অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
প্রতি বছর ২৬ সেপ্টেম্বর সারা পৃথিবীতে পালিত হয় বিশ্ব গর্ভনিরোধ দিবস। এর মূল দৃষ্টিভঙ্গি হলো, প্রতিটি গর্ভধারণ যেন হয় সুচিন্তিত ও আকাঙ্ক্ষিত। এই আন্দোলনের সূত্রপাত হয় ২০০৭ সালে। তখন থেকে গর্ভনিরোধের ব্যাপারে ব্যাপক সচেতনতা সৃষ্টি মূল লক্ষ্য হয়ে আছে। আর একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো, যুবক-যুবতীরা যেন তাঁদের প্রজনন ও যৌনস্বাস্থ্য সম্বন্ধে জেনে-শুনে-বুঝে সিদ্ধান্ত নেন।
আর সব বয়সী, সব লিঙ্গের ও সব পরিবেশ-পটভূমি থেকে উঠে আসা মানুষকে গর্ভনিরোধের গুরুত্ব বোঝানো; একে ব্যবহারের নানান পদ্ধতি সম্বন্ধে সম্যক ধারণা দেওয়া দরকার। এর সঙ্গে যুক্ত বিষয় হিসেবে গর্ভনিরোধ পদ্ধতিগুলো সবার আওতায় আসা এবং সেগুলো সবার নাগালে আনা মানবাধিকার। এ ধরনের উদ্যোগে কেবল নারী বা বালিকাদের স্বাস্থ্যের উন্নতি হবে তা নয়, এতে পুরো পরিবার স্বাস্থ্যের উন্নতির আওতায় পড়বে।
কিন্তু এ ব্যাপারে বৈষম্য বাড়ছে। সারা বিশ্বে জাতি, গোত্র, স্থানচ্যুত মানুষের আয় আর সংগতি, সামাজিক অবস্থান, শিক্ষা—সব উপাদান একে জটিল করে তুলেছে। বিশেষ করে নারীরা গর্ভনিরোধের অভিগম্যতায় এসেছে খুব কম।
প্রত্যেকের নিজের প্রজননস্বাস্থ্যের ব্যাপারে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে, পরিবার পরিকল্পনা করার স্বাধীনতাও থাকবে। সবার জন্য পছন্দ করার এখতিয়ার থাকবে, পরিকল্পনা করার স্বাধীনতা থাকবে আর পছন্দ করে নেওয়ার ক্ষমতা থাকবে। এমন ক্ষমতায়ন হলো এবারের সংকল্প।
গর্ভনিরোধের পদ্ধতিগুলো নিম্ন ও মধ্য আয়ের মানুষসহ সবার কাছে পৌঁছানো হবে বড় চ্যালেঞ্জ। নিম্ন আয় আর মধ্য আয়ের দেশের ২৫৭ মিলিয়ন নারী আধুনিক গর্ভনিরোধ পদ্ধতির আওতায় নেই। ফলে যৌনবাহিত রোগ, যেমন এইচআইভি বাড়ছে। আর এর পরিণতিতে হচ্ছে অপরিকল্পিত গর্ভধারণ অনিরাপদ গর্ভপাত এবং প্রতিরোধযোগ্য মাতৃমৃত্যু।
মহাজনের বাক্য ‘সুস্থ পরিবার হয় পছন্দে, এ কোনো দৈবাৎ ঘটা ঘটনা নয়’। লিঙ্গ বা বয়স কিংবা আর্থসামাজিক অবস্থান নির্বিশেষে প্রত্যকের জন্য নিরাপদ গর্ভনিরোধকে অভিগম্য করা হবে এই দিবস পালনের মূল সুর।
গর্ভনিরোধক পদ্ধতি ব্যবহারের ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা হবে একটি কাজ।
গর্ভনিরোধক ওষুধ যেমন আছে, তেমন আছে সার্জারি, আছে প্রাকৃতিক গর্ভনিরোধ পদ্ধতি, সঙ্গমে বিরত থাকলেও হতে পারে গর্ভনিরোধ। আছে ক্যালেন্ডার পদ্ধতি।
যে মা শিশুকে স্তন্য দান করেন তাদের হতে পারে প্রাকৃতিকভাবে গর্ভনিরোধ। এ ছাড়া আছে গর্ভনিরোধক ডিভাইস। আমরা জানি পরিবার পরিকল্পনার একটি উপায় হলো পরিকল্পিত গর্ভনিরোধ বা কন্ট্রাসেপশন। গর্ভনিরোধের জন্য রয়েছে হরমোন পিল আর ইনজেকশন। হরমোন পিল মুখে খাওয়ার ওষুধ। আছে সম্মিলিত মুখে গ্রহণযোগ্য গর্ভনিরোধক পিল কম্বাইন্ড অরাল কন্ট্রাসেপ্টটিভ। আছে হরমোন নয় এমন পদ্ধতিও। আছে কপার ডিভাইস, ইন্ট্রাইউটারিন ডিভাইস আর ইমপ্লান্টস, আছে নিরোধক পদ্ধতি পুরুষের জন্য কন্ডম। আছে স্ত্রী আর পুরুষ নির্বীজকরণ। যেমন—পুরুষের ভেসেক্টমি আর নারীদের টিউবাল লাইগেসন। এগুলো স্থায়ী পদ্ধতির মধ্যে পড়ে।
পদ্ধতিগুলো ব্যক্তি পছন্দের ব্যাপার। আর একেকজনের ক্ষেত্রে একেক রকম পদ্ধতি কার্যকর হতে পারে। তবে তা সবার কাছে অভিগম্য হলে আমরা পাব সুস্থ পরিকল্পিত পরিবার, সুস্থ সমাজ।
প্রতি বছর ২৬ সেপ্টেম্বর সারা পৃথিবীতে পালিত হয় বিশ্ব গর্ভনিরোধ দিবস। এর মূল দৃষ্টিভঙ্গি হলো, প্রতিটি গর্ভধারণ যেন হয় সুচিন্তিত ও আকাঙ্ক্ষিত। এই আন্দোলনের সূত্রপাত হয় ২০০৭ সালে। তখন থেকে গর্ভনিরোধের ব্যাপারে ব্যাপক সচেতনতা সৃষ্টি মূল লক্ষ্য হয়ে আছে। আর একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো, যুবক-যুবতীরা যেন তাঁদের প্রজনন ও যৌনস্বাস্থ্য সম্বন্ধে জেনে-শুনে-বুঝে সিদ্ধান্ত নেন।
আর সব বয়সী, সব লিঙ্গের ও সব পরিবেশ-পটভূমি থেকে উঠে আসা মানুষকে গর্ভনিরোধের গুরুত্ব বোঝানো; একে ব্যবহারের নানান পদ্ধতি সম্বন্ধে সম্যক ধারণা দেওয়া দরকার। এর সঙ্গে যুক্ত বিষয় হিসেবে গর্ভনিরোধ পদ্ধতিগুলো সবার আওতায় আসা এবং সেগুলো সবার নাগালে আনা মানবাধিকার। এ ধরনের উদ্যোগে কেবল নারী বা বালিকাদের স্বাস্থ্যের উন্নতি হবে তা নয়, এতে পুরো পরিবার স্বাস্থ্যের উন্নতির আওতায় পড়বে।
কিন্তু এ ব্যাপারে বৈষম্য বাড়ছে। সারা বিশ্বে জাতি, গোত্র, স্থানচ্যুত মানুষের আয় আর সংগতি, সামাজিক অবস্থান, শিক্ষা—সব উপাদান একে জটিল করে তুলেছে। বিশেষ করে নারীরা গর্ভনিরোধের অভিগম্যতায় এসেছে খুব কম।
প্রত্যেকের নিজের প্রজননস্বাস্থ্যের ব্যাপারে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে, পরিবার পরিকল্পনা করার স্বাধীনতাও থাকবে। সবার জন্য পছন্দ করার এখতিয়ার থাকবে, পরিকল্পনা করার স্বাধীনতা থাকবে আর পছন্দ করে নেওয়ার ক্ষমতা থাকবে। এমন ক্ষমতায়ন হলো এবারের সংকল্প।
গর্ভনিরোধের পদ্ধতিগুলো নিম্ন ও মধ্য আয়ের মানুষসহ সবার কাছে পৌঁছানো হবে বড় চ্যালেঞ্জ। নিম্ন আয় আর মধ্য আয়ের দেশের ২৫৭ মিলিয়ন নারী আধুনিক গর্ভনিরোধ পদ্ধতির আওতায় নেই। ফলে যৌনবাহিত রোগ, যেমন এইচআইভি বাড়ছে। আর এর পরিণতিতে হচ্ছে অপরিকল্পিত গর্ভধারণ অনিরাপদ গর্ভপাত এবং প্রতিরোধযোগ্য মাতৃমৃত্যু।
