স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে প্রাতিষ্ঠানিক ডেলিভারির সংখ্যা বাড়লেও আশঙ্কাজনক হারে সিজার বেড়েছে। সরকারি হাসপাতালগুলোতে সিজারের হার ২৫ থেকে ৩০ শতাংশ হলেও বেসরকারি হাসপাতালগুলোতে সেটি ৮০ শতাংশের কাছাকাছি। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
আজ বুধবার দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে বিশ্ব স্বাস্থ্য দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাহিদ মালেক বলেন, ‘আমরা মাতৃ ও শিশু মৃত্যুর হার কমিয়েছি। আমাদের কমিউনিটি ক্লিনিকগুলোতে ডেলিভারির সংখ্যা বেড়েছে। তবে আশঙ্কাজনক বিষয় হলো সিজারের হার অতিরিক্ত মাত্রায় বেড়েছে, এর পরিমাণ বেসরকারি হাসপাতালগুলোতেই অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী, একটি দেশে সর্বোচ্চ ১৫-২০ শতাংশ সিজার হতে পারে। কিন্তু বেসরকারি হাসপাতালগুলোতে এর সংখ্যা ৮০ শতাংশের বেশি। এসব হাসপাতালে নজরদারি বাড়ানো হবে। একই সঙ্গে কীভাবে সিজারের পরিমাণ কমিয়ে আনা যায়—সেই চেষ্টা করা হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আমরা গত মাসে দেশের বেশ কিছু হাসপাতালে বৈকালিক সেবা কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে দেশের সবগুলো মেডিকেল কলেজ, হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রম শুরু করব। হাসপাতালে সেবা দিতে গিয়ে প্রায়ই চিকিৎসকেরা নানা সমস্যায় পড়েন। অনেক সময় রোগীর স্বজনেরা ক্ষোভে হাসপাতালে ভাঙচুর করে। এমনকি ভুল-বোঝাবুঝির কারণে মারামারি পর্যন্ত হয়। এসব সমস্যার সমাধানে আগামী সংসদেই স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইনটি পাশের চেষ্টা করব।’
মন্ত্রী আরও বলেন, ‘স্বাস্থ্য নিশ্চিত করতে শুধু হাসপাতাল বানালেই হবে না, এগুলোতে দক্ষ জনবলও প্রয়োজন। বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে তিন লাখ লোক কাজ করে। জনবল ও সেবার দিক থেকে আমরা এখন সবচেয়ে বৃহৎ মন্ত্রণালয়। আমাদের চিকিৎসক-নার্স বাড়ছে। শুধু জনবল দিয়েই হবে না, পর্যাপ্ত ওষুধও দরকার। আশার দিক হলো, দেশে উৎপাদিত হচ্ছে চাহিদার ৯৮ শতাংশ ওষুধ। এসব ওষুধ আমরা বিভিন্ন দেশে রপ্তানিও করছি।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা স্বাস্থ্যসেবায় অসংখ্য হাসপাতাল করলাম, কিন্তু আমাদের দেখতে হবে মানুষ সেগুলোতে পর্যাপ্ত সেবা পাচ্ছে কি না। যদিও বিষয়টি জটিল, তারপরও আমরা সেবা নিশ্চিত করার চেষ্টা করছি। বর্তমানে সরকারি হাসপাতালে শয্যাসংখ্যা ৬০ হাজারে উন্নীত হয়েছে, কিন্তু স্বাধীনতা-পরবর্তী সময়ে যা পাঁচ হাজারো ছিল না। দেশে আশঙ্কাজনক হারে অসংক্রামক রোগ বাড়ছে। ক্যানসার, কিডনি ও হার্ট অ্যাটাকে অসংখ্য লোক মারা যায়। আট বিভাগে আটটি বিশেষায়িত হাসপাতাল করেছি, আগামী বছর চালু হয়ে যাবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মোহা. আনোয়ার হোসেন প্রমুখ।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে প্রাতিষ্ঠানিক ডেলিভারির সংখ্যা বাড়লেও আশঙ্কাজনক হারে সিজার বেড়েছে। সরকারি হাসপাতালগুলোতে সিজারের হার ২৫ থেকে ৩০ শতাংশ হলেও বেসরকারি হাসপাতালগুলোতে সেটি ৮০ শতাংশের কাছাকাছি। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
আজ বুধবার দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে বিশ্ব স্বাস্থ্য দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাহিদ মালেক বলেন, ‘আমরা মাতৃ ও শিশু মৃত্যুর হার কমিয়েছি। আমাদের কমিউনিটি ক্লিনিকগুলোতে ডেলিভারির সংখ্যা বেড়েছে। তবে আশঙ্কাজনক বিষয় হলো সিজারের হার অতিরিক্ত মাত্রায় বেড়েছে, এর পরিমাণ বেসরকারি হাসপাতালগুলোতেই অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী, একটি দেশে সর্বোচ্চ ১৫-২০ শতাংশ সিজার হতে পারে। কিন্তু বেসরকারি হাসপাতালগুলোতে এর সংখ্যা ৮০ শতাংশের বেশি। এসব হাসপাতালে নজরদারি বাড়ানো হবে। একই সঙ্গে কীভাবে সিজারের পরিমাণ কমিয়ে আনা যায়—সেই চেষ্টা করা হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আমরা গত মাসে দেশের বেশ কিছু হাসপাতালে বৈকালিক সেবা কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে দেশের সবগুলো মেডিকেল কলেজ, হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রম শুরু করব। হাসপাতালে সেবা দিতে গিয়ে প্রায়ই চিকিৎসকেরা নানা সমস্যায় পড়েন। অনেক সময় রোগীর স্বজনেরা ক্ষোভে হাসপাতালে ভাঙচুর করে। এমনকি ভুল-বোঝাবুঝির কারণে মারামারি পর্যন্ত হয়। এসব সমস্যার সমাধানে আগামী সংসদেই স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইনটি পাশের চেষ্টা করব।’
মন্ত্রী আরও বলেন, ‘স্বাস্থ্য নিশ্চিত করতে শুধু হাসপাতাল বানালেই হবে না, এগুলোতে দক্ষ জনবলও প্রয়োজন। বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে তিন লাখ লোক কাজ করে। জনবল ও সেবার দিক থেকে আমরা এখন সবচেয়ে বৃহৎ মন্ত্রণালয়। আমাদের চিকিৎসক-নার্স বাড়ছে। শুধু জনবল দিয়েই হবে না, পর্যাপ্ত ওষুধও দরকার। আশার দিক হলো, দেশে উৎপাদিত হচ্ছে চাহিদার ৯৮ শতাংশ ওষুধ। এসব ওষুধ আমরা বিভিন্ন দেশে রপ্তানিও করছি।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা স্বাস্থ্যসেবায় অসংখ্য হাসপাতাল করলাম, কিন্তু আমাদের দেখতে হবে মানুষ সেগুলোতে পর্যাপ্ত সেবা পাচ্ছে কি না। যদিও বিষয়টি জটিল, তারপরও আমরা সেবা নিশ্চিত করার চেষ্টা করছি। বর্তমানে সরকারি হাসপাতালে শয্যাসংখ্যা ৬০ হাজারে উন্নীত হয়েছে, কিন্তু স্বাধীনতা-পরবর্তী সময়ে যা পাঁচ হাজারো ছিল না। দেশে আশঙ্কাজনক হারে অসংক্রামক রোগ বাড়ছে। ক্যানসার, কিডনি ও হার্ট অ্যাটাকে অসংখ্য লোক মারা যায়। আট বিভাগে আটটি বিশেষায়িত হাসপাতাল করেছি, আগামী বছর চালু হয়ে যাবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মোহা. আনোয়ার হোসেন প্রমুখ।
ওষুধ প্রতিরোধী গনোরিয়া ও এমআরএসএ (মেথিসিলিন-প্রতিরোধী স্ট্যাফিলোকক্কাস অরিয়াস) মোকাবিলায় দুটি নতুন অ্যান্টিবায়োটিক উদ্ভাবন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষকেরা জানিয়েছেন, এই ওষুধগুলোর ‘পরমাণু থেকে পরমাণু’ সম্পূর্ণভাবে এআই দিয়ে নকশা করা হয়েছে...
১০ ঘণ্টা আগেদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তবে চিকিৎসাধীন কোনো রোগীর মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগেসচেতনতার অভাবে নবজাতককে মায়ের বুকের দুধ খাওয়ানোর প্রবণতা কমার কারণে নবজাতক মৃত্যুর হার বাড়ছে বলে জানিয়েছেন একদল বিশেষজ্ঞ। তাঁরা বলছেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও চিকিৎসকেরা মিলে কৌটা দুধের বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার কারণে তারা এসব দুধ নবজাতককে খাওয়ানোর জন্য প্ররোচিত করে। ফলে নবজাতককে বুকের দু
২ দিন আগেগরমে স্বস্তির অপর নাম এসি। বাইরে যখন তাপমাত্রা অসহনীয়, তখন ঘরের মধ্যে শীতল বাতাস যেন এক স্বর্গীয় অনুভূতি। শুধু আরামই নয়, এসি ব্যবহারে ঘরের আর্দ্রতাও নিয়ন্ত্রিত থাকে। তবে অনেকেই আছেন যারা গরমে গরমে কষ্ট করেও এসি ব্যবহার করেন না। তাঁদের বিশ্বাস, এসি থেকে অসুস্থ হওয়া যায়। এটি অনেকের কাছে অবাস্তব মনে...
২ দিন আগে