ডা. মো. আরমান হোসেন রনি
প্রশ্ন: কয়েক দিন আগে ডেঙ্গু থেকে সেরে উঠেছি। এরপর থেকে চোখে কিছুটা সমস্যা মনে করছি। বয়স ৪৫ বছর। হাই প্রেশারের সমস্যা আছে। প্রেশার এখন স্বাভাবিক। তবু মনে হচ্ছে মাঝে মাঝেই চোখ ঝিম ধরে থাকছে। মনে হচ্ছে চোখের সামনে ছোট ছোট কালো কালো ছোপ দেখতে পাই। এটা কি ডেঙ্গুর প্রভাবে হচ্ছে? উত্তম রায়, ঢাকা
উত্তর: আপনি চোখের সামনে ছোট কালো কালো যে ছোপ দেখতে পাচ্ছেন, চিকিৎসার পরিভাষায় একে ফ্লোটার্স বলে। চোখের পেছনের প্রকোষ্ঠে থকথকে জেলির মতো একধরনের স্বচ্ছ পদার্থ রয়েছে, যাকে ভিট্রিয়াস বলে। স্বচ্ছ ভিট্রিয়াসের মধ্যে কোনো অস্বচ্ছ বস্তু ঘোরাফেরা করলে রেটিনার ওপর তার ছায়া পড়ে, তখন সেটাকেই চোখের সামনে কালো কালো ছোপ বা মাছির মতো মনে হয়। সাধারণত দিনের বেলায় উজ্জ্বল আলোয় অথবা সাদা দেয়াল, খোলা আকাশ, বই-খাতার ওপরে এগুলোকে বেশি দেখা যায়। বার্ধক্য, চোখে আঘাত, প্রদাহ ইত্যাদি কারণে ভিট্রিয়াসের ভেতর অস্বচ্ছ বস্তু জমা হতে পারে। এ ছাড়া ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তের তঞ্চনজনিত সমস্যার ফলে কখনো কখনো ভিট্রিয়াসের মধ্যে রক্তপাত হয়ে থাকে। ধীরে ধীরে সেই রক্ত শরীরে মিশে যায়। তবে কিছু কিছু জমাট বাঁধা রক্ত ভিট্রিয়াসের মধ্যে ঘোরাফেরা করে, সেগুলোকেই কালো কালো ছোপ বা মাছির মতো মনে হয়। ডেঙ্গু জ্বর হলে যেহেতু রক্তের তঞ্চনজনিত সমস্যা হয়, সে কারণে ডেঙ্গু জ্বর-পরবর্তী এটি হতে পারে। ফ্লোটার্স আকারে ছোট এবং সংখ্যায় অল্প হলে দুশ্চিন্তা করার দরকার নেই। তবে ফ্লোটার্সের সংখ্যা হঠাৎ বৃদ্ধি পেলে অবিলম্বে একজন চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন।
প্রশ্ন: কয়েক দিন যাবৎ চোখে ব্যথা শুরু হয়েছে। প্রথমে ডান চোখে, এখন বাম চোখেও ব্যথা। চোখে অতিরিক্ত কোনো চাপ হয় না শুধু পত্রিকা পড়া আর টেলিভিশন দেখা ছাড়া। ২ দশমিক ৩ পাওয়ারের চশমা পরছি। চোখে প্রচণ্ড জ্বালা হচ্ছে ঘুম থেকে ওঠার পর। আর মাঝে মাঝে মনে হচ্ছে চোখের ভেতরের পানি শুকিয়ে যাচ্ছে। আশফাক, সাভার
উত্তর: বিভিন্ন কারণে চোখে ব্যথা হতে পারে। যেমন চোখ ওঠা, চোখের মণির কোনো রোগ, আঘাতজনিত সমস্যা। এ ছাড়া মাইগ্রেন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি কারণেও চোখে ব্যথা হতে পারে। এমনকি দীর্ঘক্ষণ ডিজিটাল ডিভাইস ব্যবহার, পাওয়ারের সমস্যার কারণেও চোখে ব্যথা হতে পারে। সাময়িকভাবে ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল-জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে। আপনি যেহেতু মাইনাস ২ দশমিক ৩ পাওয়ারের চশমা ব্যবহার করেন, সে ক্ষেত্রে চোখের পাওয়ার বেড়েছে কি না, সেটি জানা দরকার। এ জন্য একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
পরামর্শ দিয়েছেন, ডা. মো. আরমান হোসেন রনি, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা
প্রশ্ন: কয়েক দিন আগে ডেঙ্গু থেকে সেরে উঠেছি। এরপর থেকে চোখে কিছুটা সমস্যা মনে করছি। বয়স ৪৫ বছর। হাই প্রেশারের সমস্যা আছে। প্রেশার এখন স্বাভাবিক। তবু মনে হচ্ছে মাঝে মাঝেই চোখ ঝিম ধরে থাকছে। মনে হচ্ছে চোখের সামনে ছোট ছোট কালো কালো ছোপ দেখতে পাই। এটা কি ডেঙ্গুর প্রভাবে হচ্ছে? উত্তম রায়, ঢাকা
