Ajker Patrika

অনুপস্থিতিতেই ‘হাজারো শিশু অপহরণকারী’ জোসেফ কনির বিচার শুরুর আবেদন

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ০৮: ৩০
অনুপস্থিতিতেই ‘হাজারো শিশু অপহরণকারী’ জোসেফ কনির বিচার শুরুর আবেদন

জোসেফ কনি। আফ্রিকার দেশ উগান্ডার বিদ্রোহী গোষ্ঠী লর্ডস রেজিস্ট্যান্স আর্মির (এলআরএ) নেতা শিশু অপহরণ, তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিকৃত করা, খুন ইত্যাদি জঘন্য কিছু অপরাধের অভিযোগে অভিযুক্ত। সম্প্রতি তাঁর অনুপস্থিতিতেই তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের শুনানি এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি করিম খান বলেছেন, ‘আজ (স্থানীয় সময় বৃহস্পতিবার) আমি জোসেফ কনির অনুপস্থিতিতে তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো নিশ্চিত করার বিষয়ে শুনানির অনুমতি চেয়ে একটি আবেদন করেছি।’

উগান্ডার বিদ্রোহী নেতা কনি আইসিসির তালিকায় দীর্ঘতম সময় ধরে থাকা সন্দেহভাজন ব্যক্তিদের একজন। ২০০৫ সালে ৩৩টি যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। কিন্তু তার আগে থেকেই কনি দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে পলাতক।

এভাবেই শিশুদের ধরে নিয়ে গিয়ে তাদের অঙ্গপ্রত্যাঙ্গ কেটে দিত এলআরএ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন অনুসারে, স্থানীয়রা এবং তাঁর অনুসারীরা তাঁকে বিভিন্ন নামে ডেকে থাকে। কেউ তাঁকে বলে অবতার, কেউ বা বলে ওয়ার লর্ড আবার কেউ বা বলে নৃশংস খুনি। কনি এবং তাঁর দল লর্ডস রেজিস্ট্যান্স আর্মির বিরুদ্ধে কয়েক হাজার শিশু-কিশোরদের অপহরণের অভিযোগ রয়েছে। যাদের সরাসরি সৈন্য কিংবা যৌনদাসী হিসেবে ব্যবহার করা হতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত