ডা. মো. মাহবুব আলম
কাঁধে ব্যথার অনেক কারণের মধ্যে অন্যতম রোটেটর কাফ সিনড্রোম। এর একটি অংশাণু হলো ফ্রোজেন শোল্ডার। রোটেটর কাফ সিনড্রোমের অন্য অংশগুলো হলো সুপ্রাসপিনাটাস টেন্ডিনাইটিস, বাইসেপস টেন্ডিনাইটিস, ইমপিচমেন্ট টেন্ডিনাইটিস, ক্যালসিপিক টেন্ডিনাইটিস।
কোন বয়সে বেশি হয়
৪০ থেকে ৬০ বছর বয়সের মধ্যে এই রোগ বেশি হয়ে থাকে। এ রোগে নারী-পুরুষের কোনো আনুপাতিক হিসাব পাওয়া যায় না।
যেসব রোগের সঙ্গে এর সম্পর্ক আছে
ফ্রোজেন শোল্ডারের কারণ
এ রোগের সঠিক কারণ জানা যায় না। ডুপিট্রেনস কনট্রাকসার রোগের সঙ্গে এর হিস্টোলজিক্যাল মিল পাওয়া যায়। ফাইব্রো ব্লাস্টিক প্রোলিপারেনশন হয়, যা রোটেটর কাপ ইন্টারভেলে জমে। এ ছাড়া কোরাকো এক্সোমিওন লিগামেন্ট ও এন্টেরিওর লিগামেন্টে জমা হয়। এতে ফ্যাব্রোসিস হয়ে লিগামেন্টস কন্ট্রাচার হয়।
উপসর্গ
রোগনির্ণয়
পরীক্ষা-নিরীক্ষা করে এ রোগ নির্ণয় করা কঠিন। ব্যথা অনেক কিন্তু এক্স-রেতে কোনো পরিবর্তন লক্ষ করা যায় না। শুধু ব্যবহার না করার জন্য ডিজইউজ হাইপোট্রফি অব বোন দেখা যেতে পারে।
এই রোগে তিনটি পর্ব থাকে
১৮ মাসের মধ্যে এই রোগ নিজে থেকে ভালো হয়ে যায়। কিছু জটিলতা থাকে, যা আরও ৬ থেকে ১২ মাস পরে ভালো হয়ে যায়।
অন্যান্য রোগের সঙ্গে মিল
চিকিৎসা ব্যবস্থা
কনজারভেটিভ: অ্যান্টি ইম্পলেমেপন্টারি ড্রাগস ও ব্যায়াম, পেন্ড্রুলার এক্সারসাইজ যা রোগী নিজে করবেন। কোমর নুয়ে একদিকে কাত হয়ে, ঘড়ির পেন্ডুলাম, স্টেয়ারিংয়ের মতো শোল্ডার বা কাঁধ নাড়ালে উপকার হতে পারে। সকাল ও বিকেলে ২০ থেকে ২৫ মিনিট অ্যাকটিভ ও প্যাসিভভাবে ফোর্স কাজ করবে।
সার্জিক্যাল: কনজারভেটিভ চিকিৎসা ব্যর্থ হলে লিগামেন্ট রিলিজ করে ভালো ফল পাওয়া যায়।
পরামর্শ দিয়েছেন: ডা. মো. মাহবুব আলম, সাবেক সহযোগী অধ্যাপক মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, চেম্বার: আলোক হেলথকেয়ার লি. মিরপুর-১০
কাঁধে ব্যথার অনেক কারণের মধ্যে অন্যতম রোটেটর কাফ সিনড্রোম। এর একটি অংশাণু হলো ফ্রোজেন শোল্ডার। রোটেটর কাফ সিনড্রোমের অন্য অংশগুলো হলো সুপ্রাসপিনাটাস টেন্ডিনাইটিস, বাইসেপস টেন্ডিনাইটিস, ইমপিচমেন্ট টেন্ডিনাইটিস, ক্যালসিপিক টেন্ডিনাইটিস।
কোন বয়সে বেশি হয়
৪০ থেকে ৬০ বছর বয়সের মধ্যে এই রোগ বেশি হয়ে থাকে। এ রোগে নারী-পুরুষের কোনো আনুপাতিক হিসাব পাওয়া যায় না।
যেসব রোগের সঙ্গে এর সম্পর্ক আছে
ফ্রোজেন শোল্ডারের কারণ
এ রোগের সঠিক কারণ জানা যায় না। ডুপিট্রেনস কনট্রাকসার রোগের সঙ্গে এর হিস্টোলজিক্যাল মিল পাওয়া যায়। ফাইব্রো ব্লাস্টিক প্রোলিপারেনশন হয়, যা রোটেটর কাপ ইন্টারভেলে জমে। এ ছাড়া কোরাকো এক্সোমিওন লিগামেন্ট ও এন্টেরিওর লিগামেন্টে জমা হয়। এতে ফ্যাব্রোসিস হয়ে লিগামেন্টস কন্ট্রাচার হয়।
