টিকার কার্যকারিতা বাড়াতে যুক্তরাজ্যে মানবদেহে করা হচ্ছে করোনা পরীক্ষা। আর এ জন্য আরও স্বেচ্ছাসেবক চেয়েছে দেশটির অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি বলছে, এতে টিকার কার্যকর আরও বাড়বে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত বছরের এপ্রিলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মানবদেহে করোনাভাইরাসের পরীক্ষা শুরু হয়। এর তিন মাস আগেই ব্রিটেনে পরীক্ষা চালানোর জন্য স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হওয়ার অনুমোদন দেওয়া হয়।
গত মঙ্গলবার একটি বিবৃতিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, গবেষণাটি এখন প্রথম ধাপে রয়েছে। যেখানে দেখা হবে সংক্রমন ছড়াতে কতটুকু ভাইরাসের প্রয়োজন হয়। দ্বিতীয় ধাপে দেখা হবে এই ভাইরাস দেখা হবে একজনকে ভাইরাস থেকে মুক্ত করতে কতটুকু রোগপ্রতিরোধ ক্ষমতার দরকার হয়।
গবেষকরা জানান, তাঁরা করোনার সবচেয়ে দুর্বল ভাইরাস উন্মোচিত করার কাছাকাছি। এটির সংস্পর্শে আসা প্রায় অর্ধেক মানুষই উপসর্গহীন করোনায় আক্রান্ত হয়েছেন।
ট্রায়ালের জন্য বেছে নেওয়া হচ্ছে এমন স্বেচ্ছাসেবকদের যারা আগেই করোনায় আক্রান্ত হয়েছেন। অথবা তাঁরা করোনার দুটি টিকা নিয়ে ফেলেছেন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজির অধ্যাপক তথা এই ট্রায়ালের প্রধান হেলেন ম্যাকশেন বলেন, ‘করোনাভাইরাসের হাত থেকে মুক্তি পেতে মানবদেহে কতটা প্রতিরোধ ক্ষমতা জরুরি, তা জানার পর আমরা সেই মাত্রায় অ্যান্টিবডি নতুন কোভিড টিকায় যোগ করতে পারব।’
পরীক্ষা চলাকালীন কোভিডে আক্রান্ত হওয়ার ফলে স্বেচ্ছাসেবকেরা যাতে জীবনের ঝুঁকি দেখা না দেয়, সে দিকেও লক্ষ্য রাখা হচ্ছে বলে জানিয়েছেন গবেষকেরা গবেষকদের। তাঁরা জানিয়েছেন, চ্যালেঞ্জ ট্রায়ালের স্বেচ্ছাসেবক হিসাবে ১৮ থেকে ৩০ বছর বয়সি সুস্থসবলদের বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি, তাঁদের বাধ্যতামূলকভাবে অন্তত ১৭ দিনের আইসোলেশনে থাকতে হবে। কোনও উপসর্গ দেখা দিলেও স্বেচ্ছাসেবকদের মোনোক্লোনাল অ্যান্টিবডি ট্রিটমেন্ট করানো হবে বলেও জানিয়েছেন অক্সফোর্ডের গবেষকেরা।
টিকার কার্যকারিতা বাড়াতে যুক্তরাজ্যে মানবদেহে করা হচ্ছে করোনা পরীক্ষা। আর এ জন্য আরও স্বেচ্ছাসেবক চেয়েছে দেশটির অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি বলছে, এতে টিকার কার্যকর আরও বাড়বে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত বছরের এপ্রিলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মানবদেহে করোনাভাইরাসের পরীক্ষা শুরু হয়। এর তিন মাস আগেই ব্রিটেনে পরীক্ষা চালানোর জন্য স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হওয়ার অনুমোদন দেওয়া হয়।
গত মঙ্গলবার একটি বিবৃতিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, গবেষণাটি এখন প্রথম ধাপে রয়েছে। যেখানে দেখা হবে সংক্রমন ছড়াতে কতটুকু ভাইরাসের প্রয়োজন হয়। দ্বিতীয় ধাপে দেখা হবে এই ভাইরাস দেখা হবে একজনকে ভাইরাস থেকে মুক্ত করতে কতটুকু রোগপ্রতিরোধ ক্ষমতার দরকার হয়।
গবেষকরা জানান, তাঁরা করোনার সবচেয়ে দুর্বল ভাইরাস উন্মোচিত করার কাছাকাছি। এটির সংস্পর্শে আসা প্রায় অর্ধেক মানুষই উপসর্গহীন করোনায় আক্রান্ত হয়েছেন।
ট্রায়ালের জন্য বেছে নেওয়া হচ্ছে এমন স্বেচ্ছাসেবকদের যারা আগেই করোনায় আক্রান্ত হয়েছেন। অথবা তাঁরা করোনার দুটি টিকা নিয়ে ফেলেছেন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজির অধ্যাপক তথা এই ট্রায়ালের প্রধান হেলেন ম্যাকশেন বলেন, ‘করোনাভাইরাসের হাত থেকে মুক্তি পেতে মানবদেহে কতটা প্রতিরোধ ক্ষমতা জরুরি, তা জানার পর আমরা সেই মাত্রায় অ্যান্টিবডি নতুন কোভিড টিকায় যোগ করতে পারব।’
পরীক্ষা চলাকালীন কোভিডে আক্রান্ত হওয়ার ফলে স্বেচ্ছাসেবকেরা যাতে জীবনের ঝুঁকি দেখা না দেয়, সে দিকেও লক্ষ্য রাখা হচ্ছে বলে জানিয়েছেন গবেষকেরা গবেষকদের। তাঁরা জানিয়েছেন, চ্যালেঞ্জ ট্রায়ালের স্বেচ্ছাসেবক হিসাবে ১৮ থেকে ৩০ বছর বয়সি সুস্থসবলদের বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি, তাঁদের বাধ্যতামূলকভাবে অন্তত ১৭ দিনের আইসোলেশনে থাকতে হবে। কোনও উপসর্গ দেখা দিলেও স্বেচ্ছাসেবকদের মোনোক্লোনাল অ্যান্টিবডি ট্রিটমেন্ট করানো হবে বলেও জানিয়েছেন অক্সফোর্ডের গবেষকেরা।
ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৪ ঘণ্টা আগেস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদিত করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর।
১ দিন আগেবাংলাদেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩৪ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা এ তথ্য আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
২ দিন আগেঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) নামের সমস্যায় ভোগেন বিশ্বের বহু মানুষ। তবে নিয়মিত শঙ্খ বাজালে এ সমস্যা কমে যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।
২ দিন আগে