রামাইয়া কৃষ্ণান পর্ণো ছবিতে অভিনয় করেননি
প্রতিবেদন থেকেই স্পষ্ট, ‘এবার নীল ছবিতে বাহুবলি রাজমাতা’ শিরোনামটি যে অর্থ প্রকাশ করে, প্রকৃত ঘটনা তা নয়। ওই প্রতিবেদনে ঘটনাটিকে সাম্প্রতিক বলা হলেও সুপার ডিলাক্স নামে যে চলচ্চিত্রের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তা মুক্তি পেয়েছে ২০১৯ সালে।