মো. আরমান বিন আজিজ মজুমদার
প্রশ্ন: তিন দিন আগে মেয়ের জন্ম। সম্ভাব্য ডেলিভারির তারিখ থেকে অনেক আগে, অর্থাৎ ৩৪ সপ্তাহের দিকে ওর জন্ম হয়েছে। চিকিৎসক বলেছেন, ওর চোখের রেটিনা পরীক্ষা করা জরুরি। আমি জানতে চাই, চোখের রেটিনা পরীক্ষা না করালে কি কোনো সমস্যা হবে?
আনিকা, ঢাকা
সাধারণত অপরিণত নবজাতক, অর্থাৎ ৩৫ সপ্তাহের কম সময়ে কিংবা দুই কেজির কম ওজনে জন্ম নেওয়া শিশুরা রেটিনোপ্যাথি অব প্রিম্যাচিউরিটি (আরওপি) ঝুঁকির মধ্যে থাকে। শিশুদের জন্মগত অন্ধত্বের অন্যতম কারণ এটি। এ ধরনের শিশুর জন্মের ২০ থেকে ৩০ দিনের মধ্যে রেটিনা পরীক্ষা করা এবং শনাক্ত হলে চিকিৎসা শুরু করা খুবই জরুরি। সময় নষ্ট না করে আপনার শিশুর চোখের রেটিনা দ্রুত একজন অভিজ্ঞ রেটিনা বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করাতে হবে। চিকিৎসা প্রয়োজন হলে তা শুরু করা দরকার।
প্রশ্ন: আমার দুই চোখে দুটি ভিন্ন পাওয়ারের চশমা ব্যবহার করি। বাম চোখে -২.৫ এবং ডান চোখে -১.৫। ইদানীং ৩০ মিনিটের বেশি মোবাইল দেখলে বাম চোখ নিজ থেকেই বন্ধ হয়ে যায়। শুধু ডান চোখ দিয়ে দেখার কারণে বাম চোখ ব্যথা করে এবং বাম চোখ দিয়ে পানি পড়ে। এ সমস্যার সমাধান কী?
মাহবুবুর রশিদ, ময়মনসিংহ
একনাগাড়ে দীর্ঘ সময় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের সময় ঘন ঘন চোখের পলক ফেলুন। কিছুক্ষণ পরপর কাজে বিরতি দিন। আপনার বাম চোখের চশমার পাওয়ার কিছুটা বেশি হওয়ায় দুই চোখের বাইনোকুলার ইমব্যালেন্সিং থেকেও এ সমস্যা হতে পারে। এ ছাড়া মাসল ফ্যাটিগনেস, ড্রাই আই কিংবা ইনফেকশনের ব্যাপারটাও ফেলে দেওয়া যায় না। আপাতত একটি ভালো মানের আর্টিফিশিয়াল টিয়ার দিনে ৩-৪ বার ব্যবহার করে সমস্যার উপশম হয় কি না, দেখুন। অবস্থার উন্নতি না হলে একজন অভিজ্ঞ চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নিন। চশমার পাওয়ার পুনরায় চেক করুন এবং সমস্যার কথা খুলে বলুন।
প্রশ্ন: ছেলের বয়স ১০ বছর। ইদানীং লক্ষ করছি, সে টিভির সামনে গিয়ে টিভি দেখে এবং মাঝেমধ্যে মাথাব্যথার কথাও বলে। সমাধান জানতে চাই।
সুমনা শোভা, সাতক্ষীরা
আমেরিকান ভিজ্যুয়াল রিপ্রোডাকশন স্ট্যান্ডার্ডের মতে, টিভি দেখার দূরত্ব যাচাই করার সর্বোত্তম উপায়টি হচ্ছে, টিভির পর্দা যত ইঞ্চি তাকে শূন্য দশমিক ৮৪ দিয়ে ভাগ দেওয়া। কেউ ৬৫ ইঞ্চির টিভি কিনতে চাইলে ৬৫-কে শূন্য দশমিক ৮৪ দিয়ে ভাগ দিলে পাওয়া যায় ৭৭ ইঞ্চি। সে হিসাবে ২৮ ইঞ্চির টিভি হলে দূরত্ব হবে ২ দশমিক ৭ ফুট, ৩২ ইঞ্চির টিভি হলে দূরত্ব হবে ৩ দশমিক ২ ফুট, ৪০ ইঞ্চির টিভি হলে দূরত্ব হবে ৪ ফুট, ৫০ ইঞ্চির টিভি হলে দূরত্ব হবে ৫ ফুট, ৬০ ইঞ্চির টিভি হলে দূরত্ব হবে ৬ ফুট আর ৮৫ ইঞ্চির টিভি হলে দূরত্ব হবে ৮ দশমিক ৪ ফুট। মোটামুটি এই হলো গাণিতিক হিসাব। তবে সাধারণত টিভি দেখার দূরত্ব ৮ থেকে ১০ ফুট রাখতে বলা হয়। কখনোই টিভির সামনে গিয়ে দেখা উচিত নয়। শিশুদের এ কাজ থেকে বিরত রাখবেন। প্রশ্নে আপনার শিশুটি চশমা ব্যবহার করে কি না, তা উল্লেখ করেননি। আপনার সন্তানের চশমার প্রয়োজন আছে কি না, তা পরীক্ষা করিয়ে নিশ্চিত হয়ে নিন। ব্যবস্থাপত্রে চশমা দেওয়া হলে তা ব্যবহারে যত্নবান হোন। টিভি, মোবাইল, কম্পিউটার ব্যবহারে আসক্তি থাকলে তা কমানোর ব্যাপারেও সতর্ক হোন।
প্রশ্ন: শিশুর বয়স ৯ মাস। চিকিৎসক বলেছেন, ওর চোখে ছানি পড়েছে। অপারেশনের মাধ্যমে অপসারণ করাতে হবে। শিশুদেরও কি ছানি পড়তে পারে? অপারেশন ছাড়া এর বিকল্প কোনো চিকিৎসা আছে কি?
জীবন কৃষ্ণ, সিলেট
যেকোনো বয়সে, যেকোনো সময়ে ছানি পড়তে পারে। শিশুদের স্থায়ী অন্ধত্ব ও দৃষ্টিস্বল্পতার অন্যতম প্রধান কারণ জন্মগত ছানি। সাধারণত গর্ভকালীন কিছু জটিলতা, আঘাত কিংবা সংক্রমণের কারণে ছানি পড়তে পারে। অপারেশন ছানি রোগের একমাত্র চিকিৎসা। আপনি অতিদ্রুত একজন শিশু চক্ষুরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আপনার সন্তানের অপারেশন করিয়ে ফেলুন। অপারেশনে দেরি হলে শিশুর চোখের দৃষ্টি আজীবনের জন্য ঝুঁকির মধ্যে পড়তে পারে।
পরামর্শ দিয়েছেন, মো. আরমান বিন আজিজ মজুমদার, সাবেক ফ্যাকাল্টি মেম্বার, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র
প্রশ্ন: তিন দিন আগে মেয়ের জন্ম। সম্ভাব্য ডেলিভারির তারিখ থেকে অনেক আগে, অর্থাৎ ৩৪ সপ্তাহের দিকে ওর জন্ম হয়েছে। চিকিৎসক বলেছেন, ওর চোখের রেটিনা পরীক্ষা করা জরুরি। আমি জানতে চাই, চোখের রেটিনা পরীক্ষা না করালে কি কোনো সমস্যা হবে?
