Ajker Patrika

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস হাসপাতালেই করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৯: ১৪
চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস হাসপাতালেই করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস করতে হলে ছুটির পরে হাসপাতালেই করতে হবে। আজ রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, আগামী ১ মার্চ থেকে শুরু হবে চিকিৎসকদের ইনস্টিটিউশনাল প্র্যাকটিস।

স্বাস্থ্যমন্ত্রী জানান, পাইলটিং হিসেবে ৫০টি উপজেলা, ৩০টি জেলা এবং ৫টি মেডিকেল কলেজে এই প্র্যাকটিস শুরু হচ্ছে। তবে কী ধরনের ফি নেওয়া হবে, তা নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, মানুষ যাতে কম খরচে নিজ দেশে স্বাস্থ্যসেবা পেতে পারে এ জন্য ইনস্টিটিউশনাল প্র্যাকটিসের ব্যবস্থা করা হচ্ছে। এখানে রোগীর পরামর্শ ছাড়াও প্রয়োজনীয় অস্ত্রোপচার, পরীক্ষা-নিরীক্ষাসহ সব ধরনের সেবা থাকবে।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য শিক্ষা পরিবারকল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুউদ্দিন আহমেদ, বিএমডিসির চেয়ারম্যান অধ্যাপক মাহমুদ হাসানসহ বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যাপক ও পরিচালকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত