Ajker Patrika

ডেঙ্গুতে চোখের সমস্যায় কী করবেন

ডা. মো. আরমান হোসেন রনি
আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৭: ৫১
ডেঙ্গুতে চোখের সমস্যায় কী করবেন

আশঙ্কাজনকভাবে বেড়ে চলছে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ। দেশে প্রতিদিনই ডেঙ্গু জ্বরের রোগী শনাক্ত হচ্ছে। অনেক মারাও যাচ্ছে। তাদের অনেকে আবার ডেঙ্গুজনিত চোখের সমস্যায়ও ভুগছে। ডেঙ্গুতে নানান ধরনের চোখের জটিলতা দেখা দিতে পারে। এমনকি দৃষ্টিশক্তিও কমে যেতে পারে।

যেসব জটিলতা হতে পারে

  • চোখে ব্যথা ও চোখ লাল: জ্বরের শুরুতে অন্যান্য ভাইরাসজনিত জ্বরের মতো ডেঙ্গুতেও চোখের পেছনে ব্যথা, আলোর দিকে তাকাতে অস্বস্তি, চোখ লাল হতে পারে। এতে ভয়ের কিছু নেই। দুই বা তিন দিনের মধ্যে নিজে নিজে এটি সেরে যায়।
  • রেটিনায় রক্তক্ষরণ: ডেঙ্গু জ্বরের একটি জটিলতা হলো রক্তে অণুচক্রিকা কমে গিয়ে দেহের নানান জায়গায় রক্তক্ষরণের আশঙ্কা বাড়িয়ে দেওয়া। চোখের ভেতরে বা পেছনের রেটিনায় এই রক্তক্ষরণ হতে পারে। জ্বরের পাঁচ থেকে সাত দিনের মাথায় এটি হওয়ার আশঙ্কা বেশি থাকে।
  • ম্যাকুলায় পানি জমা: রেটিনার কেন্দ্রীয় এলাকা ম্যাকুলা নামে পরিচিত। ডেঙ্গু রোগে ম্যাকুলায় পানি জমার ফলে দৃষ্টিশক্তি কমে যেতে পারে।
  • কনজাংটিভার নিচে রক্তক্ষরণ: কনজাংটিভা হলো একটি পর্দা, যা চোখ ও চোখের পাতা ঢেকে রাখে। ডেঙ্গুর ফলে কনজাংটিভার ভেতরে ছোট রক্তনালিগুলো ছিঁড়ে যেতে পারে বা আঘাতের ফলে স্কেলেরার ওপরে একটি লাল অংশ হতে পারে। ফলে কনজাংটিভার নিচে রক্তক্ষরণ হতে পারে।
  • চোখের স্নায়ুর ক্ষতি: চোখের স্নায়ুর প্রদাহের ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে।
  • অন্যান্য জটিলতা: ডেঙ্গুর কারণে কোরিও রেটিনাইটিস, ভিট্রাইটিস, ইউভাইটিস, প্যানোপথ্যালমাইটিস ইত্যাদি জটিলতা দেখা দিতে পারে।

করণীয়

  • যদি আপনার পরিবারের কেউ ডেঙ্গু জ্বরে ভুগে থাকে, তাহলে নিশ্চিত করুন যে তারা সঠিক চিকিৎসা পাচ্ছে এবং সব 
    সময় রোগীর জটিলতার দিকে নজর রাখুন।
  • জ্বরের প্রথম দিন থেকে যে চোখে ব্যথা, লাল চোখ বা চোখে অস্বস্তি থাকে, তার জন্য ভয় পাওয়ার কিছু নেই। ব্যথার জন্য প্যারাসিটামলই যথেষ্ট। মনে রাখতে হবে, ডেঙ্গু রোগে ব্যথা কমার জন্য প্যারাসিটামল বাদে অন্য কোনো ব্যথানাশক ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া 

গ্রহণ করা যাবে না।

  • চার-পাঁচ দিনের মধ্যে চোখের ব্যথা, ঝাপসা দেখা, অস্বস্তি ইত্যাদি না কমলে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
  • যেসব রোগীর রক্তে অণুচক্রিকা কম, তাদের জ্বরের সাত দিনের মাথায় অন্তত একবার চোখ পরীক্ষা করানো ভালো। এ ছাড়া যেকোনো সময় দৃষ্টিশক্তি কমে এলে বা ঝাপসা দেখতে শুরু করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
  • ডেঙ্গুজনিত বেশির ভাগ চোখের সমস্যা স্বল্পমেয়াদি। তবে কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘমেয়াদি হতে পারে। তাতে দৃষ্টিশক্তি বিনষ্ট হতে পারে। কাজেই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শমতো চিকিৎসা নিতে হবে।

লেখক: কনসালট্যান্ট, দীন মোহাম্মদ আই হাসপাতাল, সোবহানবাগ, ঢাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত