Ajker Patrika

সিংহাসনে আরোহণের এক মাসের মাথায় জুলু রানির মৃত্যু

সিংহাসনে আরোহণের এক মাসের মাথায় জুলু রানির মৃত্যু

ঢাকা: গত মাসে মারা যান দক্ষিণ আফ্রিকার বৃহত্তম আদিবাসী গোষ্ঠী জুলুর রাজা গুডউইল জোয়েলিথিনি। এরপর সিংহাসনে আরোহণ করেন রানি মান্তফম্বি। তবে দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় অজ্ঞাত রোগে মারা গেলেন তিনি।

রানির পুরো নাম সিওয়ে মান্তফম্বি দলামিনি জুলু। জুলু রাজপরিবার থেকে রানির মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

রানির কার্যালয়ের প্রধানমন্ত্রী প্রিন্স ম্যাঙ্গোসথু বুথেলেজি এক বিবৃতিতে বলেন, গভীর শোক ও বেদনার সঙ্গে রাজপরিবার ঘোষণা করছে যে, জুলু জাতিগোষ্ঠীর দায়িত্বপ্রাপ্ত রানি সিওয়ে মান্তফম্বি দলামিনি জুলু অপ্রত্যাশিতভাবে মারা গেছেন। তাঁর মৃত্যু রাজপরিবারকে হতবাক করেছে।

জুলু প্রধানমন্ত্রী সম্প্রদায়কে আশ্বস্ত করেন যে, এতে জুলু জাতির নেতৃত্বে কোনো শূন্যতা তৈরি হবে না।

দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম জানায়, অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে গত সোমবার হাসপাতালে ভর্তি হন রানি মান্তফম্বি। তার আগে জুলু রাজা গুডউইল জোয়েলিথিনি টানা ৫০ বছর জুলু রাজ্য শাসন করেন। আফ্রিকাজুড়ে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় রাজা ছিলেন।

রাজা গুডউইলের স্ত্রীদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন রানি মান্তফম্বি। তিনি আট সন্তানের মা, তাদের মধ্যে পাঁচ ছেলে ও তিন মেয়ে।

রানির মৃত্যুর পর কে জুলু সিংহাসনে বসছেন, তা এখনো নিশ্চিত নয়। দক্ষিণ আফ্রিকার আদিবাসী গোষ্ঠীটির জনসংখ্যা ১ কোটি ১০ লাখের মতো। ধারণা করা হচ্ছে, রাজা গুডউইল ও রানি মান্তফম্বি দম্পতির বড় ছেলে ৪৭ বছর বয়সী প্রিন্স মিসুজুলু পরবর্তী জুলু রাজা হিসেবে দায়িত্ব নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত