Ajker Patrika

ছিপছিপে হতে চাইলে

ডা. এস এম বখতিয়ার কামাল
ছিপছিপে হতে চাইলে

কারও কারও শরীরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত চর্বি দেখা যায়। সাধারণত ওজন কমানো হয় ডায়েট ও ব্যায়ামের মাধ্যমে। তবে অনেকে সার্জিকেল অপারেশনের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত চর্বি অপসারণ করে ওজন কমিয়ে থাকেন। ওজন কমানোর সার্জিকেল এই পদ্ধতির নাম লাইপোসাকসন। চর্বি অপসারণ করে শরীরের আকার সুন্দর করে বলে এটিকে বডি সেপিং পদ্ধতিও বলা হয়। এই পদ্ধতিতে শরীরের যে জায়গা থেকে চর্বি বের করতে হবে, সেখানে আধা ইঞ্চি জায়গা অবশ করে একটি সরু নল ঢুকিয়ে মেশিন দিয়ে টেনে চর্বি বের করা হয়।

যেখান থেকে চর্বি বের করা হয়

  • পেট ও কোমর
  • থাই
  • ব্রেস্ট
  • বাহু

যে বিষয়গুলো জানতে হবে

  • লাইপোসাকসন অপারেশনের সময় ব্যথা না হলেও অপারেশনের পরে অতিসামান্য ব্যথা হতে পারে। সে জন্য সাধারণত পেইন কিলার দেওয়া হয়। 
  • অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে লাইপোসাকসন করতে হবে। 
  • লাইপোসাকসনের সঙ্গে সঙ্গে অপারেশনের জায়গা স্লিম হয়ে যাবে না। অপারেশনের জায়গা স্লিম হতে ৩ থেকে ৬ মাস সময় লাগবে। 
  • স্থানভেদে আধা কেজি থেকে ৫ কেজি পর্যন্ত চর্বি বের করা হয় লাইপোসাকসনের মাধ্যমে।
  • লাইপোসাকসনে যত কেজি চর্বি বের করা হবে সাধারণত তার দ্বিগুণ পর্যন্ত ওজন কমে। 
  • ওজন কমানোর জন্য লাইপোসাকসন না করানোই ভালো।
  • ওজন না বাড়লে কখনোই আর নতুন করে চর্বি জমা হবে না।
  • নিয়মিত ডায়েট ও ব্যায়ামের মাধ্যমে ওজন ধরে রাখা সম্ভব।
  • লাইপোসাকসনের কারণে গর্ভবতী হতে অসুবিধা হবে না।
  • এটি শুধু চর্বি কমায়, গ্ল্যান্ড কমায় না। ফলে ব্রেস্ট ফিডিংয়ে অসুবিধা হবে না।
  • লাইপোসাকসন করা যায় সাধারণত ১৬ থেকে ৭০ বছর পর্যন্ত। 
  • ত্বকের নিজস্ব স্থিতিস্থাপকতা থাকে বলে লাইপোসাকসনের পর ত্বক ঝুলে যাবে না। 
  • লাইপোসাকসনের পর ছিদ্রগুলো মিলিয়ে যাবে অথবা ছোট দাগ হিসেবে থাকতে পারে

লাইপোসাকসনের পর করণীয়

  • প্রচুর তরল খাবার খেতে হবে।
  • অপারেশনের পর এক দিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
  • পরবর্তী দুই দিন বাসায় হাঁটাচলা করা যাবে।
  • চতুর্থ দিন থেকে স্বাভাবিক কাজ করা যাবে।
  • দশম দিনের পর থেকে ভারী কাজসহ সব ধরনের কাজ করা যাবে।
  • প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেতে হবে।
  • শোয়া অবস্থায় ব্যান্ডেজ পরিবর্তন করতে হবে।
  • ধূমপান করা যাবে না।

অপারেশনের আগে যা করতে হবে

  • যেহেতু এটি দীর্ঘ সময়ের অপারেশন, তাই রোগীকে সময়ের সদ্ব্যবহার করতে হবে।
  • ভরা পেটে অপারেশন করতে হবে।
  • ঢিলেঢালা জামাকাপড় পরিধান করতে হবে।
  • অতিরিক্ত এক সেট কাপড় সংগ্রহে রাখতে হয়।

    লেখক: সহকারী অধ্যাপক, চর্ম, যৌন, অ্যালার্জি বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত