Ajker Patrika

‘সেলফ কেয়ার’ স্বার্থপরতা নয়

অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া
‘সেলফ কেয়ার’ স্বার্থপরতা নয়

সোশ্যাল মিডিয়ায় ‘সেলফ লাভ’ বা নিজেকে ভালোবাসা বিষয়ে বিভিন্ন অনুপ্রেরণামূলক কথা ঘুরে বেড়ায়। আমাদের ‘আমিসর্বস্ব’ জীবন হওয়ার পরেও কেন আমরা দুঃখ, ভয়, রাগ, বেদনা, নিঃসঙ্গতা, প্রত্যাখ্যান, অসহায়ত্ব এবং তিক্ততায় ভুগি? তার মানে কি আমরা নিজেকে পর্যাপ্ত মনোযোগ দিই না? আর সেটাই প্রমাণ করে যে আমরা নিজেকে পর্যাপ্ত ভালোবাসি না।

জীবনের নেতিবাচক অতৃপ্তিগুলোই অবচেতনভাবে ইঙ্গিত করে যে আমরা নিজেদের সঠিক উপায়ে ভালোবাসতে শিখি না। পক্ষান্তরে আমাদের ছোটবেলা থেকে বেড়ে ওঠায় সমাজ তথাকথিত অনেক মূল্যবোধ আরোপ করে।

এই সমাজ লালিত নৈতিকতার জ্ঞান কখনো কখনো ভ্রান্তিরও জন্ম দেয় যে নিজেকে ভালোবাসা মানে স্বার্থপরতা। কিন্তু একটু ভালো করে ভেবে দেখুন তো, যদি নিজেই শারীরিক ও মানসিকভাবে সুস্থ না থাকেন কিংবা ভালো না থাকেন, তাহলে অন্যকে ভালোবাসবেন কী করে।

নিজের জন্য যা করবেন 
পর্যাপ্ত ঘুম: ভালো ঘুম আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। বয়স, শারীরিক সক্রিয়তা এবং স্বাস্থ্যের ধরন অনুযায়ী সবারই ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম জরুরি। তাই পর্যাপ্ত ঘুমের সঙ্গে আপস করবেন না।

ব্যায়াম: আমাদের দেশের প্রেক্ষাপটে খুব কম মানুষই দৈনিক ব্যায়াম করেন। ব্যায়াম বা শরীরচর্চা ফিটনেস ধরে রাখতে তো বটেই, ভালো হরমোন নিঃসরণ করতেও সহায়তা করে। হাঁটলে শরীরে এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন আমাদের মন প্রফুল্ল রাখে।

খাবারে নজর দিন: আমাদের দেশে মায়েরা পরিবারের অন্যদের পাতে ভালো খাবারটি বা মাছের বড় টুকরাটি তুলে দেন। কিন্তু প্রয়োজনের সময়ও নিজে পুষ্টিকর খাবারটি খান না। খাবারে প্রোটিন ও প্রয়োজনীয় খনিজ রাখা জরুরি। প্রতিদিনের খাবারে মাছ, ফল, শাকসবজি, ডিম, দুধ, বাদাম, কিশমিশ রাখতে হবে। পর্যাপ্ত পানি পান করতে হবে। অন্যদিকে লাল মাংস, চিনি, শর্করা, ক্যাফেইন গ্রহণ কমাতে হবে। 

বাউন্ডারি তৈরি করুন: সম্পর্ক সুস্থ রাখার জন্য বাউন্ডারি তৈরি করা বা রাখা খুবই গুরুত্বপূর্ণ। কাছের বন্ধু হলেও একটা সীমারেখা টেনে দেওয়া উচিত। প্রয়োজনে না বলতে শেখাও জরুরি। সময়বিশেষে নিজের কাজ শেষ করে অন্যকে সাহায্য করুন। মনে রাখুন, বিশেষ সময়ে নিজেকে গুরুত্ব দেওয়া দোষের নয় বা স্বার্থপরতা নয়।

নিজেকে বাহবা দিন: ভালো কাজ করার পর বা সাফল্য এলে পাশের মানুষটির মুখের দিকে চেয়ে থাকি উৎসাহ-উদ্দীপনা নিয়ে। অপেক্ষায় না থেকে নিজেকে বাহবা দিন। বিশ্বাস করুন, আপনি পারবেন, আপনাকে দিয়েই সম্ভব। নিজের পাশে থাকুন আর কাজের প্রতি আস্থা রাখুন। এর পাশাপাশি শেখার মানসিকতা রাখতে পারলে জয় তো আপনারই।

নিজের জন্য সময় রাখুন: ‘মি টাইম’ বলে একটা শব্দ খুব চর্চিত হচ্ছে ইদানীং। দিনে কিছু সময় হলেও মি টাইম বা নিজের সঙ্গে নিজে সময় কাটান। সে সময়টায় যা আনন্দ পান, তা-ই করুন। প্রডাকটিভ কিছুও করতে পারেন। নিজের শরীর ও মনের যত্নে নিজের জন্য এইটুকু সময় রাখাটা দোষের কিছু নয়।  

নিজেকে বুঝতে শিখুন: আমরা অন্য মানুষের কাছে চিহ্নিত হই কীভাবে? 
কোনো মানুষ বা ঘটনার সঙ্গে আমি কোন ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছি, সেটি দিয়ে। এই প্রতিক্রিয়ার সঙ্গে অনুভূতি, চিন্তা এবং আচরণ ইত্যাদি বিশেষভাবে যুক্ত থাকে। যখন আমরা পছন্দ, ভালোবাসা, মর্যাদা, বিশ্বাস—এই শব্দগুলো নিজের প্রতি উপলব্ধি করতে পারি না, তখনই নিজেকে তুচ্ছ, অপাঙ্‌ক্তেয় এবং খুবই অপ্রয়োজনীয় হিসেবে ভাবি। হীনম্মন্যতায় ভুগি। তখন আমাদের জীবনের অবস্থা হয় ‘আমি ঠিক নই, তুমি ঠিক’। অথবা আরও এক ধাপ এগিয়ে গিয়ে ‘আমি-তুমি 
কেউই ঠিক নই’।

হয় আমি নিজেকে ‘পরিশুদ্ধ’ বানিয়ে ফেলি, ‘আমি খুব ভালো’ বলে অহংকার করি। অথবা নিজেকে ক্ষুদ্রাতিক্ষুদ্র বলে বিবেচনা করি। ‘আমি কী’, সেই আয়না নিজের চোখে ধরি না। এর ফলে কোনো সমতা থাকে না। আর ঠিক এই জায়গাটাতেই আত্মকেন্দ্রিক বনাম আত্মসম্মানের পার্থক্যটি তৈরি হয়।

চোখে আয়না ধরলেই আমরা স্পষ্ট বুঝতে পারি যে কখন আমি আত্মসম্মানের কারণে এই আচরণ করছি, আর কখন আত্মকেন্দ্রিক হয়ে সেই আচরণ করছি। তাই নিজের চাওয়া-পাওয়াকে বুঝতে হবে।

অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া, চিকিৎসক ও কাউন্সেলর, সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার, ঢাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত