Ajker Patrika

সুপার স্পেশালাইজড হাসপাতালে আনুষ্ঠানিকভাবে শুরু কিডনি প্রতিস্থাপন সেবা

সুপার স্পেশালাইজড হাসপাতালে আনুষ্ঠানিকভাবে শুরু কিডনি প্রতিস্থাপন সেবা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে শুরু হলো কিডনি ট্রান্সপ্লান্ট। পিরোজপুরের সুজন রায়ের (৪২) কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এ সেবা কার্যক্রম। 

বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক রেনাল ট্রান্সপ্লান্ট সার্জন ডা. মো. হাবিবুর রহমান দুলালের নেতৃত্বে প্রায় ২৫ জন চিকিৎসক এই প্রতিস্থাপন কার্যক্রমে অংশ নেন। সুজনকে কিডনি দিয়েছেন তাঁর ভাই সুসেন রায় (৩১)। তাঁরা দুজনেই বর্তমানে সুস্থ আছেন। 

আজ সোমবার বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সুপার স্পেশালাইজড হাসপাতালে কিডনি প্রতিস্থাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি সুপার স্পেশালাইজড হাসপাতালকে ‘স্বাস্থ্য খাতের পদ্মাসেতু’ উল্লেখ করে বলেন, ‘ক্যানসার, হৃদ্‌রোগ, স্ট্রোক, অর্গান ট্রান্সপ্লান্ট—এ ধরনের চিকিৎসা পেতে দেশের বাইরে যেতে হবে না। দেশের অর্থ বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার প্রয়োজন নাই।’ 

তিনি বলেন, ‘সুপার স্পেশালাইজড হাসপাতালে রয়েছে বিশ্বমানের ৫টি সেন্টার। রয়েছে দেশের সেরা অপারেশন থিয়েটার। এই হাসপাতালের প্রয়োজনীয় জনবল নিয়োগের পর দেশের চিকিৎসাসেবা দানে বিশেষ করে সর্বাধুনিক উন্নতমানের চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। কয়েক শত কোটি টাকা বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।’ 

এ সময় অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল জানান, বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত ছয় শতাধিক রোগীর কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে ৮ জন ভর্তি রোগীসহ ৩০ জন কিডনি প্রতিস্থাপনের অপেক্ষায় আছেন। দেশের সবচেয়ে আধুনিক অপারেশন থিয়েটার থাকায় এখানে সপ্তাহের ৬ দিনই প্রতিস্থাপন সংক্রান্ত ওটি কার্যক্রম পরিচালনা সম্ভব। 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন—বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নার্সিং অনুষদের ডিন ও অ্যানেসথেসিওলজি বিভাগের অধ্যাপক ডা. দেবব্রত বণিক, কিডনি (নেফ্রোলজি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ইসতিয়াক আহম্মেদ শামীম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত