Ajker Patrika

প্রত্যন্ত অঞ্চলে ভালো চিকিৎসা দেওয়া সরকারের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৬: ৪৪
প্রত্যন্ত অঞ্চলে ভালো চিকিৎসা দেওয়া সরকারের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল

প্রত্যন্ত অঞ্চলে ভালো চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করবে বলে জানিয়েছেন নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ রোববার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলে কীভাবে ভালো চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যে কাজ করে যাবে স্বাস্থ্য মন্ত্রণালয়। ঢাকায় রোগীর চাপ কমাতে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ করা হবে। আন্তরিকতার সঙ্গে কাজ করলে স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।’ 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মন্ত্রীর দরজায় প্রটোকল লাগবে না, সবার জন্য উন্মুক্ত থাকবে। সবার সঙ্গে বসে পরিকল্পনা করা হবে।’ 

দেশের প্রতিটি হাসপাতাল পরিদর্শন করবেন নতুন স্বাস্থ্যমন্ত্রী। এরপর সমস্যা চিহ্নিত করে পরিকল্পনার কথা জানান তিনি। 

রোববার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি: আজকের পত্রিকাস্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল বলেন, ‘স্বাস্থ্য খাতে দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। কোনো সমস্যায় পড়লে প্রধানমন্ত্রী ফোন করে জানানোর কথা বলেছেন। সমস্যায় পড়লে আমি তাই করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত