Ajker Patrika

গলায় মাছের কাঁটা আটকালে যা করবেন

ডেস্ক রিপোর্ট
গলায় মাছের কাঁটা আটকালে যা করবেন

দাদি-নানিরা বলেন, গলায় মাছের কাঁটা আটকে গেলে বিড়ালের পা ধরলে নাকি কাঁটা বের হয়ে আসে! আমরা সবাই জানি, এটা একটা দুষ্টুমি। কিন্তু গলায় কাঁটা বেঁধাটা মোটেও হালকাভাবে নেওয়া যায় না। তাই কাঁটা বিঁধলে আসলে কোন পদ্ধতিতে সহজে ও নিরাপদে সেটা বের করে ফেলা সম্ভব, সে-সম্পর্কে জানতে হবে। আবার এমন কিছু পদ্ধতিও আছে যা প্রচলিত হলেও ঠিক নয়।

মাছের কাঁটা সাধারণত গলার টনসিলে আটকায়। মাছের কাঁটা গলায় আটকালে প্রথমে আয়নার সামনে গিয়ে বড় হাঁ করে কাঁটার অবস্থান দেখার চেষ্টা করতে হবে। যদি কাঁটাটা দেখা যায়, তাহলে চেষ্টা করতে হবে, সেটা নিজের হাতে বের করার। এভাবে না হলে জোরে কাশি দিয়ে কিংবা মুখে জোরে জোরে শব্দ করে কাঁটা বের করার চেষ্টা করতে হবে।

অনেকেই গলায় কাঁটা আটকালে শুকনো ভাত বা কলা খেতে কিংবা গলায় চাপ দিতে বলে থাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটা ভুল পদ্ধতি। গলায় কাঁটা বিঁধলে সঙ্গে সঙ্গে কোনো কিছু গেলা ও খাওয়া বন্ধ করতে হবে।

গলায় কাঁটা বিঁধলে পানি দিয়ে বারবার গড়গড়া করতে হবে। গড়গড়ার সঙ্গেই সেটি বের হয়ে আসার সম্ভাবনা বেশি থাকে।

কাঁটা মাংসের ভেতরে ঢুকে গেলে চিন্তার কোনো কারণ নেই। মানবদেহের ইমিউন সিস্টেম কাঁটা ধ্বংস করে ফেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত