Ajker Patrika

ডেঙ্গু রিসার্চ ইনস্টিটিউট করবে বিএসএমএমইউ, হবে টিকা নিয়ে গবেষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেঙ্গু রিসার্চ ইনস্টিটিউট করবে বিএসএমএমইউ, হবে টিকা নিয়ে গবেষণা

ডেঙ্গু ভাইরাসের টিকা নিয়ে গবেষণা করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ আজ শনিবার এ কথা জানিয়েছেন। এর জন্য বিশ্ববিদ্যালয়ে আলাদা একটি ‘ডেঙ্গু রিসার্চ ইনস্টিটিউট’ গঠন করা হবে বলেও জানান তিনি। 

আজ বিএসএমএমইউয়ের মিলনায়তনে ‘ডেঙ্গু বিরোধী সামাজিক আন্দোলন চাই’ শীর্ষক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপাচার্য এসব কথা বলেন। 

সভায় উপাচার্য বলেন, ‘বিএসএমএমইউতে ডেঙ্গুর টিকা বিষয়ে গবেষণা করে এটি তৈরির ব্যাপারে উদ্যোগ নেব। এর জন্য ভাইরোলজি বিভাগকে দ্রুত কাজ শুরু করতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের দেশে সারা বছর ডেঙ্গু নিয়ে কাজ হয় না বলেই আজ এ অবস্থা। স্বাস্থ্যসেবা বিষয়ে যে কোনো কাজ, গবেষণা করার জন্য উৎকৃষ্ট স্থান হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এখানে আমরা ডেঙ্গু রিসার্চ ইনস্টিটিউট গড়ে তুলব। ডেঙ্গু প্রতিরোধ কমিটির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিএসএমএমইউয়ের চিকিৎসকেরাও কাজ করবেন।’ 

এ সময় ডেঙ্গু সংক্রমণ মোকাবিলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ডেঙ্গু প্রতিরোধ কমিটি গঠন করার কথা জানানো হয়। কমিটিতে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে চেয়ারম্যান এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। 

এ ছাড়া কমিটিতে আছেন—উপদেষ্টা হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম, সভাপতি দৈনিক বঙ্গজননী ও দ্য ন্যাশনাল নিউজ ইউএসএর প্রধান সম্পাদক আলী নিয়ামত। জাতিসংঘ মানবাধিকার উইংয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রুবিনা খান, ক্যাটের সিনিয়র সহসভাপতি সাবেক উপাচার্য ড. রশিদ আসকারী, উইয়ের সভাপতি নাসিমা আক্তার নিশাকে সহসভাপতি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত