Ajker Patrika

শরীরে ইউরিয়া বেড়ে গেলে যা করবেন

আলমগীর আলম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শরীরে ইউরিয়া অথবা ব্লাড ইউরিয়া নাইট্রোজেন কিংবা বিইউএন বেড়ে যাওয়া সাধারণত কিডনির কার্যক্ষমতা, ডিহাইড্রেশন, উচ্চ প্রোটিন গ্রহণ বা অন্যান্য স্বাস্থ্য সমস্যার সঙ্গে যুক্ত। আমাদের শরীরে ইউরিয়া সরাসরি খাবার থেকে আসে না। ইউরিয়া হলো প্রোটিন বিপাকের একটি উপজাত। যখন আমরা প্রোটিন খাই, তখন শরীর সেগুলো অ্যামিনো অ্যাসিডে ভেঙে ফেলে। কিন্তু এটি পরিমাণে বেশি হলে বা কোনো কারণে ব্যবহৃত না হলে শরীর থেকে নাইট্রোজেন সরানোর জন্য সেগুলো অ্যামোনিয়ায় রূপান্তরিত হয়। এই বিষাক্ত অ্যামোনিয়াকে যকৃৎ বা লিভার ইউরিয়ায় পরিণত করে, যা কম বিষাক্ত। এগুলো কিডনির মাধ্যমে মূত্রের সঙ্গে শরীর থেকে বেরিয়ে যায়। প্রাকৃতিক উপায়ে এই ইউরিয়ার মাত্রা নিয়ন্ত্রণ করা যায়।

যে খাবারে প্রোটিনের পরিমাণ বেশি থাকে, সেসব খাবার গ্রহণ করলে পরোক্ষভাবে শরীরে ইউরিয়ার উৎপাদন বেড়ে যেতে পারে; বিশেষ করে কিডনির সমস্যা থাকলে প্রোটিন বেশি খাওয়া ইউরিয়ার মাত্রা বাড়িয়ে দিতে পারে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যেসব খাবারে প্রোটিন বেশি থাকে এবং যা ইউরিয়ার মাত্রা বাড়াতে পারে, সেগুলো হলো—

» গরু, খাসি, ভেড়া, মহিষ বা হাঁসের মাংস।

» প্রাণীর মগজ, কলিজা, গুর্দা বা কিডনি, ফুসফুস ইত্যাদি। এগুলোয় পিউরিন নামক উপাদান বেশি থাকে, যা ইউরিক অ্যাসিড বাড়ায়।

» সামুদ্রিক খাবার; যেমন চিংড়ি, কাঁকড়া, শুঁটকি ও অন্যান্য সামুদ্রিক মাছ।

» মুরগির চামড়া; এতে প্রোটিন ও চর্বি বেশি থাকে।

» যাঁরা দৈনিক প্রচুর মাছ-মাংস খান, তাঁদের ইউরিয়ার পাশাপাশি ইউরিক অ্যাসিড বাড়ার ঝুঁকি বেশি থাকে।

» এ ছাড়া কিছু কিছু খাবার ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি বাড়িয়ে দিতে পারে, যা ইউরিয়ার সঙ্গে সম্পর্কিত না হলেও প্রোটিন বিপাকের সঙ্গে বিশেষভাবে সম্পর্কযুক্ত। সেই ধরনের খাবারগুলো কিডনি রোগীরা খেতে পারবেন না। খাবারগুলো হলো—

» অ্যালকোহল, বিশেষ করে বিয়ার। এতে পিউরিন বেশি থাকে।

» চিনিযুক্ত পানীয়, ক্যান্ডি ও ডেজার্ট। এগুলোতে প্রচুর চিনি থাকে।

» কিছু কিছু ডাল। যেমন মসুর ডাল। যদিও ডাল প্রোটিনের ভালো উৎস। তবে এটি কিডনি রোগীদের জন্য কিছু ক্ষেত্রে সীমিত পরিমাণে খাওয়ার পরামর্শ

দেওয়া হয়।

» ফসফরাস ও উচ্চ পটাশিয়ামযুক্ত খাবার; যেমন কলা, কমলা, আলু, টমেটো ইত্যাদি কিডনিজনিত সমস্যায় কম

খেতে হবে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউরিয়ার মাত্রা বেশি হলে যা করবেন

» আপনার শারীরিক অবস্থা ও কিডনির কার্যকারিতা অনুযায়ী প্রোটিনের পরিমাণ সীমিত রাখতে হবে।

» পর্যাপ্ত পানি পান করলে কিডনি ইউরিয়ার মতো বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। তবে কিডনি রোগীদের ক্ষেত্রে পানি পানের পরিমাণও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হওয়া উচিত।

» পিউরিন ইউরিক অ্যাসিড বাড়ালেও এটি প্রোটিনের অংশ। তাই লাল মাংস, প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ এবং কিছু সামুদ্রিক খাবার পরিহার করা ভালো।

» নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করলে ইউরিয়া ও ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রাকৃতিক উপায়ে ইউরিয়া নিয়ন্ত্রণ

  • পানির সঙ্গে লেবু, শসা কিংবা পুদিনাপাতা মিশিয়ে পান করলে শরীর হাইড্রেটেড থাকবে। এই পানীয় কিডনির কর্মক্ষমতা উন্নয়নে সহায়ক হতে পারে।
  • আপেল, পেঁপে, আমের মতো ফল, গাজর অথবা পালংশাক এবং ওটস, ব্রাউন রাইসের মতো গোটা শস্য কিডনির কর্মক্ষমতা উন্নত করতে এবং বিষাক্ত পদার্থ অপ সারণে সহায়তা করে।
  • অতিরিক্ত লবণ কিডনির ওপর চাপ তৈরি করতে পারে। প্রক্রিয়াজাত খাবার, ফাস্ট ফুড এবং উচ্চ সোডিয়ামযুক্ত খাবার এড়িয়ে চলুন। ঘরে তৈরি খাবার খান এবং লবণের পরিমাণ কমিয়ে দিতে হবে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভেষজ ও প্রাকৃতিক উপাদান ব্যবহার

ধনেপাতা: ধনেপাতার রস বা চা কিডনি পরিষ্কারে সাহায্য করতে পারে। এক মুঠো ধনেপাতা পানিতে সেদ্ধ করে ছেঁকে পান করুন।

পুদিনা: এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সহায়ক।

তুলসী: তুলসী পাতার চা অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ এবং কিডনির স্বাস্থ্যের জন্য উপকারী।

আদা: এর চা বা আদামিশ্রিত পানি প্রদাহ কমাতে এবং কিডনির কার্যকারিতা উন্নত করতে সহায়ক।

দারুচিনি: অল্প পরিমাণে দারুচিনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, যা পরোক্ষভাবে কিডনির ওপর চাপ কমায়।

ইউরিয়ার উচ্চ মাত্রা কিডনি রোগ, সংক্রমণ বা অন্য গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে। তাই প্রাকৃতিক চিকিৎসার পাশাপাশি নিয়মিত রক্ত পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

পরামর্শ দিয়েছেন: খাদ্যপথ্য ও আকুপ্রেশার বিশেষজ্ঞ, প্রধান নির্বাহী, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’: মাহফুজ

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত