সুদানে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষে অন্তত ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ৬০০ জন। বিবিসির প্রতিবেদনে জানা যায়, শনিবার (১৫ এপ্রিল) দেশটির একটি সামরিক ঘাঁটিতে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের সময় এ হতাহতের ঘটনা ঘটে।
শনিবারের সংঘাতে বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছে বলে জানিয়েছেন সুদানের চিকিৎসকেরা। সংঘাত রাজধানী ছাড়াও কয়েকটি বেসামরিক আবাসিক এলাকায়ও ছড়িয়ে পড়েছে। দেশটির একটি ডক্টর’স ইউনিয়ন জানিয়েছে, রাজধানী খার্তুমে সহিংসতায় অন্তত ২৭ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক। তবে বেশ কয়েকজন সামরিক সদস্যও নিহত হয়েছেন বলে জানায় ডক্টর’স ইউনিয়ন।
সুদানের সামরিক নেতৃত্ব ও ক্ষমতা নিয়ে তীব্র দ্বন্দ্বের জেরে এমন রক্তক্ষয়ী সংঘাত ঘটেছে। আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সদস্যরা প্রেসিডেন্টের প্রাসাদ, সেনাপ্রধানের বাসভবন, খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর, রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনসহ দুটি বিমানবন্দর দখলে নেওয়ার দাবি করেছে।
তবে আরএসএফের এই দাবি প্রত্যাখ্যান করেছে সেনাবাহিনী। বিমানবন্দরসহ খার্তুমের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পাল্টা দাবি করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে।
সুদানের সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। আর আধাসামরিক আরএসএফের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ হামদান দাগালু, যিনি হেমেদতি নামে অধিক পরিচিত।
রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, রাস্তায় কামান ও সাঁজোয়া যান নামানো হয়েছে। এমনকি সেনাবাহিনী ও আরএসএফ উভয়ের সদর দপ্তরের কাছে ভারী গোলাগুলির শব্দ পাওয়া গেছে। ভিডিও ফুটেজে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক সব এয়ারলাইনস সুদানের আকাশসীমা এড়িয়ে চলছে।
এদিকে আফ্রিকান ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ সুদানে উভয় পক্ষকে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সংকট সমাধানে আলোচনারও আহ্বান জানানো হয়েছে।
সুদানে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষে অন্তত ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ৬০০ জন। বিবিসির প্রতিবেদনে জানা যায়, শনিবার (১৫ এপ্রিল) দেশটির একটি সামরিক ঘাঁটিতে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের সময় এ হতাহতের ঘটনা ঘটে।
শনিবারের সংঘাতে বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছে বলে জানিয়েছেন সুদানের চিকিৎসকেরা। সংঘাত রাজধানী ছাড়াও কয়েকটি বেসামরিক আবাসিক এলাকায়ও ছড়িয়ে পড়েছে। দেশটির একটি ডক্টর’স ইউনিয়ন জানিয়েছে, রাজধানী খার্তুমে সহিংসতায় অন্তত ২৭ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক। তবে বেশ কয়েকজন সামরিক সদস্যও নিহত হয়েছেন বলে জানায় ডক্টর’স ইউনিয়ন।
সুদানের সামরিক নেতৃত্ব ও ক্ষমতা নিয়ে তীব্র দ্বন্দ্বের জেরে এমন রক্তক্ষয়ী সংঘাত ঘটেছে। আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সদস্যরা প্রেসিডেন্টের প্রাসাদ, সেনাপ্রধানের বাসভবন, খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর, রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনসহ দুটি বিমানবন্দর দখলে নেওয়ার দাবি করেছে।
তবে আরএসএফের এই দাবি প্রত্যাখ্যান করেছে সেনাবাহিনী। বিমানবন্দরসহ খার্তুমের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পাল্টা দাবি করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে।
সুদানের সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। আর আধাসামরিক আরএসএফের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ হামদান দাগালু, যিনি হেমেদতি নামে অধিক পরিচিত।
রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, রাস্তায় কামান ও সাঁজোয়া যান নামানো হয়েছে। এমনকি সেনাবাহিনী ও আরএসএফ উভয়ের সদর দপ্তরের কাছে ভারী গোলাগুলির শব্দ পাওয়া গেছে। ভিডিও ফুটেজে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক সব এয়ারলাইনস সুদানের আকাশসীমা এড়িয়ে চলছে।
এদিকে আফ্রিকান ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ সুদানে উভয় পক্ষকে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সংকট সমাধানে আলোচনারও আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দেশের অর্থনীতি সংকুচিত হওয়ার জন্য দায়ী করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে। নতুন শুল্ক আরোপের আগেই আমদানির চাপ, সরকারি ব্যয়ে কাটছাঁট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা— এই বাস্তব কারণগুলো উপেক্ষা করে তিনি বারবার দায় দিচ্ছেন বাইডেন প্রশাসন
১০ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ১০০ দিন পেরোতেই তাঁর প্রশাসনে প্রথম বড় ধাক্কা লাগল। পদত্যাগ করলেন রিপাবলিকান সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ট্রাম্প প্রশাসন থেকে ওয়াল্টজের সরে দাঁড়ানোর ঘটনায় হোয়াইট হাউসের অভ্যন্তরীণ গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
১০ ঘণ্টা আগেকাশ্মীরে সাম্প্রতিক সহিংসতার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এরই মধ্যে ভারতীয় হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সব মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তারা বলছে, নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিরীহ শিক্ষার্থীরা কোনো ঝুঁকিতে না...
১১ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায় দিয়ে আসছে নয়াদিল্লি। তবে পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে। হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতীয় বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ
১৪ ঘণ্টা আগে