উপসর্গ
রোগনির্ণয়
পরীক্ষা-নিরীক্ষা করে এ রোগ নির্ণয় করা কঠিন। ব্যথা অনেক কিন্তু এক্স-রেতে কোনো পরিবর্তন লক্ষ করা যায় না। শুধু ব্যবহার না করার জন্য ডিজইউজ হাইপোট্রফি অব বোন দেখা যেতে পারে।
এই রোগে তিনটি পর্ব থাকে
১৮ মাসের মধ্যে এই রোগ নিজে থেকে ভালো হয়ে যায়। কিছু জটিলতা থাকে, যা আরও ৬ থেকে ১২ মাস পরে ভালো হয়ে যায়।
অন্যান্য রোগের সঙ্গে মিল
চিকিৎসা ব্যবস্থা
কনজারভেটিভ: অ্যান্টি ইম্পলেমেপন্টারি ড্রাগস ও ব্যায়াম, পেন্ড্রুলার এক্সারসাইজ যা রোগী নিজে করবেন। কোমর নুয়ে একদিকে কাত হয়ে, ঘড়ির পেন্ডুলাম, স্টেয়ারিংয়ের মতো শোল্ডার বা কাঁধ নাড়ালে উপকার হতে পারে। সকাল ও বিকেলে ২০ থেকে ২৫ মিনিট অ্যাকটিভ ও প্যাসিভভাবে ফোর্স কাজ করবে।
সার্জিক্যাল: কনজারভেটিভ চিকিৎসা ব্যর্থ হলে লিগামেন্ট রিলিজ করে ভালো ফল পাওয়া যায়।
পরামর্শ দিয়েছেন: ডা. মো. মাহবুব আলম, সাবেক সহযোগী অধ্যাপক মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, চেম্বার: আলোক হেলথকেয়ার লি. মিরপুর-১০
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সিটি স্ক্যান মেশিনের ফিল্মসংকট দেখা দিয়েছে। এতে সিটি স্ক্যান করার প্রয়োজন এমন রোগী ও তাঁদের স্বজনদের দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে যাঁদের জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান করা প্রয়োজন, তাঁরা পড়ছেন সবচেয়ে বেশি...
৬ ঘণ্টা আগেআশার কথা হলো, পরিবর্তন আসছে। সম্প্রতি প্রকাশিত এক যুগান্তকারী পরীক্ষায় দেখা গেছে, তীব্রভাবে চিনাবাদামের অ্যালার্জিতে আক্রান্ত দুই-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ককে চিকিৎসকের তত্ত্বাবধানে প্রতিদিন অল্প পরিমাণে চিনাবাদাম খাইয়ে স্বাভাবিক অবস্থায় আনা সম্ভব হয়েছে।
১৫ ঘণ্টা আগেঅতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার বা ‘আল্ট্রা প্রসেসড ফুড’ (ইউপিএফ) বেশি খাওয়ার কারণে শুধু স্থূলতা, হতাশা, ডায়াবেটিস কিংবা হৃদরোগই নয়, বাড়ছে অকালমৃত্যুর ঝুঁকিও। নতুন এক গবেষণায় বলা হয়েছে, এই ধরনের খাবার খাওয়ার কারণে শুধু যুক্তরাষ্ট্রেই প্রতিবছর প্রায় ১ লাখ ২৪ হাজার মানুষের অকালমৃত্যু ঘটছে।
১৭ ঘণ্টা আগেদেশের প্রায় পাঁচ লাখ শিশু সময়মতো টিকার সব ডোজ পাচ্ছে না। তাদের মধ্যে ৭০ হাজার শিশু কোনো টিকাই পায় না। টিকা না পাওয়ার হার শহরাঞ্চলে বেশি। টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও এসব তথ্য উঠে এসেছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)...
১ দিন আগে