উত্তর: আপনি চোখের সামনে ছোট কালো কালো যে ছোপ দেখতে পাচ্ছেন, চিকিৎসার পরিভাষায় একে ফ্লোটার্স বলে। চোখের পেছনের প্রকোষ্ঠে থকথকে জেলির মতো একধরনের স্বচ্ছ পদার্থ রয়েছে, যাকে ভিট্রিয়াস বলে। স্বচ্ছ ভিট্রিয়াসের মধ্যে কোনো অস্বচ্ছ বস্তু ঘোরাফেরা করলে রেটিনার ওপর তার ছায়া পড়ে, তখন সেটাকেই চোখের সামনে কালো কালো ছোপ বা মাছির মতো মনে হয়। সাধারণত দিনের বেলায় উজ্জ্বল আলোয় অথবা সাদা দেয়াল, খোলা আকাশ, বই-খাতার ওপরে এগুলোকে বেশি দেখা যায়। বার্ধক্য, চোখে আঘাত, প্রদাহ ইত্যাদি কারণে ভিট্রিয়াসের ভেতর অস্বচ্ছ বস্তু জমা হতে পারে। এ ছাড়া ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তের তঞ্চনজনিত সমস্যার ফলে কখনো কখনো ভিট্রিয়াসের মধ্যে রক্তপাত হয়ে থাকে। ধীরে ধীরে সেই রক্ত শরীরে মিশে যায়। তবে কিছু কিছু জমাট বাঁধা রক্ত ভিট্রিয়াসের মধ্যে ঘোরাফেরা করে, সেগুলোকেই কালো কালো ছোপ বা মাছির মতো মনে হয়। ডেঙ্গু জ্বর হলে যেহেতু রক্তের তঞ্চনজনিত সমস্যা হয়, সে কারণে ডেঙ্গু জ্বর-পরবর্তী এটি হতে পারে। ফ্লোটার্স আকারে ছোট এবং সংখ্যায় অল্প হলে দুশ্চিন্তা করার দরকার নেই। তবে ফ্লোটার্সের সংখ্যা হঠাৎ বৃদ্ধি পেলে অবিলম্বে একজন চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন।
প্রশ্ন: কয়েক দিন যাবৎ চোখে ব্যথা শুরু হয়েছে। প্রথমে ডান চোখে, এখন বাম চোখেও ব্যথা। চোখে অতিরিক্ত কোনো চাপ হয় না শুধু পত্রিকা পড়া আর টেলিভিশন দেখা ছাড়া। ২ দশমিক ৩ পাওয়ারের চশমা পরছি। চোখে প্রচণ্ড জ্বালা হচ্ছে ঘুম থেকে ওঠার পর। আর মাঝে মাঝে মনে হচ্ছে চোখের ভেতরের পানি শুকিয়ে যাচ্ছে। আশফাক, সাভার
উত্তর: বিভিন্ন কারণে চোখে ব্যথা হতে পারে। যেমন চোখ ওঠা, চোখের মণির কোনো রোগ, আঘাতজনিত সমস্যা। এ ছাড়া মাইগ্রেন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি কারণেও চোখে ব্যথা হতে পারে। এমনকি দীর্ঘক্ষণ ডিজিটাল ডিভাইস ব্যবহার, পাওয়ারের সমস্যার কারণেও চোখে ব্যথা হতে পারে। সাময়িকভাবে ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল-জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে। আপনি যেহেতু মাইনাস ২ দশমিক ৩ পাওয়ারের চশমা ব্যবহার করেন, সে ক্ষেত্রে চোখের পাওয়ার বেড়েছে কি না, সেটি জানা দরকার। এ জন্য একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
পরামর্শ দিয়েছেন, ডা. মো. আরমান হোসেন রনি, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা
গৃহস্থালির কাজে ব্যবহৃত বিভিন্ন প্লাস্টিক পণ্যে রয়েছে ‘থ্যালেটস’ (Phthalates) নামক রাসায়নিক পদার্থ। আর এই থ্যালেটস কোনো নির্বিরোধী রাসায়নিক উপাদান নয়। এর কারণে মৃত্যুর ঘটনা অনেক বেশি। থ্যালেটসের সংস্পর্শে আসার কারণে ২০১৮ সালে বিশ্বব্যাপী ৩ লাখ ৫৬ হাজারেরও বেশি মানুষের হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবর
১৯ ঘণ্টা আগেপুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সিটি স্ক্যান মেশিনের ফিল্মসংকট দেখা দিয়েছে। এতে সিটি স্ক্যান করার প্রয়োজন এমন রোগী ও তাঁদের স্বজনদের দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে যাঁদের জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান করা প্রয়োজন, তাঁরা পড়ছেন সবচেয়ে বেশি...
১ দিন আগেআশার কথা হলো, পরিবর্তন আসছে। সম্প্রতি প্রকাশিত এক যুগান্তকারী পরীক্ষায় দেখা গেছে, তীব্রভাবে চিনাবাদামের অ্যালার্জিতে আক্রান্ত দুই-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ককে চিকিৎসকের তত্ত্বাবধানে প্রতিদিন অল্প পরিমাণে চিনাবাদাম খাইয়ে স্বাভাবিক অবস্থায় আনা সম্ভব হয়েছে।
২ দিন আগেঅতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার বা ‘আল্ট্রা প্রসেসড ফুড’ (ইউপিএফ) বেশি খাওয়ার কারণে শুধু স্থূলতা, হতাশা, ডায়াবেটিস কিংবা হৃদরোগই নয়, বাড়ছে অকালমৃত্যুর ঝুঁকিও। নতুন এক গবেষণায় বলা হয়েছে, এই ধরনের খাবার খাওয়ার কারণে শুধু যুক্তরাষ্ট্রেই প্রতিবছর প্রায় ১ লাখ ২৪ হাজার মানুষের অকালমৃত্যু ঘটছে।
২ দিন আগে