মহাজনের বাক্য ‘সুস্থ পরিবার হয় পছন্দে, এ কোনো দৈবাৎ ঘটা ঘটনা নয়’। লিঙ্গ বা বয়স কিংবা আর্থসামাজিক অবস্থান নির্বিশেষে প্রত্যকের জন্য নিরাপদ গর্ভনিরোধকে অভিগম্য করা হবে এই দিবস পালনের মূল সুর।
গর্ভনিরোধক পদ্ধতি ব্যবহারের ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা হবে একটি কাজ।
গর্ভনিরোধক ওষুধ যেমন আছে, তেমন আছে সার্জারি, আছে প্রাকৃতিক গর্ভনিরোধ পদ্ধতি, সঙ্গমে বিরত থাকলেও হতে পারে গর্ভনিরোধ। আছে ক্যালেন্ডার পদ্ধতি।
যে মা শিশুকে স্তন্য দান করেন তাদের হতে পারে প্রাকৃতিকভাবে গর্ভনিরোধ। এ ছাড়া আছে গর্ভনিরোধক ডিভাইস। আমরা জানি পরিবার পরিকল্পনার একটি উপায় হলো পরিকল্পিত গর্ভনিরোধ বা কন্ট্রাসেপশন। গর্ভনিরোধের জন্য রয়েছে হরমোন পিল আর ইনজেকশন। হরমোন পিল মুখে খাওয়ার ওষুধ। আছে সম্মিলিত মুখে গ্রহণযোগ্য গর্ভনিরোধক পিল কম্বাইন্ড অরাল কন্ট্রাসেপ্টটিভ। আছে হরমোন নয় এমন পদ্ধতিও। আছে কপার ডিভাইস, ইন্ট্রাইউটারিন ডিভাইস আর ইমপ্লান্টস, আছে নিরোধক পদ্ধতি পুরুষের জন্য কন্ডম। আছে স্ত্রী আর পুরুষ নির্বীজকরণ। যেমন—পুরুষের ভেসেক্টমি আর নারীদের টিউবাল লাইগেসন। এগুলো স্থায়ী পদ্ধতির মধ্যে পড়ে।
পদ্ধতিগুলো ব্যক্তি পছন্দের ব্যাপার। আর একেকজনের ক্ষেত্রে একেক রকম পদ্ধতি কার্যকর হতে পারে। তবে তা সবার কাছে অভিগম্য হলে আমরা পাব সুস্থ পরিকল্পিত পরিবার, সুস্থ সমাজ।
ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) নামের সমস্যায় ভোগেন বিশ্বের বহু মানুষ। তবে নিয়মিত শঙ্খ বাজালে এ সমস্যা কমে যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।
৩ ঘণ্টা আগেবিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন হারুন-শাকিল প্যানেল। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
২০ ঘণ্টা আগেচিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্তের সূচনা হতে চলেছে। অস্ত্রোপচারের পর ক্ষত সারাতে সেলাই বা স্ট্যাপলারের ব্যবহারের বদলে এবার আলোর মাধ্যমে সক্রিয় হওয়া বডি গ্লু বা শরীরবান্ধব আঠা ব্যবহার করার পথে এগোচ্ছেন চিকিৎসকেরা।
১ দিন আগেশরীরের ব্যথায় কখনো ভোগেনি, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। গ্লোবাল বার্ডেন অব ডিজিজের এক গবেষণা বলছে, বিশ্বে প্রতি পাঁচজনের মধ্যে একজন শরীরে ব্যথার সমস্যায় ভুগছে। তাদের কারও গিরায় ব্যথা, কারও পেশিতে, আবার কেউ হাড়ের ব্যথায় আক্রান্ত। বাংলাদেশে ব্যথার সমস্যায় ভোগা রোগীর সংখ্যা প্রায় ৪ কোটি।
২ দিন আগে