নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সর্বশেষ কোনো রোগীর মৃত্যু হয়নি।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় হালনাগাদ করা তথ্যে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ২১০ জন পুরুষ ও নারী ১৬৫ জন।
তবে এ সময় ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। নতুন এসব রোগীর মধ্যে রাজধানীর হাসপাতালগুলোতে ৭৬ জন, রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ৬১, ময়মনসিংহে আট, চট্টগ্রাম বিভাগে ৪২, খুলনা বিভাগে ১৮, রাজশাহী বিভাগে ৫৩, বরিশাল বিভাগে ১১৬ ও সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত ১৬ হাজার ২৮১ জন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছে। আর মারা গেছে ৬০ জন চিকিৎসাধীন রোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ২১৩ জন। অন্য রোগীরা চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছে।
সরকারের তথ্য বলছে, চলতি মাসে ৫ হাজার ৯৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আর জুনে ভর্তি হয়েছিল ৫ হাজার ৯৫১ জন। এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১ এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
আর সবচেয়ে বেশি মারা গেছে জুনে—১৯ জন। চলতি মাসে এখন পর্যন্ত ১৮ জন। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত ও মে মাসে তিনজন মারা যায়। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সর্বশেষ কোনো রোগীর মৃত্যু হয়নি।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় হালনাগাদ করা তথ্যে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ২১০ জন পুরুষ ও নারী ১৬৫ জন।
তবে এ সময় ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। নতুন এসব রোগীর মধ্যে রাজধানীর হাসপাতালগুলোতে ৭৬ জন, রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ৬১, ময়মনসিংহে আট, চট্টগ্রাম বিভাগে ৪২, খুলনা বিভাগে ১৮, রাজশাহী বিভাগে ৫৩, বরিশাল বিভাগে ১১৬ ও সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত ১৬ হাজার ২৮১ জন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছে। আর মারা গেছে ৬০ জন চিকিৎসাধীন রোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ২১৩ জন। অন্য রোগীরা চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছে।
সরকারের তথ্য বলছে, চলতি মাসে ৫ হাজার ৯৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আর জুনে ভর্তি হয়েছিল ৫ হাজার ৯৫১ জন। এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১ এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
আর সবচেয়ে বেশি মারা গেছে জুনে—১৯ জন। চলতি মাসে এখন পর্যন্ত ১৮ জন। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত ও মে মাসে তিনজন মারা যায়। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৪০৮ জন ডেঙ্গু রোগী।
৫ ঘণ্টা আগেদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ দিন আগেদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজন চিকিৎসাধীন রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও ৩৯৫ জন ডেঙ্গু রোগী সারা দেশের হাসপাতালে ভর্তি হয়েছে।
৩ দিন আগেস্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সই করা অনুমোদনপত্রে বলা হয়, তিনটি কোম্পানির ১১ ধরনের স্টেন্টের (করোনারি স্টেন্ট) দাম কমিয়ে নতুন করে নির্ধারণ করা হয়। স্টেন্ট আমদানি প্রতিষ্ঠানভেদে খুচরা মূল্য সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
৩ দিন আগে