আনিকা, ঢাকা
সাধারণত অপরিণত নবজাতক, অর্থাৎ ৩৫ সপ্তাহের কম সময়ে কিংবা দুই কেজির কম ওজনে জন্ম নেওয়া শিশুরা রেটিনোপ্যাথি অব প্রিম্যাচিউরিটি (আরওপি) ঝুঁকির মধ্যে থাকে। শিশুদের জন্মগত অন্ধত্বের অন্যতম কারণ এটি। এ ধরনের শিশুর জন্মের ২০ থেকে ৩০ দিনের মধ্যে রেটিনা পরীক্ষা করা এবং শনাক্ত হলে চিকিৎসা শুরু করা খুবই জরুরি। সময় নষ্ট না করে আপনার শিশুর চোখের রেটিনা দ্রুত একজন অভিজ্ঞ রেটিনা বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করাতে হবে। চিকিৎসা প্রয়োজন হলে তা শুরু করা দরকার।
প্রশ্ন: আমার দুই চোখে দুটি ভিন্ন পাওয়ারের চশমা ব্যবহার করি। বাম চোখে -২.৫ এবং ডান চোখে -১.৫। ইদানীং ৩০ মিনিটের বেশি মোবাইল দেখলে বাম চোখ নিজ থেকেই বন্ধ হয়ে যায়। শুধু ডান চোখ দিয়ে দেখার কারণে বাম চোখ ব্যথা করে এবং বাম চোখ দিয়ে পানি পড়ে। এ সমস্যার সমাধান কী?
মাহবুবুর রশিদ, ময়মনসিংহ
একনাগাড়ে দীর্ঘ সময় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের সময় ঘন ঘন চোখের পলক ফেলুন। কিছুক্ষণ পরপর কাজে বিরতি দিন। আপনার বাম চোখের চশমার পাওয়ার কিছুটা বেশি হওয়ায় দুই চোখের বাইনোকুলার ইমব্যালেন্সিং থেকেও এ সমস্যা হতে পারে। এ ছাড়া মাসল ফ্যাটিগনেস, ড্রাই আই কিংবা ইনফেকশনের ব্যাপারটাও ফেলে দেওয়া যায় না। আপাতত একটি ভালো মানের আর্টিফিশিয়াল টিয়ার দিনে ৩-৪ বার ব্যবহার করে সমস্যার উপশম হয় কি না, দেখুন। অবস্থার উন্নতি না হলে একজন অভিজ্ঞ চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নিন। চশমার পাওয়ার পুনরায় চেক করুন এবং সমস্যার কথা খুলে বলুন।
প্রশ্ন: ছেলের বয়স ১০ বছর। ইদানীং লক্ষ করছি, সে টিভির সামনে গিয়ে টিভি দেখে এবং মাঝেমধ্যে মাথাব্যথার কথাও বলে। সমাধান জানতে চাই।
সুমনা শোভা, সাতক্ষীরা
আমেরিকান ভিজ্যুয়াল রিপ্রোডাকশন স্ট্যান্ডার্ডের মতে, টিভি দেখার দূরত্ব যাচাই করার সর্বোত্তম উপায়টি হচ্ছে, টিভির পর্দা যত ইঞ্চি তাকে শূন্য দশমিক ৮৪ দিয়ে ভাগ দেওয়া। কেউ ৬৫ ইঞ্চির টিভি কিনতে চাইলে ৬৫-কে শূন্য দশমিক ৮৪ দিয়ে ভাগ দিলে পাওয়া যায় ৭৭ ইঞ্চি। সে হিসাবে ২৮ ইঞ্চির টিভি হলে দূরত্ব হবে ২ দশমিক ৭ ফুট, ৩২ ইঞ্চির টিভি হলে দূরত্ব হবে ৩ দশমিক ২ ফুট, ৪০ ইঞ্চির টিভি হলে দূরত্ব হবে ৪ ফুট, ৫০ ইঞ্চির টিভি হলে দূরত্ব হবে ৫ ফুট, ৬০ ইঞ্চির টিভি হলে দূরত্ব হবে ৬ ফুট আর ৮৫ ইঞ্চির টিভি হলে দূরত্ব হবে ৮ দশমিক ৪ ফুট। মোটামুটি এই হলো গাণিতিক হিসাব। তবে সাধারণত টিভি দেখার দূরত্ব ৮ থেকে ১০ ফুট রাখতে বলা হয়। কখনোই টিভির সামনে গিয়ে দেখা উচিত নয়। শিশুদের এ কাজ থেকে বিরত রাখবেন। প্রশ্নে আপনার শিশুটি চশমা ব্যবহার করে কি না, তা উল্লেখ করেননি। আপনার সন্তানের চশমার প্রয়োজন আছে কি না, তা পরীক্ষা করিয়ে নিশ্চিত হয়ে নিন। ব্যবস্থাপত্রে চশমা দেওয়া হলে তা ব্যবহারে যত্নবান হোন। টিভি, মোবাইল, কম্পিউটার ব্যবহারে আসক্তি থাকলে তা কমানোর ব্যাপারেও সতর্ক হোন।
প্রশ্ন: শিশুর বয়স ৯ মাস। চিকিৎসক বলেছেন, ওর চোখে ছানি পড়েছে। অপারেশনের মাধ্যমে অপসারণ করাতে হবে। শিশুদেরও কি ছানি পড়তে পারে? অপারেশন ছাড়া এর বিকল্প কোনো চিকিৎসা আছে কি?
জীবন কৃষ্ণ, সিলেট
যেকোনো বয়সে, যেকোনো সময়ে ছানি পড়তে পারে। শিশুদের স্থায়ী অন্ধত্ব ও দৃষ্টিস্বল্পতার অন্যতম প্রধান কারণ জন্মগত ছানি। সাধারণত গর্ভকালীন কিছু জটিলতা, আঘাত কিংবা সংক্রমণের কারণে ছানি পড়তে পারে। অপারেশন ছানি রোগের একমাত্র চিকিৎসা। আপনি অতিদ্রুত একজন শিশু চক্ষুরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আপনার সন্তানের অপারেশন করিয়ে ফেলুন। অপারেশনে দেরি হলে শিশুর চোখের দৃষ্টি আজীবনের জন্য ঝুঁকির মধ্যে পড়তে পারে।
পরামর্শ দিয়েছেন, মো. আরমান বিন আজিজ মজুমদার, সাবেক ফ্যাকাল্টি মেম্বার, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র
গর্ভধারণের আগে দক্ষিণ এশিয়ার বিবাহিত নারীদের মধ্যে অপুষ্টির সমস্যা থেকেই যাচ্ছে। এই পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি। এ-সংক্রান্ত একটি বিশ্লেষণে আরও দেখা গেছে, এই অঞ্চলে নারীদের স্বাভাবিকের চেয়ে কম ওজন থাকাটা বড় সমস্যা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, স্বাভাবিকের চেয়ে বেশি ওজন একটি সমস্যা হিসেবে আবির্ভূত
৩ ঘণ্টা আগেডায়াবেটিস ও ওজন কমানোর চিকিৎসায় বহুল ব্যবহৃত ওষুধ ওজেম্পিক ও ওয়েগোভির মূল উপাদান সেমাগ্লুটাইড। তবে এই ওষুধটির ভিন্ন ব্যবহারও আবিষ্কার করেছেন একদল আন্তর্জাতিক গবেষক। তাঁরা বলেছে, যারা লিভার তথা যকৃতের বিভিন্ন রোগে আক্রান্ত তাদের চিকিৎসার জন্যও এই ওষুধটি বেশ কার্যকর হতে পারে।
৫ ঘণ্টা আগে‘ডিজিটাল অন্তরঙ্গতা বাস্তব জীবনের প্রতি আগ্রহ নষ্ট করে। তাই শিশুরা যখন গেম খেলে অথবা জীবনসঙ্গীরা যখন গেমে মগ্ন হয়, তারা প্রকৃত ঘনিষ্ঠতার প্রতি আগ্রহ হারায়। শিশুরা পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা, গুরুত্বপূর্ণ হওয়ার আকাঙ্ক্ষা ও সংযুক্তির প্রয়োজন মেটানোর আগ্রহ হারিয়ে ফেলে; যা তাদের ও মা-বাবার মধ্যকার...
১১ ঘণ্টা আগেকখনো কখনো তীব্র মাথাব্যথা, বমি বমি ভাব, আলো ও শব্দে অসহ্য যন্ত্রণা; এসবের কারণে কাজের জায়গা তো বটেই, ব্যক্তিগত জীবনও প্রভাবিত হতে পারে। এসবই মাইগ্রেন নামের এক নীরব শত্রুর কাজ। অনেকে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর মাইগ্রেনকে সাধারণ মাথাব্যথা ভেবে অবহেলা করেন। অথচ সময়মতো চিকিৎসা নিলে...
১১ ঘণ্টা আগে