বিয়ের আগে জিন পরীক্ষা বাধ্যতামূলক করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই)। দেশটির স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় (এমওএইচএপি) বলেছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে হবু দম্পতির জিন পরীক্ষা বাধ্যতামূলক করা হবে।
সম্প্রতি আরব আমিরাতের জিনোম কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী সরকারের বার্ষিক বৈঠকে এ বিষয়টি অনুমোদিত হয়।
২০২২ সাল থেকে ৮০০ জনেরও বেশি দম্পতি এই প্রকল্পের পরীক্ষামূলক পর্যায়ে অংশ নিয়েছেন। পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ৮৬ শতাংশ দম্পতি জিনগতভাবে সামঞ্জস্যপূর্ণ ছিলেন। তবে ১৪ শতাংশের ক্ষেত্রে কিছু ব্যত্যয় দেখা গেছে।
এই প্রকল্পের আওতায়, ২০২৫ সালে নতুন পরীক্ষায় ৫৭০টি আলাদা জিন এবং ৮৪০ টিরও বেশি স্বাস্থ্য সম্পর্কিত ঝুঁকি মূল্যায়ন করা হবে। এর ফলে দম্পতিরা পরিবার পরিকল্পনার সময় তাঁদের স্বাস্থ্য সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন বলে মনে করা হচ্ছে।
আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগ আমিরাতের ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য রক্ষা ও টেকসই সুস্থ জীবন নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জিন পরীক্ষার মাধ্যমে উত্তরাধিকারসূত্রে পাওয়া রোগের ঝুঁকি চিহ্নিত করে প্রাথমিক চিকিৎসার সুযোগ তৈরি হবে। এ ছাড়া এর সাহায্যে আমিরাতের জাতীয় জিনোম স্ট্র্যাটেজি একটি সমন্বিত জেনেটিক ডেটা সিস্টেম গড়ে তুলবে।
বুর্জিল মেডিকেল সিটির জেনেটিকস ক্লিনিক্যাল কনসালট্যান্ট ড. আইমান এল–হাত্তাব জেরুজালেম পোস্টকে বলেছেন, জিন পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি জন্মসূত্রে আসা রোগ যেমন–থ্যালাসেমিয়া শনাক্ত করতে সহায়তা করে।
২০২৩ সালের অক্টোবরে আবুধাবিতে এই প্রকল্প চালু হয়। সফলতা বিবেচনায় ২০২৫ সাল থেকে পুরো আরব আমিরাতে প্রকল্পটি চালু করার সিদ্ধান্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ আমিরাতি নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বংশগত রোগের ঝুঁকি কমাবে।
বিয়ের আগে জিন পরীক্ষা বাধ্যতামূলক করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই)। দেশটির স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় (এমওএইচএপি) বলেছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে হবু দম্পতির জিন পরীক্ষা বাধ্যতামূলক করা হবে।
সম্প্রতি আরব আমিরাতের জিনোম কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী সরকারের বার্ষিক বৈঠকে এ বিষয়টি অনুমোদিত হয়।
২০২২ সাল থেকে ৮০০ জনেরও বেশি দম্পতি এই প্রকল্পের পরীক্ষামূলক পর্যায়ে অংশ নিয়েছেন। পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ৮৬ শতাংশ দম্পতি জিনগতভাবে সামঞ্জস্যপূর্ণ ছিলেন। তবে ১৪ শতাংশের ক্ষেত্রে কিছু ব্যত্যয় দেখা গেছে।
এই প্রকল্পের আওতায়, ২০২৫ সালে নতুন পরীক্ষায় ৫৭০টি আলাদা জিন এবং ৮৪০ টিরও বেশি স্বাস্থ্য সম্পর্কিত ঝুঁকি মূল্যায়ন করা হবে। এর ফলে দম্পতিরা পরিবার পরিকল্পনার সময় তাঁদের স্বাস্থ্য সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন বলে মনে করা হচ্ছে।
আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগ আমিরাতের ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য রক্ষা ও টেকসই সুস্থ জীবন নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জিন পরীক্ষার মাধ্যমে উত্তরাধিকারসূত্রে পাওয়া রোগের ঝুঁকি চিহ্নিত করে প্রাথমিক চিকিৎসার সুযোগ তৈরি হবে। এ ছাড়া এর সাহায্যে আমিরাতের জাতীয় জিনোম স্ট্র্যাটেজি একটি সমন্বিত জেনেটিক ডেটা সিস্টেম গড়ে তুলবে।
বুর্জিল মেডিকেল সিটির জেনেটিকস ক্লিনিক্যাল কনসালট্যান্ট ড. আইমান এল–হাত্তাব জেরুজালেম পোস্টকে বলেছেন, জিন পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি জন্মসূত্রে আসা রোগ যেমন–থ্যালাসেমিয়া শনাক্ত করতে সহায়তা করে।
২০২৩ সালের অক্টোবরে আবুধাবিতে এই প্রকল্প চালু হয়। সফলতা বিবেচনায় ২০২৫ সাল থেকে পুরো আরব আমিরাতে প্রকল্পটি চালু করার সিদ্ধান্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ আমিরাতি নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বংশগত রোগের ঝুঁকি কমাবে।
বাংলাদেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩৪ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা এ তথ্য আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
৭ ঘণ্টা আগেঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) নামের সমস্যায় ভোগেন বিশ্বের বহু মানুষ। তবে নিয়মিত শঙ্খ বাজালে এ সমস্যা কমে যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।
১৫ ঘণ্টা আগেবিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন হারুন-শাকিল প্যানেল। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
১ দিন আগেচিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্তের সূচনা হতে চলেছে। অস্ত্রোপচারের পর ক্ষত সারাতে সেলাই বা স্ট্যাপলারের ব্যবহারের বদলে এবার আলোর মাধ্যমে সক্রিয় হওয়া বডি গ্লু বা শরীরবান্ধব আঠা ব্যবহার করার পথে এগোচ্ছেন চিকিৎসকেরা।
২ দিন আগে