Ajker Patrika

রক্ত পরীক্ষা করেই শনাক্ত করা যাবে ৫০ ধরনের ক্যানসার: গবেষণা

রক্ত পরীক্ষা করেই শনাক্ত করা যাবে ৫০ ধরনের ক্যানসার: গবেষণা

একবার রক্ত পরীক্ষার মাধ্যমেই শনাক্ত করা যাবে অন্তত ৫০ ধরনের ক্যানসার। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) তত্ত্বাবধানে ক্যানসার শনাক্তকরণ সংশ্লিষ্ট এক গবেষণার ফলাফলে মিলেছে তেমনই ইঙ্গিত। 

গবেষকেরা বলছেন, পরীক্ষাটি ব্যবহারে এখনো পর্যন্ত যথেষ্ট ইতিবাচক এবং উৎসাহব্যঞ্জক ফলাফল দেখা গেছে। ক্যানসারের উপসর্গ আছে এমন প্রায় ৫ হাজার মানুষের তথ্য এ গবেষণায় ব্যবহার করা হয়েছে। তাঁদের প্রতি ৩ জনের মধ্যে ২ জনের দেহে ক্যানসার শনাক্ত হয়েছে। এই শনাক্তদের মধ্যে ৮৫ শতাংশের শরীরে ক্যানসারের অবস্থানও সঠিকভাবে জানা গেছে। 

 ‘গ্যালেরি’ নামের ক্যানসার শনাক্তের এ পদ্ধতি উদ্ভাবন করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক বায়োটেক কোম্পানি ‘গ্রেইল’। এ পদ্ধতিতে ক্যানসার কোষ থেকে বের হওয়া বিভিন্ন জেনেটিক কোডের বিটগুলো খুঁজে বের করা হয়। সেই জেনেটিক কোডের বিটগুলো থেকেই শনাক্ত হয় ক্যানসারের উপস্থিতি ও ধরন। এ পদ্ধতিতে শুরুতেই ক্যানসার শনাক্ত হলে অনেকের প্রাণ বাঁচানো সম্ভব। 

প্রায়ই অস্বাভাবিক ওজন কমে যাওয়াসহ ক্যানসারের বিভিন্ন লক্ষণ নিয়ে অনেক রোগী হাসপাতালে আসেন। এ গবেষণায় ক্যানসারের উপসর্গ আছে এমন ৩৫০ জন রোগীর রক্ত পরীক্ষা করে ক্যানসার শনাক্ত হয়েছিল। পরে স্ক্যান ও বায়োপসির মতো প্রচলিত পরীক্ষায় তাঁদের ক্যানসার ধরা পড়ে। এর মধ্যে ৭৫ শতাংশের রক্ত পরীক্ষার পাশাপাশি প্রচলিত পরীক্ষায় ক্যানসার ধরা পড়ে। মাত্র ২ দশমিক ৫ শতাংশের রক্ত পরীক্ষার ফল ক্যানসার নেগেটিভ এলেও প্রচলিত পরীক্ষায় ক্যানসার ধরা পড়ে। 

এই প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক মার্ক মিডলটন বিবিসিকে বলেছেন, ‘পুরোপুরি সফল বলার জন্য এ ফলাফল যথেষ্ট না হলেও পদ্ধতিটি রোগীদের অনেক উপকার বয়ে আনবে। কারণ এ পরীক্ষার মাধ্যমে ৮৫ শতাংশ রোগীর ক্যানসারের উৎস সঠিকভাবে শনাক্ত করা গেছে। কারণ আমাদের সামনে যখন রোগীরা আসে তখন অধিকাংশ ক্ষেত্রেই বোঝা যায় না লক্ষণগুলো সত্যি ক্যানসারের কি না।’ 

এই ফলাফলগুলো শিকাগোতে আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলোজি কনফারেন্সে উপস্থাপন করা হবে এবং ল্যানসেটের অনকোলোজি জার্নালে প্রকাশিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত