামে দুটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। হাউসার একজন প্রতিনিধি বলেছেন, গতকাল বৃহস্পতিবার তাদের ওপর ভারী অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। তবে কারা হামলা চালিয়েছে, এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী করেননি তিনি। এক বিবৃতিতে হাউসা জনগোষ্ঠী ‘জাতিগত গণহত্যা’ বন্ধের আহ্বান জানিয়েছে।
সুদানের দক্ষিণাঞ্চলীয় ব্লু নেইল রাজ্যে জমিসংক্রান্ত বিরোধের জেরে গত দুই দিনের জাতিগত সংঘর্ষে কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন। গত কয়েক মাসে সুদানে জাতিগত সংঘর্ষ ভয়াবহ অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। এসব সংঘর্ষের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ব্লু নেইল রাজ্যের রাজধানী দামানিজের রাস্তায় শত শত মানুষ বিক্ষোভ করেছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এসব জানিয়েছে।
স্থানীয় ওয়াদ আল-মাহি হাসপাতালের প্রধান আব্বাস মুসা বলেছেন, বুধ ও বৃহস্পতিবারের সংঘর্ষে নারী, শিশু ও বৃদ্ধসহ মোট ১৫০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৮৬ জন।
আল-জাজিরা জানিয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী হাউসার সঙ্গে অপর এক নৃগোষ্ঠীর জনগণের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে গত বুধবার সংঘর্ষ শুরু হয়। পরদিন বৃহস্পতিবারও সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে শত শত বাড়িঘর পুড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। রাজধানী খার্তুম থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণে ওয়াদ আল-মাহি এলাকার চারপাশে এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে।
গতকাল বৃহস্পতিবার শত শত মানুষ দামানিজের রাস্তায় মিছিল করেছে। তারা রাজ্যের গভর্নরকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে। বিক্ষোভকারীরা ‘আর নয় সহিংসতা’ বলে স্লোগান দিয়েছে।
সুদানে জাতিসংঘের সহায়তাপ্রধান এডি রোই বলেছেন, তিনি সংঘর্ষের বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। গত ১৩ অক্টোবর থেকে সহিংসতা শুরু হওয়ার পর এ পর্যন্ত অন্তত ১৭০ জন নিহত হয়েছেন এবং ৩২৭ জন আহত হয়েছেন।
জাতিসংঘের অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) জানিয়েছে, জুলাই মাসে শুরু হওয়া এই সংঘর্ষে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত ১৪৯ জন নিহত হয়েছেন। গত সপ্তাহে নতুন করে সংঘর্ষে আরও ১৩ জন নিহত হয়েছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাসে হাউসা ও বার্তা নামে দুটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। হাউসার একজন প্রতিনিধি বলেছেন, গতকাল বৃহস্পতিবার তাদের ওপর ভারী অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। তবে কারা হামলা চালিয়েছে, এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী করেননি তিনি। এক বিবৃতিতে হাউসা জনগোষ্ঠী ‘জাতিগত গণহত্যা’ বন্ধের আহ্বান জানিয়েছে।
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মার্কিন মাটি থেকে দেওয়া পারমাণবিক হুমকি ঘিরে বিশ্বরাজনীতিতে তোলপাড়। মুনির বলেছেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ, প্রয়োজনে অর্ধেক বিশ্বকে ধ্বংসের পথে নিয়ে যাব। তাঁর এই বক্তব্য আন্তর্জাতিক মহলে উত্তেজনা সৃষ্টি করেছে।
৩ ঘণ্টা আগেসিন্ধু জলচুক্তি স্থগিত রাখায় চাপে পাকিস্তান। এই আবহে দেশটির সাবেক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো গতকাল সোমবার সিন্ধে এক সমাবেশে বলেছেন, ‘ভারত যদি আগ্রাসন চালিয়ে যায়, তবে ছয়টি নদীর পানি পাওয়ার জন্য যুদ্ধ ছাড়া বিকল্প থাকবে না।’ তাঁর মন্তব্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে দুই দেশের সম্পর্কে।
৩ ঘণ্টা আগেরাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসা নিয়ে কড়া অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, ভারত থেকে বাণিজ্যিক লেনদেনের অর্থ রাশিয়া ব্যবহার করছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে। এর জেরেই ভারতীয় পণ্যে বাড়তি শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন, যা দুই দেশের বাণিজ্য সম্পর্কের ওপর নতুন...
৩ ঘণ্টা আগেসাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর বর্তমান স্ত্রী জিল বাইডেনের কন্যা অ্যাশলি বাইডেন তাঁর ১৩ বছরের দাম্পত্যজীবনের ইতি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) ৪৪ বছর বয়সী অ্যাশলি ফিলাডেলফিয়ার কোর্ট অব কমন প্লিসে এই আবেদন দাখিল করেন।
৫ ঘণ্টা আগে